Asansol District Hospital Recruitment 2024: যে সকল চাকরি প্রার্থীরা এমবিবিএস ডিগ্রি কমপ্লিট করে হাসপাতালে চাকরির সন্ধান খুঁজছেন, তাদের জন্য রইল দারুন সুখবর। গত ১৪ জুন আসানসোল জেলা হাসপাতালের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। স্টিপেন্দিয়ারি হাউস স্টাফ পদে মোট ১০ জন কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার ছেলে মেয়ে উভয় প্রার্থীরা এখানে আবেদন করার যোগ্য। তাহলে আবেদন পদ্ধতি, নির্বাচন প্রক্রিয়া, বেতন, শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমার সম্পর্কে খুঁটিনাটি বিস্তারিত জেনেনিন এই প্রতিবেদনে।
Asansol District Hospital Recruitment 2024: শূন্যপদের বিবরণ
শূন্যপদের নাম:- আসানসোল জেলা হাসপাতালে আগ্রহী প্রার্থীদের স্টিপেন্দিয়ারি হাউস স্টাফ পদে নিয়োগ করা হবে।
শূন্যপদের সংখ্যা:- স্টিপেন্দিয়ারি হাউস স্টাফ পদে মোট ১০ টি শূন্যপদ খালি আছে।
বেতন কাঠামোর বিবরণ (Salary Details)
আসানসোল জেলা হাসপাতালের স্টিপেন্দিয়ারি হাউস স্টাফ পদে চাকরির জন্য নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে তাদের নিয়ম অনুযায়ী।
যোগ্যতার বিবরণ ( Eligibility Criteria Of Asansol District Hospital Recruitment 2024)
আসানসোল জেলা হাসপাতালের স্টিপেন্দিয়ারি হাউস স্টাফ পদে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি। এবং তাদের বয়সসীমা প্রয়োজন সর্বনিম্ন ১৮ বছর। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ দেখুন।
কিভাবে আবেদন করবেন (How To Apply Asansol District Hospital Recruitment 2024)
আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইন তথা ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে। তাহলে প্রথমে বিজ্ঞপ্তি ডাউনলোড করে আবেদন পত্রটি A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করে নিবেন। এরপর নির্ভুলভাবে আবেদন পত্রটি পূরণ করবেন। এরপর একটি মুখবন্ধ খামে আবেদন পত্রটি ও প্রয়োজনীয় ডকুমেন্টের জেরক্স গুলো ভরে নিবেন, সঙ্গে অরিজিনাল ডকুমেন্ট গুলো রাখবেন। এরপর আবেদন পত্র জমা করার নির্দিষ্ট ঠিকানায় আগামী ২৮ তারিখ সকাল সকাল পৌঁছে গিয়ে জমা করে দিবেন।
আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা:- আগ্রহী প্রার্থীদের কে আবেদন পত্রটি জমা করতে হবে DNB, Seminar Hall of Asansol District Hospital এই ঠিকানায়।
আবেদন করতে কত টাকা লাগছে:- এখানে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে কোনো রকমের টাকা পয়সা নেওয়া হবে না।
নির্বাচন প্রক্রিয়া (Asansol District Hospital Recruitment 2024 Selection Process)
আসানসোল জেলা হাসপাতালের স্টিপেন্দিয়ারি হাউস স্টাফ পদে আবেদনকারীদের চাকরিতে নির্বাচিত করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউর মাধ্যমে।
প্রয়োজনীয় লিংক
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download Notice |
অফিসিয়াল ওয়েবসাইট | wbhealth.gov.in |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |