IIT Kharagpur Recruitment 2024: আইআইটি খড়গপুরে টিবিআই (TBI) ম্যানেজার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এখানে মাসিক বেতন দেওয়া হবে ৬০ হাজার টাকা। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২৬ এপ্রিল ২০২৪ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন। তাহলে এখানে আবেদন করার জন্য যোগ্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং এই পদটির সম্পর্কে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।
IIT Kharagpur Recruitment 2024 – Overview
নিয়োগ সংস্থা | IIT খড়গপুর |
---|---|
পদের নাম | TBI ম্যানেজার |
চাকরির ধরন | সরকারি চাকরি |
শূন্যপদ | ১ টি |
বেতন (₹) | ৬০,০০০/- |
চাকরির স্থান | খড়গপুর, পশ্চিমবঙ্গ |
আবেদন মোড | অফলাইন |
ওয়েবসাইট | iitkgp.ac.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
IIT খড়গপুরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্ৰকাশ ২০২৪ (IIT Kharagpur Recruitment 2024)
পদের নাম
আইআইটি খড়গপুরে আগ্রহী প্রার্থীদের টিবিআই (TBI) ম্যানেজার পদে নিয়োগ করা হবে।
শূন্যপদের সংখ্যা
টিবিআই (TBI) ম্যানেজার পদ মাত্র ১ টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা (Eligibility Criteria)
আইআইটি খড়গপুরে র টিবিআই (TBI) ম্যানেজার পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এমবিএ, এমএসসি, এম. টেক ডিগ্রি কমপ্লিট করতে হবে।
বয়সসীমা (Age Limit)
আইআইটি খড়গপুরে র টিবিআই (TBI) ম্যানেজার পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি (Apply Process)
আইআইটি খড়গপুরে র টিবিআই (TBI) ম্যানেজার পদে আগ্রহী প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তাহলে সবার প্রথমে IIT খড়গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করবেন (নিচে দেওয়া বিজ্ঞপ্তি থেকে নোটিশটি ডাউনলোড করতে পারেন)। তারপর আবেদন পত্রটি প্রিন্ট আউট করে নিবেন। তারপর নির্ভুলভাবে আবেদন ফর্মটি পূরণ করে নিবেন। তারপর প্রয়োজনীয় নথিপত্রের জেরক্স এর সাথে আবেদন পত্রটি একটি খামের ভেতর ভরে নিবেন। তারপর আবেদন পত্রের খামটি নিচে দেওয়া ঠিকানায় স্পীড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিবেন। আবেদন পত্র পাঠানোর নির্দিষ্ট ঠিকানা- Chief Executive Officer, ABIF IIT Kharagpur, IIT Kharagpur Campus, Kharagpur, Paschim Medinipur, West Bengal, Pin Code-721302
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
আইআইটি খড়গপুরে টিবিআই (TBI) ম্যানেজার পদে আবেদনকারী আগ্রহী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন ফী
এখানে আবেদন করার জন্য সকল চাকরি প্রার্থীদের কে ৫০০/- টাকা আবেদন ফী চার্জ দিতে হবে। আবেদন ফী অফলাইনের মাধ্যমে জমা করতে হবে।
আবেদনের শেষ তারিখ (Last Date)
আইআইটি খড়গপুরে টিবিআই (TBI) ম্যানেজার পদে আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ এপ্রিল ২০২৪ তারিখ অবদি আবেদন করতে পারবেন।
গুরুত্বপূর্ন তারিখ (Importent date)
আবেদন শুরু | ২৮ মার্চ ২০২৪ |
আবেদন শেষ | ২৬ এপ্রিল ২০২৪ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
অফিসিয়াল বিজ্ঞপ্তি- Download PDF
অফিসিয়াল ওয়েবসাইট- iitkgp.ac.in
বিস্তারিত পোস্টের খবর পেতে এই প্রয়োজনীয় লিংক গুলোতে প্রবেশ করুন
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |