RRB ALP Recruitment 2024: বলতে গেলে প্রায় সকল চাকরি প্রার্থীরা অনেক দিন ধরে অপেক্ষায় রয়েছেন। যে কবে RRB নিয়োগের আবেদন শুরু ও শেষ তারিখ প্রকাশিত হবে। তবে হয়তো এর আগের পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল, বেতনের পরিমাণ, বয়স, শিক্ষাগত যোগ্যতা। কিন্তু তখন জানানো হয়েছিল যে আগামী মার্চ মাস এপ্রিল মাস পর্যন্ত আবেদন চলবে। সেই জন্যে আজকে আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে আবেদন শুরু এবং শেষ তারিখ সহ এই পদটির সম্বন্ধে খুঁটিনাটি বিস্তারিত আলোচনা রইলো। পুরো প্রতিবেদনটি পড়ুন।
RRB Recruitment 2024 Vacancy Details – Overview
নিয়োগ সংস্থা | রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) |
---|---|
পদের নাম | টেকনিশিয়ান |
চাকরির ধরন | রেলওয়ে সরকারি চাকরি |
শূন্যপদ | ৯০০০ টি |
বেতন (₹) | ১৯,৯০০-৬২,৩০০/- |
চাকরির স্থান | সারা ভারত |
আবেদন মোড | অনলাইন |
ওয়েবসাইট | indianrailways.gov.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্ৰকাশ ২০২৪ (RRB Recruitment 2024)
পদের নাম
রেলওয়ে স্টেশন বোর্ড (RRB) সাধারণত টেকনিশিয়ান এর ২ টি ভাগে নিয়োগ করা হবে যেমন- টেকনিশিয়ান GR- I সিগন্যাল, ও টেকনিশিয়ান- III পদে।
শূন্যপদের সংখ্যা
শূন্যপদের সংখ্যাটি এর আগের পোস্টেই জানানো হয়েছিল যে সবমিলিয়ে মোট ৯০০০ শূন্যপদে নিয়োগ হবে। যেমন- টেকনিশিয়ান GR- I সিগন্যাল পদে- ১১০০ টি এবং টেকনিশিয়ান- III পদে- ৭৯০০ টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা (Eligibility Criteria)
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে আবেদন করার জন্য সকল চাকরি প্রার্থীদের কে একদম নুন্যতম যোগ্যতায় মাধ্যমিক , উচ্চমাধ্যমিক সহ আইটিআই পাশ করতে হবে। তাহলেই সকল ইচ্ছুক চাকরি প্রার্থীরা এই পদে আবেদন যোগ্য।
বয়সসীমা (Age Limit)
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) এর পক্ষথেকে প্রকাশিত টেকনিশিয়ান GR- I সিগন্যাল পদে যে সকল ইচ্ছুক প্রার্থীরা আবেদন করবেন তাদের বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩৬ বছর, এবং টেকনিশিয়ান- III পদে যে সকল ইচ্ছুক চাকরি প্রার্থীরা আবেদন করবেন তাদের বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩৩ বছর প্রয়োজন।
আবেদন পদ্ধতি (Apply Process)
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। আগামী ০৯.০৩.২০২৪ তারিখে এই পোস্টের নিচের তালিকায় আবেদন করার লিংক উল্লেখ করা হবে। তাহলে জেনেনিন ০৯ মার্চ ২০২৪ তারিখ থেকে কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। সবার প্রথমে আবেদন লিংকে ক্লিক করবেন। তারপর মোবাইল নাম্বার বা ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নিবেন ও লগইন করে নিবেন। তারপর আবেদন পত্রটি ভালোভাবে ফিলাপ করে নিবেন। এরপর যদি আবেদন ফী নেই তাহলে আবেদন ফী প্রদান করে পাশের সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করার কয়েক সেকেন্ডের মধ্যে আপনাদের আবেদনটি সম্পন্ন হয়ে যাবে।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে আবেদনকারী প্রার্থীদের ২ ধরনের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে, যেমন- CBT-১ ও CBT-২। এই পরীক্ষায় যে সকল ইচ্ছুক প্রার্থীরা পাশ হবে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন ও পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে চাকরিতে নিয়োগ হবে।
আবেদন ফী
আবেদন করতে ST, SC, PWD, EBC, Ex-servicemen ও মহিলা প্রার্থীদের কাছ থেকে ২৫০/- টাকা চার্জ করা হবে এবং বাকি সব প্রার্থীদের কাছ থেকে ৫০০/- টাকা চার্জ করা হবে। আবেদন ফী অনলাইনের মাধ্যমে প্রদান করবেন।
আবেদনের শেষ তারিখ (Last Date)
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) এর টেকনিশিয়ান পদে আগামী ০৯ মার্চ ২০২৪ থেকে আগামী ০৮ এপ্রিল ২০২৪ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন চলবে।
গুরুত্বপূর্ন তারিখ (Importent date)
আবেদন শুরু | ০৯.০৩.২০২৪ |
আবেদন শেষ | ০৮.০৪.২০২৪ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
আবেদন লিংক | ০৯.০৩.২০২৪ তারিখে উপলব্ধ করা হবে |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |