Indian Navy Recruitment 2023: ভারতের যে সমস্ত চাকরি প্রার্থীরা এর আগের বার মার্চেন্ট নেভিতে আবেদন করতে পারেন নি। তাদের সকলের জন্যে আজকে ভারতীয় নেভিতে চাকরির সুযোগ নিয়ে এসেছি। আগামী ১১ ডিসেম্বর ২০২৩ তারিখে ভারতীয় নেভির পক্ষথেকে প্রকাশিত ব্যবসায়ী, সিনিয়র ড্রাফটসম্যান পদে সবমিলিয়ে মোট ৯১০ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তবে এখানে আবেদন করার জন্য ST, SC, PWD, ও OBC প্রার্থীরা ছাড়া বাকি অন্যান্য প্রার্থীদের কাছ থেকে ২৫০ টাকা নিবে। এবং ভারতীয় নেভির এই পদে চাকরি পাওয়ার পর প্রার্থীদের প্রতিমাসে ১৮,০০০/- থেকে ১,১২,৪০০/- টাকা বেতন দেবে। তাহলে এখানে আবেদনটি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে? কিভাবে আবেদন করতে হবে, কত বয়স বা কত শিক্ষার প্রয়োজন, তাহলে এই নিয়েই আমরা আমাদের আজকের এই প্রতিবেদনের মধ্যে বিস্তারিত আলোচনা রাখলাম।
Indian Navy 910 Vacancy Details 2023 – Overview
নিয়োগ সংস্থা | ভারতীয় নৌ-সেনা (Indian Navy) |
---|---|
পদের নাম | ব্যবসায়ী, সিনিয়র ড্রাফটসম্যান |
চাকরির ধরন | সরকারি চাকরি |
শূন্যপদ | ৯১০ টি |
বেতন (₹) | ১৮,০০০-১,১২,৪০০/- |
চাকরির স্থান | সারা ভারত |
আবেদন মোড | অনলাইন |
ওয়েবসাইট | joinindiannavy.gov.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
ভারতীয় নৌ-সেনাতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্ৰকাশ ২০২৩ (Indian Navy Recruitment 2023)
পদের নাম
ভারতীয় নৌ-সেনার তরফে প্রকাশিত পদগুলোর নাম হল- ব্যবসায়ী, সিনিয়র ড্রাফটসম্যান, চার্জম্যান এর ভাগ করা বিভিন্ন পদ। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেখুন।
শূন্যপদের সংখ্যা
ভারতীয় নৌসেনা সবমিলিয়ে মোট ৯১০ টি শূন্যপদে নিয়োগ করবে। এছাড়া অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেখুন কোন কোন রাজ্যে কত শূন্যপদ রয়েছে।
আরোও পড়ুন: আরো একবার নতুন করে মাধ্যমিক পাসে উত্তরপূর্ব রেলওয়েতে নিয়োগ, মোট ১১০০ শূন্যপদ | RRC North Eastern Railway Recruitment 2023
যোগ্যতা (Eligibility Criteria)
ভারতীয় নৌ-সেনা (Indian Navy) তে আবেদন করার জন্য প্রার্থীদের যোগ্যতার প্রয়োজন বলতে যেকোনো সরকারি স্কুল থেকে মাধ্যমিক পাসের পাশাপাশি আইটিআই পাসের সার্টিফিকেট থাকা অনিবার্জ, তবে উচ্চমাধ্যমিক পাসের প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
বয়সসীমা (Age Limit)
ভারতীয় নৌ-সেনা যেসমস্ত আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে। তাছাড়া তপশীল জাতির প্রার্থীরা এখানে বয়সের ছাড় পেয়ে যাবে।
আবেদন পদ্ধতি (Apply Process)
ভারতীয় নৌ-সেনাতে আবেদন করার জন্য সকল আগ্রহী প্রার্থীদের কে আগামী ১৮ডিসেম্বর ২০২৩ তারিখে করতে হবে। তাহলে সবার আগে আমাদের ওয়েবসাইট বা ভারতীয় নেভির অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি নোটিস ডাউনলোড করে পড়ুন এবং বুঝুন।এরপর আমাদের ওয়েবসাইটে আবেদন লিঙ্কে ক্লিক করে সরাসরি আবেদন পত্রে প্রবেশ হয়ে যাবেন। তারপর যথাযথ ভাবে আবেদন পত্রটি ফিলাপ করে নিবেন। এরপর তপশীল জাতির প্রার্থীরা কোনো আবেদন মুল্য না দিয়েই আবেদন পত্র জমা দেওয়ার বাটনে ক্লিক করে দিবেন এবং বাকি অন্যান্য প্রার্থীরা ২৫০/- টাকা আবেদন মুল্য দিয়ে আবেদন পত্র জমা দেওয়ার বাটনে ক্লিক করে দিবেন। এর কয়েক সেকেন্ড পরেই দেখবেন আপনার আবেদনটি সম্পন্ন হয়ে গিয়েছে। তারপর অবশ্যই অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে আবেদন ফর্মটি প্রিন্ট আউট করে নিবেন এবং নিজের কাছে ভালোভাবে রেখে দিবেন।
আরোও পড়ুন: ব্যাংক অফ বরোদা প্রচুর কর্মী নিয়োগ করছে, বেতন ৭০ হাজারের বেশি | Bank Of Baroda Recruitment 2023
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
ভারতীয় নৌ-সেনা আবেদনকারী প্রার্থীদের নিয়োগ করবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে।
আবেদন ফী
ভারতীয় নৌসেনা তে আবেদনকারী তপশীল জাতি প্রার্থীর কাছ থেকে কোনো টাকা নিবে নি। বাকি অন্যান্য জাতি প্রার্থীর কাছ থেকে ২৫০/- টাকা আবেদন মুল্য হিসেবে নেওয়া হবে। অর্থটি Paytm, Gpay, PhonePe বা কোনো অনলাইন সাইবার ক্যাফের মাধ্যমে প্রদান করবেন।
আবেদনের শেষ তারিখ (Last Date)
ভারতীয় নৌসেনা তে আগামী ১৮ ডিসেম্বর ২০২৩ তারিখ থেকে আগামী ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন চলবে।
গুরুত্বপূর্ন তারিখ (Importent date)
বিজ্ঞপ্তি প্রকাশ | ১১.১২.২০২৩ |
আবেদন শুরু | ১৮.১২.২০২৩ |
আবেদন শেষ | ৩১.১২.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক | Click Here |
আবেদন লিঙ্ক | Apply Now |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |