AI Airport Sarvice Limited Recruitment 2024: দেশের যে সকল মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক কমপ্লিট করা চাকরি প্রার্থীরা এয়ারপোর্টে চাকরির সন্ধান খুঁজছেন, তাদের জন্যেই আজকের এই প্রতিবেদন। ভারতের এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড Duty Manager, Duty Officer, Handyman সহ আরোও বেশ কিছু পদে শতাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। তাহলে আগ্রহীরা AI এয়ারপোর্টের এই পদগুলোতে আবেদন করবেন কিভাবে? আবেদনের জন্য যোগ্যতা কি চাওয়া হয়েছে? নির্বাচন প্রক্রিয়া কি? সমস্ত প্রশ্নের উত্তর জানতে আগ্রহীরা আজকের এই প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।
AIASL Job Recruitment 2024: শূন্যপদের বিবরণ
শূন্যপদের নাম ও সংখ্যা: AIASL এ আগ্রহী প্রার্থীদের যে সব পদে নির্বাচিত করা হবে সেসব পদগুলোর নাম সহ শূন্যপদের সংখ্যা নিচে তালিকায় উল্লেখ করা হয়েছে-
- ডিউটি ম্যানেজার- 2 টি
- ডিউটি অফিসার- ১ টি
- জুনিয়র অফিসার (টেকনিক্যাল)- ১ টি
- জুনিয়র অফিসার (কাস্টমার সার্ভিস)- ১ টি
- কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ- ২৩ টি
- জুনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ- ২৩ টি
- র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ- ১৪ টি
- ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার- ১৪ টি
- হ্যান্ডিম্যান- ৬২ টি
- হ্যান্ডিওম্যান- ৪০ টি
অর্থাৎ সবমিলিয়ে মোট এখানে শূন্যপদের সংখ্যা রয়েছে ১৪৭ টি
যোগ্যতা কি চাওয়া হয়েছে
শিক্ষাগত যোগ্যতা: এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেডে পক্ষথেকে প্রকাশিত পদগুলোতে আবেদন করতে আগ্রহী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন যেকোনো সরকারি অথবা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, স্নাতক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ। এছাড়াও ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ প্রায় ০৩ বছরের ডিপ্লোমা কমপ্লিট করে থাকতে হবে।
বয়সসীমা: এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেডে পক্ষথেকে প্রকাশিত পদগুলোতে আবেদন করতে আগ্রহী প্রার্থীর বয়সসীমা কিছু পদে লাগবে সর্বোচ্চ ২৮ বছর ও বাকি পদগুলোতে লাগবে সর্বোচ্চ ৫০ অথবা ৫৫ বছর।
আবেদন করবেন কিভাবে (How To Apply AIASL Recruitment 2024)
আবেদনকারী আগ্রহী প্রার্থীদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আগ্রহী প্রার্থীরা প্রথমে AI Airport Sarvice Limited এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি তথা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করবেন। তারপরে অ্যাপ্লিকেশন ফর্মটি A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করে তাতে নিজের নাম, স্থানীয় ঠিকানা সহ প্রয়োজনীয় তথ্য দিয়ে নির্ভুলভাবে ফিলাপ করবেন এবং দরকারি ডকুমেন্টস গুলো জেরক্স করবেন। তারপর নিচে দেওয়া ঠিকানায় স্পীড পোস্টের মাধ্যমে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে দিবেন।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা: আবেদনকারী আগ্রহীরা এই ঠিকানায় স্পীড পোস্টের মাধ্যমে আবেদন পত্র পাঠিয়ে দিবেন- 2nd Floor, GSD Building, Air India Complex, Terminal-2, IGI Airport, New Delhi-110037
আবেদন পত্র পাঠানোর শেষ তারিখ: আবেদনকারী আগ্রহী প্রার্থীদের কে আবেদন পত্র পাঠাতে হবে ১২/০৭/২০২৪ তারিখ ও ১৩/০৭/২০২৪ তারিখে।
নিয়োগ পদ্ধতি
এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেডের সমস্ত পদে একই রকম পদ্ধতিতে আগ্রহী প্রার্থীদের চাকরিতে নিয়োগ করা হবে। তা নিচে তালিকায় উল্লেখ করা হল-
- প্রথমে পার্সোনাল ও ভার্চুয়্যাল ইন্টারভিউ হবে।
- তারপর গ্রুপ ডিসকাশন এর মাধ্যমে নিয়োগ করা হবে।
প্রয়োজনীয় লিংক
অফিসিয়াল নোটিশ | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট | www.aiasl.in |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |