Uttar Dinajpur District Group-D Recruitment 2024: রাজ্যের সকল বেকার যুবকদের জন্য রইল সরকারি দপ্তরে কাজের সুবর্ণ সুযোগ। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলা প্রশাসনিক বিভাগে কর্মবন্ধু, হেল্পার এবং কুক সহ বেশ কিছু পদে কর্মী নিয়োগ করার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে। শুধুমাত্র অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাশ করার পাশাপাশি আপনাকে পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা হতে হবে। তবে এখানে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন দেয়া হবে ১০-১৫ হাজার টাকা পর্যন্ত। তাহলে যে সকল ইচ্ছুকেরা এখানে আবেদন করতে চাইছেন তারা অতি-শীঘ্রই দেখেনিন বেতন, বয়স, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে খুঁটিনাটি।
WB Karmabandhu Jobs Recruitment 2024: বিবরণ
পদের নাম: উত্তর দিনাজপুর জেলা প্রশাসনিক বিভাগে আগ্রহী প্রার্থীদের সুপারিন্টেনডেন্ট, মেট্রন, কুক, হেল্পার, কর্মবন্ধু, দারোয়ান পদে নিয়োগ করা হবে।
শূন্যপদ: এক্ষেত্রে প্রত্যেকটি পদে সবমিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা রয়েছে ৬ টি। যা নিচে তালিকায় উল্লেখ করা হয়েছে, দেখেনিন
- কর্মবন্ধু পদে- ০১ টি
- দারোয়ান পদে- ০১ টি
- কুক পদে- ০১ টি
- হেল্পার পদে- ০১ টি
- সুপারিন্টেনডেন্ট পদে- ০১ টি (শুধুমাত্র মহিলা প্রার্থী)
- মেট্রন পদে- ০১ টি (শুধুমাত্র মহিলা প্রার্থী)
মাসিক বেতন: প্রত্যেকটি পদে চাকরির জন্য নির্বাচিত হওয়া প্রার্থীদের প্রতিমাসে বেতন দেবে ৩,০০০/- টাকা থেকে ১৫,০০০/- টাকা পর্যন্ত।
যোগ্যতার মানদণ্ড (Karmabandhu Jobs Recruitment 2024 Eligibility Criteria)
শিক্ষাগত যোগ্যতা: কর্মবন্ধু, হেলপার, কুক সহ অন্যান্য পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন অষ্টম শ্রেণী পাশ, মাধ্যমিক পাশ ও স্নাতক।
বয়সসীমা: কর্মবন্ধু, হেলপার, কুক সহ অন্যান্য পদগুলিতে আবেদন করার জন্য যোগ্য বয়সসীমা ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে এখানে সরকারি নিয়ম অনুযায়ী প্রার্থীরা কোনো প্রকার বয়সের ছাড় পাবে না।
আবেদন পদ্ধতি (WB Group-D Recruitment 2024 Apply Process)
এক্ষেত্রে প্রত্যেকটি পদে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
- এর জন্য প্রথমে সংস্থার অফিসিয়াল পোর্টালে গিয়ে আবেদন ফ্রম অথবা অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন।
- এরপর বিজ্ঞপ্তির শেষ পাতাটি A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করবেন।
- এরপর সেখানে আগ্রহী প্রার্থীর যা কিছু তথ্য চাওয়া হয়েছে সেগুলো দিয়ে সঠিকভাবে ফর্মটি ফিলাপ করবেন।
- এরপর একটি মুখ বন্ধ খামে আবেদন ফর্ম ও কার্যকর্মের নথিপত্রগুলি ভরে নিবেন।
- এরপর The Project Officer-cum-District Welfare Officer, Backward Classes Welfare & Tribal Development, Administrative Building (Room No. 23), Karnajora, Raiganj, Uttar Dinajpur, 733130 এই ঠিকানায় আবেদন ফর্মটি স্পীড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিবেন।
আবেদন তারিখ: প্রত্যেকটি পদে আবেদন শেষ হবে ০৪ অক্টোবর ২০২৪ তারিখে।
নিয়োগ পদ্ধতি (Karmabandhu Jobs Recruitment 2024 Selection Process)
এখানে আবেদনকারীদের আবেদন ফর্মগুলো যথাযথ ভাবে জমা পড়ার পর তাদের সরাসরি ব্যক্তিগত সাক্ষাৎকারের মাধ্যমে চাকরিতে নির্বাচিত করা হবে।
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল নোটিস | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট | uttardinajpur.gov.in |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |