AI Airport Services Limited Recruitment 2024: মাধ্যমিক পাশের যে সকল চাকরি প্রার্থীরা কোনো রকম ঘুষ ছাড়া ভালো চাকরির সন্ধান খুঁজছেন, তাদের জন্য রইল বিরাট সুখবর। এয়ারপোর্ট সার্ভিস লিমিটেডের পক্ষথেকে ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার, র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ, হেন্ডিম্যান পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। এই পদে চাকরি হলেই পাবেন প্রতিমাসে মোটা অংকের বেতন। তাহলে আর সময় নষ্ট না করে শীঘ্রই দেখেনিন আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, বেতন, বয়স, শিক্ষাগত যোগ্যতা সহ এই পদের সম্পর্কে খুঁটিনাটি বিস্তারিত।
AIASL Recruitment 2024: বিবরণ
পদের নাম: এখানে ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার, র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ, হেন্ডিম্যান পদে কর্মী নিয়োগ করা হবে।
শূন্যপদের সংখ্যা: এখানে মোট ২০৮ টি শূন্যপদ রয়েছে।
AIASL Recruitment 2024: যোগ্যতার মানদণ্ড
শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন মাধ্যমিক পাশ ও যেকোনো ট্রেডে ITI পাশ।
বয়সসীমা: এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে। এছাড়া ওবিসি ও তপশীল জাতির প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।
আবেদন পদ্ধতি
আবেদনকারীদের কে এখানে ওয়াক ইন এর মাধ্যমে আবেদন করতে হবে। তাহলে দেখুন আবেদন করার পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন। তারপর আবেদন পত্রটি A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করবেন। তারপর নির্ভুলভাবে আবেদন পত্রটি পূরণ করবেন। তারপর অরিজিনাল ডকুমেন্টস ও পূরণ করা আবেদন পত্রটি নিচে দেওয়া ঠিকানায় আগামী ০৭ অক্টোবর ২০২৪ তারিখ সকাল দশটার মধ্যে উপস্থিত হবেন।
আবেদন পত্র জমা করার ঠিকানা: আগ্রহী প্রার্থীরা Sri Jagannath Auditorium, Angamaly, Ernakulam, Kerala এই ঠিকানায় আবেদন পত্র জমা করবেন ওয়াক ইন এর মাধ্যমে।
আবেদনের সময়সীমা: আবেদনকারীদের কে এখানে আবেদন পত্র জমা করতে হবে আগামী ০৭ অক্টোবর ২০২৪ তারিখে।
নিয়োগ পদ্ধতি
যোগ্য প্রার্থীদের এখানে চাকরির জন্য বাছাই করে নেওয়া হবে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে।
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল নোটিস | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট | www.aiasl.in |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |