WB ICDS Helper And Worker Recruitment 2024: পশ্চিমবঙ্গের যে সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করা মহিলা প্রার্থীরা আইসিডিএস এ চাকরির সন্ধান খুঁজছেন, তাদের জন্য চাকরির সুবর্ণ সুযোগ। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ব্লকে অঙ্গনওয়ারী সহায়িকা ও কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। তাহলে এই পদে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের কি যোগ্যতা চাওয়া হয়েছে? তারা আবেদন কিভাবে করবেন? কত তারিখ আবেদন শেষ? নিয়োগ প্রক্রিয়া কি রাখা হয়েছে? প্রভৃতি প্রশ্নের উত্তর বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।
WB ICDS Helper And Worker Recruitment 2024: বিবরণ
কোন পদে নিয়োগ হবে: আগ্রহী প্রার্থীদের এখানে অঙ্গনওয়ারী কর্মী ও সহায়িকা পদে নিয়োগ করা হবে।
এই পদে কত শূন্যপদ আছে: এখানে মোট শূন্যপদের সংখ্যা অফিসিয়াল নোটিশে উল্লেখ করা নেই।
মাসিক বেতন কত রয়েছে: যে সব নিযুক্ত মহিলা প্রার্থীরা অঙ্গনওয়ারী কর্মী ও সহায়িকা পদে চাকরির জন্য নির্বাচিত হবেন তাদের কে প্রতিমাসে ৭,৮০০/- থেকে ৯,০০০/- টাকা বেতন দিবেন।
যোগ্যতার বিবরণ (WB ICDS Recruitment 2024 Eligibility Criteria)
শিক্ষাগত যোগ্যতা: ওয়েস্ট বেঙ্গল ICDS এর অঙ্গনওয়ারী হেলপার ও সহায়িকা পদে আবেদন করতে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন যেকোনো সরকারি স্কুল থেকে নুন্যতম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ।
বয়সসীমা: ওয়েস্ট বেঙ্গল ICDS এর অঙ্গনওয়ারী হেলপার ও সহায়িকা পদে আবেদন করতে আবেদনকারীদের ১৮/০৭/২০২৪ তারিখ অনুযায়ী বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদন প্রক্রিয়া (WB ICDS Helper And Worker Recruitment 2024 Apply Prosess)
আবেদনকারী মহিলা প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
- আগ্রহী প্রার্থীরা সর্বপ্রথম ICDS এর অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন।
- এরপর অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে, আবেদন ফর্মটি প্রিন্ট করে বের করবেন।
- এরপর আবেদনকারীর নাম, তার স্থানীয় ঠিকানা, তার জন্মতারিখ, তার অভিভাবকের নাম সহ আরো যা যা কিছু লাগছে সেগুলো দিয়ে ভালোভাবে ফর্মটি ফিলাপ করবেন।
- তারপর নিজেদের এলাকার বাংলা উন্নয়ন অফিসে অথবা এসডিও অফিসে গিয়ে আবেদন ফর্ম ও প্রয়োজনীয় নথিপত্র গুলো জমা দিবেন।
নিয়োগ প্রক্রিয়া (WB ICDS Helper And Worker Recruitment 2024 Selection Process)
আগ্রহী প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে চাকরিতে নির্বাচিত করা হবে।
প্রয়োজনীয় লিঙ্ক
মোট ৩টি জেলার অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF Download PDF Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট | wcdsw.wb.gov.in |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |