IBPS RRB Recruitment 2024: ভারতের সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য চাকরির সুবর্ণ সুযোগ। ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (IBPS) কমিটির পক্ষ থেকে ৯৯৯৫টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে গতকাল। এখানে স্কেল ১, ২ ও ৩-এর জন্য অফিসার এবং মাল্টিপারপাস অফিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা কিভাবে আবেদন করবেন? আবেদন করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন? এবং আবেদনকারী প্রার্থীদের কিভাবে নির্বাচন করা হবে? এই নিয়ে বিস্তারিত জানতে চাইলে সম্পূর্ন নিবন্ধটি মনোযোগ সহকারে পড়ুন।
IBPS Recruitment 2024 – বিবরণ
পদের নাম: IBPS RRB অফিস সহকারী এবং অফিসার স্কেল-I, II এবং III পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ৭ জুন, ২০২৪। এখানে সব মিলিয়ে মোট ৯৯৯৫টি শূন্যপদ রয়েছে। পদ অনুযায়ী শূন্যপদের বিবরণ নিচে ছকে দেওয়া হয়েছে।
শূন্যপদের সংখ্যা:
- অফিস সহকারী (মাল্টিপারপাস) – 5585টি
- অফিসার স্কেল আই – 3499টি
- অফিসার স্কেল-II (কৃষি কর্মকর্তা) -70টি
- অফিসার স্কেল-II (আইন) -30টি
- অফিসার স্কেল-II (CA) – 60টি
- অফিসার স্কেল-II (IT) – 94টি
- অফিসার স্কেল-II (সাধারণ ব্যাংকিং অফিসার) – 496টি
- অফিসার স্কেল-II (মার্কেটিং অফিসার) – 11 টি
- অফিসার স্কেল-II (ট্রেজারি ম্যানেজার) – 21টি
- অফিসার স্কেল III – 129টি
কারা কারা আবেদন করতে পারবেন? (IBPS Recruitment 2024 Eligibility Criteria)
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে থাকলেই অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস), অফিসার স্কেল ১ (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার), অফিসার স্কেল ২ (জেনারেল ব্যাঙ্কিং অফিসার ম্যানেজার) এবং অফিসার স্কেল ৩ (সিনিয়র ম্যানেজার) পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া অন্যান্য সব পদে আবেদন করার জন্য নির্দিষ্ট স্ট্রিমের যোগ্যতা থাকা প্রয়োজন। এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ে দেখুন।
বয়সসীমা:
- অফিস অ্যাসিস্টেন্ট (মাল্টিপারপাস) পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে।
- অফিসার স্কেল-I (অ্যাসিস্টেন্ট ম্যানেজার) পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
- অফিসার স্কেল-II (ম্যানেজার) পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
- অফিসার স্কেল-III (সিনিয়র ম্যানেজার) পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি (IBPS Recruitment 2024 Apply Online)
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এর জন্য প্রথমে https://ibps.in-তে গিয়ে রেজিষ্টেশন করেনিতে হবে। এরপর IBPS Recruitment 2024 বিজ্ঞপ্তিটি অনুসন্ধান করতে হবে। প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন পাত্রটি পূরণ করে সাবমিট করতে হবে এবং আবেদন ফি জমা করতে হবে।
আবেদন ফি: এখানে SC/ST/PWBD প্রার্থীদের জন্য ১৭৫ টাকা আবেদন মুল্য ধার্য করা হয়েছে এবং বাকি সবার জন্য আবেদন ফি হিসেবে ৮৫০ টাকা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: এখানে আগামী ২৭ জুন, ২০২৪ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নির্বাচন প্রক্রিয়া (IBPS Recruitment 2024 Selection Process)
IBPS Recruitment 2024-তে আবেদনকারী প্রার্থীদের তিনটি পর্যায়ে পরীক্ষা নেওয়া হবে। প্রথমে প্রিলিমিনারী পরীক্ষা, তারপর মেন পরীক্ষা এবং তারপর ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে। পরীক্ষার পের্টান, পরীক্ষার নিয়মাবলী এবং পরীক্ষার সিলেবাস সম্পর্কে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
গুরুত্বপর্ণ তারিখ (Important Dates)
প্রয়োজনীয় লিংক (Important Links)
অফিসিয়াল নোটিস | Download Notice |
অফিসিয়াল ওয়েবসাইট | ibps.in |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |