Assam District Forest Department Recruitment 2024: আসাম রাজ্য সহ পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর। আসাম রাজ্যের বন দপ্তরের পক্ষথেকে ফরেস্ট গার্ড ও ফরেস্টার পদে কর্মী নিয়োগ হবে। এখানে ৪০০ এর বেশি শূন্যপদ রয়েছে। এখানে মাসিক বেতন রয়েছে ১৪,০০০ থেকে ৪৯ হাজার টাকা পর্যন্ত। তাহলে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি সহ বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।
Assam District Forest Department Recruitment 2024 – Overview
নিয়োগ সংস্থা | আসাম রাজ্যের বন দপ্তর |
---|---|
পদের নাম | ফরেস্টার ও ফরেস্ট গার্ড |
চাকরির ধরন | সরকারি চাকরি |
শূন্যপদ | ৪১৪ |
বেতন (₹) | ১৪,০০০-৪৯,০০০/- |
চাকরির স্থান | আসাম |
আবেদন মোড | অফলাইন |
ওয়েবসাইট | bodoland.gov.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
বিজ্ঞপ্তি প্ৰকাশ ২০২৪ ()
পদের নাম
আসাম রাজ্যের বন দপ্তরে আবেদনকারী আগ্রহী প্রার্থীদের ফরেস্ট গার্ড ও ফরেস্টার পদে নিয়োগ করা হবে।
শূন্যপদের সংখ্যা
এখানে সবমিলিয়ে মোট ৪১৪ টি শূন্যপদ রয়েছে। ফরেস্ট গার্ড পদে ৩৩০ টি ও ফরেস্টার পদে ৮৪ টি।
যোগ্যতা (Eligibility Criteria)
ফরেস্ট গার্ড ও ফরেস্টার পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন উচ্চমাধ্যমিক পাস ও স্নাতক ডিগ্রি।
বয়সসীমা (Age Limit)
ফরেস্ট গার্ড ও ফরেস্টার পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী তপশীল জাতির প্রার্থীরা ৩ বছর ও ৫ বছরের ছাড় পাবে।
বেতন (Salary)
আসাম রাজ্যের বন দপ্তরের ফরেস্ট গার্ড ও ফরেস্টার পদে চাকরি পাওয়া কর্মীদের প্রতিমাসে ১৪,০০০ থেকে শুরু করে ৪৯,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (Apply Process)
আসাম রাজ্যের বন দপ্তরের ফরেস্ট গার্ড ও ফরেস্টার পদে আবেদনটি অফলাইনের মাধ্যমে করতে হবে। তাহলে সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি সংগ্রহ করবেন। তারপর মনোযোগ সহকারে পড়ে বুঝবেন। তারপর বিজ্ঞপ্তি থেকে আবেদন ফর্মটি আলাদা করে প্রিন্ট আউট করে নিবেন। তারপর নির্ভুলভাবে আবেদন ফর্মটি পূরণ করবেন। আবেদন ফর্মটি পূরণ করার জন্য আগ্রহী প্রার্থীর যেসব প্রয়োজনীয় তথ্য লাগবে সেগুলো হলো- শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র যেমন- অ্যাডমিট কার্ড ও মার্কশিট, বয়স ও ঠিকানার প্রমাণ পত্র যেমন- আধার কার্ড বা ভোটার কার্ড নাম্বার, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি ও সিগনেচার। এরপর আবেদন ফর্মটি সাথে প্রার্থীর সমস্ত রকমের প্রয়োজনীয় নথিপত্রের জেরক্স গুলো একটি খামের ভেতর ভরে নিবেন। এরপর আবেদন পত্র জমা করার দিন তথা আগামী ০৩ এপ্রিল ২০২৪ তারিখ বিকেল পাঁচটার আগে ঐ খামটি নিয়ে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাবেন। বিস্তারিত জানতে হলে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
আবেদন পত্র জমা- The Member Secretary, Central Selection Board, BTC, Post Office Road, Kokrajhar, Assam, Pin- 783370
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
ফরেস্ট গার্ড ও ফরেস্টার পদে আগ্রহী প্রার্থীদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা, শারীরিক ফিটনেস পরীক্ষা, মেডিকেল পরীক্ষা ও ভাইভা ভয়েস পরীক্ষা নিয়োগ করা হবে।
আবেদন ফী
ফরেস্ট গার্ড ও ফরেস্টার পদে আবেদন করার জন্য জেনারেল, ওবিসি প্রার্থীরা ১৫০ টাকা ও এসটি, এসসি প্রার্থীরা ১০০ টাকা আবেদন ফী হিসেবে প্রদান করবেন।
আবেদনের শেষ তারিখ (Last Date)
ফরেস্ট গার্ড ও ফরেস্টার পদে আবেদন করার শেষ তারিখ হলো আগামী ০৩ এপ্রিল ২০২৪।
গুরুত্বপূর্ন তারিখ (Importent date)
বিজ্ঞপ্তি প্রকাশ | ১৩.০৩.২০২৪ |
আবেদন পত্র জমা | ০৩.০৪.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
অফিসিয়াল বিজ্ঞপ্তি- Download PDF
অফিসিয়াল ওয়েবসাইট- bodoland.gov.in
বিস্তারিত পোস্টের খবর পেতে এই প্রয়োজনীয় লিংক গুলোতে প্রবেশ করুন
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |