Cochin Shipyard Limited Recruitment 2024: ডিগ্রি কমপ্লিট করা ভারতের সকল নাগরিকদের জন্য রইল দারুন চাকুরির সুযোগ। CSL তথা কোচিন শিপইয়ার্ড লিমিটেড এর পক্ষথেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যে ভারতের বেশ কয়েকটি কেন্দ্রশাসিত বন্দরে প্রজেক্ট অফিসার পদে নিয়োগ হবে। তাহলে এখানে কত জন কর্মী নিয়োগ করবে? কিভাবে আবেদন করবেন? নির্বাচন প্রক্রিয়া কি? শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কি চাওয়া হয়েছে? কত তারিখ পর্যন্ত আবেদন চলবে? প্রভৃতি প্রশ্নের উত্তর জানতে চাইলে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।
Cochin Shipyard Limited Recruitment 2024: বিবরণ
পদের নাম ও শূন্যপদের সংখ্যা:- কোচিন শিপইয়ার্ড লিমিটেডের পক্ষ থেকে প্রকাশিত পদ গুলোর নাম সহ শূন্যপদের সংখ্যার বিবরণ নিচে তালিকায় উল্লেখ করা হয়েছে-
- প্রজেক্ট অফিসার (মেকানিকাল)- ৩৮ টি
- প্রজেক্ট অফিসার (ইলেক্ট্রিক্যাল)- ১০ টি
- প্রজেক্ট অফিসার (ইলেকট্রনিক্স)- ০৬ টি
- প্রজেক্ট অফিসার (সিভিল)- ০৮ টি
- প্রজেক্ট অফিসার (ইনফরমেশন টেকনোলজি)- ০১ টি
- প্রজেক্ট অফিসার (ইন্সট্রুমেন্টাল)- ০১ টি
সবমিলিয়ে মোট ৬৪ টি শূন্যপদ রয়েছে।
Cochin Shipyard Limited Recruitment 2024: যোগ্যতার বিবরণ
এখানে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের যা যা শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা প্রয়োজন তা নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে
শিক্ষাগত যোগ্যতা:- কোচিন শিপইয়ার্ড লিমিটেডের প্রজেক্ট অফিসার পদে আবেদনের জন্য আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন গ্র্যাজুয়েশন ডিগ্রি ও মাস্টার ডিগ্রি।
বয়সসীমা:- কোচিন শিপইয়ার্ড লিমিটেডের প্রজেক্ট অফিসার পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছরের নিম্নে হতে হবে। তাছাড়া তপশীল জাতির প্রার্থীরা বয়সের ছাড় পাবে।
বেতনসীমার বিবরণ
প্রজেক্ট অফিসার পদে চাকরির জন্য নির্বাচিত হওয়ার পর প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ৩৭,০০০ থেকে ৪০,০০০ টাকা।
কিভাবে আবেদন করতে হবে
আগ্রহী প্রার্থীদের কে এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আগ্রহী প্রার্থীরা কোচিন শিপইয়ার্ড লিমিটেডের cochinshipyard.com এই ওয়েবসাইটে গিয়ে রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবেন। এরপর প্রয়োজনীয় তথ্য প্রদান করে নির্ভুলভাবে ফর্মটি ফিলাপ করবেন। তারপর প্রয়োজনীয় নথিপত্র গুলো স্ক্যান করে আপলোড করবেন। তারপর আবেদন ফী ও প্রসেসিং ফী প্রদান করে সাবমিট বাটনে ক্লিক করবেন।
আবেদন ফী কত লাগবে:- কোচিন শিপইয়ার্ড লিমিটেডের প্রজেক্ট অফিসার পদে আবেদনের জন্য আবেদনকারী ST, SC, PWBD ও মহিলা প্রার্থীদের আবেদন ফী লাগবে না। শুধু মাত্র OBC ও জেনারেল প্রার্থীদের আবেদন ফী লাগবে ৭০০/- টাকা। আবেদন ফী প্রদান করতে হবে অনলাইনের মাধ্যমে।
আবেদনের সময়সীমা:- এখানে আবেদন শুরু হয়েছে গত ২৪/০৬/২০২৪ তারিখে এবং শেষ হবে ১৭/০৭/২০২৪ তারিখে।
নির্বাচন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের এখানে চাকরির জন্য নির্বাচিত করা হবে অবজেক্টিভ টাইপিং টেস্ট, পার্সোনাল ইন্টারভিউ ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর ভিত্তিতে।
প্রয়োজনীয় লিংক
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download Notice |
আবেদন করুন | Apply Now |
অফিসিয়াল ওয়েবসাইট | cochinshipyard.com |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |