India Post Job Recruitment 2024: মাধ্যমিক পাশের সকল আগ্রহী চাকরি প্রার্থীদের মুখে হাসি ফোটানোর জন্য নিয়ে আসলাম দুর্দান্ত চাকরির সুসংবাদ। ভারতীয় ডাক বিভাগ তথা ইন্ডিয়া পোস্টে নতুন করে গ্রুপ সি লেভেলের পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদে ভারতীয় যেকোনো নাগরিক আবেদন করতে পারবেন, তবে তাকে মাধ্যমিক পাশ হতে হবে। তাহলে এখানে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা আর কি চাওয়া হয়েছে? কত বয়সসীমা চাওয়া হয়েছে? তারা আবেদন করবেন কিভাবে? কিভাবে নিয়োগ করা হবে তাদের? আবেদনের শেষ তারিখ কবে? সকল প্রশ্নের জবাব জানতে চাইলে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।
India Post Recruitment 2024: বিবরণ
শূন্যপদের নাম:- ইন্ডিয়া পোস্টে আগ্রহী প্রার্থীদের যে পদে নিয়োগ করা হবে সেই পদটির নাম হল- গ্রুপ সি লেভেলের পদ (স্টাফ গাড়ি চালক)।
মোট শূন্যপদ:- এখানে সবমিলিয়ে মোট ৭টি শূন্যপদ রয়েছে।
India Post Job Recruitment 2024: যোগ্যতার মানদণ্ড
শিক্ষাগত যোগ্যতা:- ভারতীয় পোস্ট অফিসের গ্রুপ সি লেভেলের পদে যে সকল ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে চাইছেন তাদের যেকোনো সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে। এছাড়াও গাড়ি চালানোর অভিজ্ঞতার সঙ্গে গাড়ি মেকানিক জানতে হবে।
বয়সসীমা:- ভারতীয় পোস্ট অফিসের গ্রুপ সি লেভেলের পদে যে সকল ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে চাইছেন তাদের বয়সসীমা প্রয়োজন সর্বোচ্চ ৫৬ বছর।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমার সম্পর্কে যদি আরো বিস্তারিত ভাবে জানতে চান তাহলে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন, তারপর এই পদে আবেদন করুন।
আবেদন পদ্ধতি (India Post Recruitment 2024 Apply Prosess)
ইন্ডিয়া পোস্টের গ্রুপ সি লেভেলের পদে যে সকল আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে চাইছেন তাদের কে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। অফলাইনের মাধ্যমে আবেদন করতে হলে আগ্রহী প্রার্থীদের কে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে, তা নিচে দেওয়া বিজ্ঞপ্তি থেকেও করতে পারেন অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও। ডাউনলোড করার পরে আবেদন পত্রের পেজ দুটি A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করে নিবেন। এরপরে কালো অথবা নীল রঙের কলমে আবেদন পত্রটি নির্ভুলভাবে ফিলাপ করবেন। এরপর একটি মুখবন্ধ খামের ভেতর আবেদন পত্রটির সঙ্গে প্রয়োজনীয় নথি পত্রের জেরক্স গুলো ভরে নিবেন। এরপর স্পীড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিবেন আগামী ৩১ জুন ২০২৪ তারিখের মধ্যে।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা:- Assistant Director (Recruitment), Office Of The Chief Postmaster General, Rajsthan Postal Circle, Jaipur, Pin Code- 302007
আবেদন ফী:- ভারতীয় ডাক বিভাগের গ্রুপ সি লেভেলের পদে আগ্রহী প্রার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন।
আবেদন শেষ তারিখ:- আগ্রহী প্রার্থীরা এই পদের জন্য আবেদন পত্র পাঠাতে পারবেন আগামী ৩১/০৬/২০২৪ তারিখ পর্যন্ত অর্থাৎ এটাই হল আবেদনের শেষ তারিখ।
নিয়োগ প্রক্রিয়া (India Post Recruitment 2024 Selection Process)
ভারতীয় পোস্ট অফিসের গ্রুপ সি লেভেলের পদে আবেদনকারীদের চাকরির জন্য নির্বাচিত করা হবে জেনারেল সেন্ট্রাল সার্ভিস (গ্রুপ সি) নন গেজেটেড ও নন মিনিস্টারিয়াল বিভাগের মাধ্যমে।
প্রয়োজনীয় লিংক
অফিসিয়াল নোটিস | Download Notice |
অফিসিয়াল ওয়েবসাইট | www.indiapost.gov.in |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |