UCO Bank Recruitment 2023: ভারতের সমস্ত উচ্চকঙ্খি চাকরি প্রার্থীদের জন্য আজকে ব্যাংকে চাকরির একটি সুবর্ন সুযোগ। ভারতের বিশ্বস্তমানের ট্রাস্টেড ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (UCO BANK) এ সমস্ত চাকরি প্রার্থীদের Specialist Officer, Fire Officer, Manager, Assistant Manager, Sr. Manager ও আরো অন্যান্য পদে নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে মোট ১৪২ টি শূন্যপদ রয়েছে। এবং তাদের কে প্রতিমাসে ৪৮,১৭০-৬৯,৮১০/- টাকা বেতন দেওয়া হবে। অতএব এই পদের সম্বন্ধে আরো বিস্তারিত জানতে হলে আমাদের পুরো প্রতিবেদনটি দেখুন যার মধ্যে ভালোভাবে জানিয়ে দেওয়া হয়েছে আবেদন করার পুরো প্রসেস।
UCO Bank Recruitment 2023 – Overview
নিয়োগ সংস্থা | ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (UCO ব্যাংক) |
---|---|
পদের নাম | Specialist Officer, Fire Officer, Manager, Assistant Manager ও অন্যান্য |
চাকরির ধরন | ব্যাংকের চাকরি |
শূন্যপদ | ১৪২ টি |
বেতন (₹) | ৪৮,১৭০-৬৯,৮১০/- |
চাকরির স্থান | সারা ভারত |
আবেদন মোড | অফলাইন |
ওয়েবসাইট | ucobank.com |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্ৰকাশ ২০২৩ (UCO Bank Recruitment 2023)
পদের নাম
UCO ব্যাংকের তরফে প্রকাশিত Specialist Officer, Fire Officer, Manager, Assistant Manager, Sr. Manager সহ আরো বেশ কয়েকটি পদে প্রার্থীদের নিয়োগ করবে। আরো বাকি পদগুলোর নাম জানার জন্য বিজ্ঞপ্তি দেখুন।
শূন্যপদের সংখ্যা
UCO ব্যাংক মোট ১৪২ খানা শূন্যপদে কর্মী নিয়োগ করবে।
যোগ্যতা (Eligibility Criteria)
UCO ব্যাংকে যে সকল চাকরি প্রার্থীরা আবেদন করতে চাইছেন তাদের কে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে বি/বি.টেক, মে/এম.টেক, বিএসসি, এমএসসি, মাস্টার ডিগ্রি, স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রি ও ডিপ্লোমা ইন করতে হবে।
বয়সসীমা (Age Limit)
এখানে আবেদনকারী চাকরি প্রার্থীদের ০১.১১.২০২৩ তারিখ অনুযায়ী সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়স হতে হবে। এখানে তপশীল জাতির প্রার্থীরা বয়সের ছাড় পাবে যেমন- ওবিসি- ৩ বছর, এসটি/এসসি- ৫ বছর, এবং PwBD প্রার্থীরা- ১০ বছর অবদি ছাড় পেয়ে যাবেন।
আবেদন পদ্ধতি (Apply Process)
UCO ব্যাংকে যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা সবার আগে ucobank.com অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি সংগ্রহ করুন। তারপর বিজ্ঞপ্তি থেকে আবেদন পত্রটি আলাদা করে প্রিন্ট আউট করে নিন। তারপর আবেদন পত্রটি যথাযথ ভাবে ফিলাপ করে নিন। এরপর আবেদন পত্রের সাথে প্রার্থীর যোগ্যতার প্রমাণ পত্র ও পরিচয় প্রমাণ পত্রের জেরক্স গুলো একটি নতুন খামের মধ্যে ভরে নিবেন এবং ভালোভাবে খামটি সিল করে দিবেন। তারপর স্পীড পোস্টের মাধ্যমে আবেদন পত্র পাঠানোর নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিবেন আবেদন করার শেষ তারিখের আগে।
স্পীড পোস্টের মাধ্যমে আবেদন পত্র পাঠানোর ঠিকানা- General Manager, UCO Bank, Head Office, 4th Floor, H. R. M Department, 10, BTM Sarani, Kolkata, Kolkata Pin-700 001, West Bengal, India এই ঠিকানায় আগামী ২৭ ডিসেম্বেরর আগেই পাঠিয়ে দিবেন।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
এখানে আবেদনকারী প্রার্থীর পাস নাম্বার দেখে তাদের একটি লিখিত পরীক্ষা নিবে। যদি লিখিত পরীক্ষায় প্রার্থীরা পাস করে তাহলে তাদের ইন্টারভিউর মাধ্যমে চাকরি দেবে।
আবেদন ফী
এখানে আবেদনকারী তপশিল জাতির প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফী লাগবে না, এবং ওবিসি, জেনারেল, EWS প্রার্থীদের কে ৮০০/- টাকা আবেদন ফী দিতে হবে।
আবেদনের শেষ তারিখ (Last Date)
UCO Bank Recruitment 2023 Last Date তথা আবেদনের শেষ তারিখটি আগামী ২৭.১২.২০২৩।
গুরুত্বপূর্ন তারিখ (Importent date)
আবেদন শুরু | ০৫.১২.২০২৩ |
আবেদন শেষ | ২৭.১২.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF1 Download PDF2 |
অফিসিয়াল ওয়েবসাইট | ucobank.com |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |