সারা ভারত জুড়ে অষ্টাদশ লোকসভার নির্বাচন চলছে। ভোটের আবহে সরগরম রাজ্য রাজনীতি। পাঁচ দফার ভোটগ্রহণ প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ। ভোটের ফলাফল বেরোনোর কথা আগামী ৪ জুন। বর্তমানে যেহেতু নির্বাচন চলছে এবং নির্বাচনী বিধি লাভ আছে তাই সরকারি বড় কোন কাজ হচ্ছে না। তবে ভোট নিতে গেলেই বড়সড়ো পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার। ১০ই জুন আচরণবিধির প্রত্যাহার করবে নির্বাচন কমিশন। তারপরেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো নিয়ে বিরাট সিদ্ধান্ত নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে নিয়োগ করবে রাজ্য
রাজ্য জুড়ে প্রচুর অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। এই সকল অঙ্গনওয়ারি কেন্দ্রের সুপারভাইজার পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। জানা গিয়েছে যে, বিপুল পরিমাণ কর্মী নিয়োগ অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন জেলায় অঙ্গনওয়াড়ি সুপারভাইজারদের নিয়োগ করা হবে। তাই প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা।
আরোও পড়ুন: BSF এ নতুন করে কনস্টেবল ও এএসএফ নিয়োগ, দেখুন বিস্তারিত…
কতজন অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ করা হবে
বর্তমানে সারা দেশ জুড়ে নির্বাচনী আচরণবিধি লাগু রয়েছে। সেই কারণেই সরকারিভাবে কোন বিজ্ঞপ্তি জারি করতে পারেনি পাবলিক সার্ভিস কমিশন। লোকসভা ভোট মিটে যাওয়ার পর নির্বাচনবিধি তুলে নিলেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তোমার কথা জানা গিয়েছে, ১৩ হাজার ২২৫ জনকে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে নিয়োগ করার কথা ভাবছে রাজ্য সরকার।
অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে নিয়োগের নিয়ম
প্রতিবারের মতোই অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ বছর থেকে ৪২ বছরের মধ্যে। তার থেকে বেশি বা কম হলে হবে না। এই পদের জন্য পুরুষ কিংবা মহিলা উভয়েই আবেদন করতে পারবেন। তবে হবে না জানানোর ক্ষেত্রে প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে সমগ্র রাজ্য তথা দেশের স্বীকৃত কোন বোর্ড থেকে। পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জানাতে হবে চাকরিপ্রার্থীদের।
আরোও পড়ুন: স্টেট ব্যাঙ্কে ১২০০০ শূন্যপদে কর্মী নিয়োগ! কিভাবে আবেদন করবে দেখুন
কখন প্রকাশিত হবে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি
লোকসভা নির্বাচন শেষ হয়ে গেলেই পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তিতে কিভাবে আবেদন করবেন না করবেন, বয়সসীমা থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা সবটাই দেওয়া থাকবে। পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন পত্র পূরণ করে প্রার্থীদের আবেদন জানাতে হবে। শুধু তাই নয়, প্রত্যেক আবেদনকারীকে তাদের নিজস্ব প্রয়োজনীয় নথিপত্রগুলির কপি আপলোড করতে হবে।
আর কোন কোন পরীক্ষা বাকি রয়েছে
প্রসঙ্গত, শুধু যে অঙ্গনওয়াড়ি সুপারভাইজারের পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে পাবলিক সার্ভিস কমিশন, এমনটাই নয়। এর পাশাপশি ক্লার্কশিপ, পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশে কনস্টেবল এবং লেডি কনস্টেবল, কলকাতা পুলিশের সাব-ইন্সপেক্টর, মিসলেনিয়াস ইত্যাদি পরীক্ষাগুলিও নেওয়া হয়নি। লোকসভা নির্বাচন পর্ব শেষ হয়ে গেলে এবং নির্বাচনী আচরণ বিধি তুলে নেওয়ার পর প্রত্যেকটি নিয়োগের পরীক্ষা হবে বলে জানা গিয়েছে।
আরোও পড়ুন: রেলে নতুন করে কনস্টেবল নিয়োগ শুরু, কিভাবে করবেন আবেদন? জানুন বিস্তারিত…