District Welfare Office Purulia Recruitment 2025: পুরুলিয়া জেলা সহ পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার চাকরি প্রার্থীদের জন্য চাকরির বিশাল সুযোগ। পুরুলিয়া জেলা কল্যাণ অফিসে নতুন করে অতিথি শিক্ষক পদে মোট ০৫ টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাহলে রাজ্যের যেসকল চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে আগ্রহ তারা নিচে উল্লেখ করা প্রতিবেদনে অতিশীঘ্রই দেখেনিন আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, বেতন, বয়স ও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত।
DWO Purulia Recruitment 2025: বিবরণ
পদের নাম: পুরুলিয়া জেলা কল্যাণ অফিসের পক্ষথেকে প্রকাশিত পদের নাম অতিথি শিক্ষক পদ।
মোট শূন্যপদ: অফিসিয়াল বিজ্ঞপ্তিতে সবমিলিয়ে মোট ০৫ টি শূন্যপদ উল্লেখ করা হয়েছে।
মাসিক বেতন: যেসমস্ত প্রার্থীরা অতিথি শিক্ষক পদে চাকরির জন্য নিয়োগ হবে তাদেরকে মাসিক বেতন প্রদান করা হবে ১২,০০০/- টাকা।
যোগ্যতার মানদণ্ড
শিক্ষাগত যোগ্যতা: পুরুলিয়া জেলা কল্যাণ অফিসের পক্ষথেকে প্রকাশিত অতিথি শিক্ষক পদে আবেদন করার জন্য আবেদনকারীদের কে BA, B.Ed কমপ্লিট করতে হবে।
বয়স: পুরুলিয়া জেলা কল্যাণ অফিসের পক্ষথেকে প্রকাশিত অতিথি শিক্ষক পদে আবেদন করার জন্য আবেদনকারীদের বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে হবে।
আবেদন পদ্ধতি
পুরুলিয়া জেলা কল্যাণ অফিসের পক্ষথেকে প্রকাশিত অতিথি শিক্ষক পদে আবেদনকারীরা অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
তারজন্য আবেদনকারীদের কে সবার আগে পুরুলিয়া জেলা কল্যাণ অফিসের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে (purulia.gov.in)। তারপর অফিসিয়াল বিজ্ঞপ্তি সংগ্রহ করতে হবে। তারপর বিজ্ঞপ্তি থেকে আবেদন পত্রটি a4 পেপারে প্রিন্ট আউট করতে হবে। তারপর আবেদন পত্রে আবেদনকারীর নাম, ঠিকানা সহ প্রয়োজনীয় নথি গুলো দিয়ে ফিলাপ করতে হবে। তারপর প্রয়োজনীয় নথি গুলো জেরক্স করে নিতে হবে। তারপর একটি মুখবন্ধ খামে আবেদন পত্র ও প্রয়োজনীয় নথির জেরক্স গুলো ভরে নিতে হবে। তারপর Project officer and District Welfare Officer, Backward Classes Welfare & Tribal Development Purulia, PIN-723101-এই ঠিকানায় স্পীড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।
আবেদনের সময়সীমা: আবেদনকারীদের কে আগামী ০৫/০৩/২০২৫ তারিখের মধ্যে আবেদন পত্র স্পীড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে।
নিয়োগ পদ্ধতি
আবেদনকারীদের পুরুলিয়া জেলা কল্যাণ অফিসের পক্ষথেকে প্রকাশিত অতিথি শিক্ষক পদে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করানো হবে।
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
আবেদন পত্র | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট | purulia.gov.in |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |