SEBI Recruitment 2024: সমস্ত চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর। SEBI (Securities and Exchange Board of India) এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। নিয়োগকারী পদের নাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, নিয়োগকারী পদে মোট ৯৭ টি শূন্যপদ রয়েছে। এখানে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের কে ডিপ্লোমা কমপ্লিট করতে হবে এবং তাদের বয়স ৩০ বছরের নিচে হতে হবে। তাহলে যে সমস্ত চাকরি প্রার্থীরা এই পদে আবেদন করতে চাইছেন তারা আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখুন। আমাদের প্রতিবেদনের মধ্যে এই পদটির সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
SEBI Vacancy Details – Overview
নিয়োগ সংস্থা | Securities and Exchange Board of India (SEBI) |
---|---|
পদের নাম | অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার |
চাকরির ধরন | প্রাইভেট চাকরি |
শূন্যপদ | ৯৭ |
বেতন (₹) | ৪৪,৫০০-৮৫,৮৫০/- |
চাকরির স্থান | সারা ভারত |
আবেদন মোড | অনলাইন |
ওয়েবসাইট | sebi.gov.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
SEBI তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্ৰকাশ ২০২৪ (SEBI Recruitment 2024)
পদের নাম
প্রকাশিত পদটির নাম হলো- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
শূন্যপদের সংখ্যা
সবমিলিয়ে মোট ৯৭ টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা (Eligibility Criteria)
এখানে আবেদনকারী করার ক্ষেত্রে আবেদনকারী আগ্রহী প্রার্থীদের কে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে মাস্টার ডিগ্রি, ব্যাচেলর ডিগ্রি, স্নাতকোত্তর ডিপ্লোমা ও আইন ডিগ্রী কমপ্লিট করতে হবে।
বয়সসীমা (Age Limit)
এখানে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারী আগ্রহী প্রার্থীর বয়স ৩০ বছরের নিচে হতে হবে।
আবেদন পদ্ধতি (Apply Process)
এখানে যেসব আগ্রহী প্রার্থীরা আবেদন করছেন তাদের কে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য সকল চাকরি প্রার্থীরা SEBI এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন। তারপর রেজিস্ট্রেশন করে লগইন করবেন। তারপর আবেদন ফর্মটি সঠিক ভাবে পূরণ করবেন। তারপর প্রয়োজনীয় নথি পত্রের বানানো পিডিএফ ফাইলটি আপলোড অপশনে আপলোড করে দিবেন। তারপর গ্রহণযোগ্য আবেদন মুল্য প্রদান করে দিবেন। তারপর সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনটি সম্পন্ন করে দিবেন।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
এখানে আবেদনকারী প্রার্থীদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে।
আবেদন ফী
এখানে আবেদন করার জন্য আবেদনকারী ST, SC, PWBD প্রার্থীদের কে ১০০/- টাকা এবং OBC, EWS ও বাকি অন্যান্য প্রার্থীদের কে ১০০০/- টাকা আবেদন মুল্য প্রদান করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন মুল্য প্রদান করতে হবে।
আবেদনের শেষ তারিখ (Last Date)
আবেদনকারী প্রার্থীরা আগামী ১৩ এপ্রিল ২০২৪ অবদি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।
গুরুত্বপূর্ন তারিখ (Importent date)
আবেদন শুরু | ১৬.০৩.২০২৪ |
আবেদন শেষ | ১৩.০৪.২০২৪ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
অফিসিয়াল বিজ্ঞপ্তি- Download PDF
আবেদন লিংক- Apply Now
বিস্তারিত পোস্টের খবর পেতে এই প্রয়োজনীয় লিংক গুলোতে প্রবেশ করুন
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |