Bank Of Baroda Recruitment 2023: যেসব চাকরি প্রার্থীরা ব্যাংকে চাকরি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য ব্যাংকের চাকরির বিরাট বড় সুখবর। ভারতে আরো যেসব ট্রাস্টেড ব্যাংক গুলো রয়েছে ঠিক সেই ব্যাংক গুলোর মত এই ব্যাংক অফ বরোদা সিনিয়র ম্যানেজার পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তবে এই ব্যাংকে মোটমাট ২৫০ টি শূন্যপদ রয়েছে। এবং এই ব্যাংকে চাকরি পাওয়ার পর প্রার্থীদের প্রতিমাসের হিসেবে বেতন দিবে ৬৩ হাজার থেকে ৭৮ হাজার টাকা পর্যন্ত। তাহলে এই পদটির সম্বন্ধে যদি আরো বিস্তারিত ভাবে জানতে চাইছেন, তাহলে আমাদের আজকের এই পুরো প্রতিবেদনটি দেখুন। এর মধ্যে দেওয়া আছে আবেদন করার পদ্ধতি সহ বিস্তারিত যানকারি।
Bank Of Baroda Recruitment 2023 – Overview
নিয়োগ সংস্থা | Bank Of Baroda (BOB) |
---|---|
পদের নাম | সিনিয়র ম্যানেজার |
চাকরির ধরন | ব্যাংকের চাকরি |
শূন্যপদ | ২৫০ টি |
বেতন (₹) | ৬৩,৮৪০-৭৮,২৩০/- |
চাকরির স্থান | সারা ভারত |
আবেদন মোড | অনলাইন |
ওয়েবসাইট | bankofbaroda.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
বরোদা ব্যাংকে ২৫০ শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্ৰকাশ ২০২৩ (Bank Of Baroda Recruitment 2023 Total 250 Vacancy)
পদের নাম
বরোদা ব্যাংকের পক্ষথেকে প্রকাশিত সিনিয়র ম্যানেজার পদে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে।
শূন্যপদের সংখ্যা
ব্যাংক অফ বরোদা তে সবমিলিয়ে মোট ২৫০ জন ইচ্ছুক প্রার্থী নিয়োগ হবে।
যোগ্যতা (Eligibility Criteria)
বরোদা ব্যাংকের পক্ষথেকে প্রকাশিত পদে যেসব চাকরি প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তাদের কে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে MBA, স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রি ও ডিপ্লোমা ইন করতে হবে। এর পাশাপাশি ব্যাংকের কাজের সম্বন্ধে বিস্তারিত জ্ঞান থাকতে হবে।
বয়সসীমা (Age Limit)
Bank Of Baroda তে আবেদনকারী প্রার্থীর বয়স সর্বনিম্ন ২৮ থেকে সর্বোচ্চ ৩৭ বছরের মধ্যে হতে হবে। এবং সরকারি নিয়ম অনুযায়ী OBC প্রার্থী- ৩ বছর, ST, SC প্রার্থী- ৫ বছর, PWD প্রার্থী- ১০ বছর, PWD (OBC) প্রার্থী- ১৩ বছর ও PWD (ST, SC) প্রার্থীরা- ১৫ বছরের মত ছাড় পেয়ে যাবে।
আবেদন পদ্ধতি (Bank Of Baroda Recruitment 2023 Apply Process)
বরোদা ব্যাংকে আবেদনটি সম্পূর্ণ ভাবে অনলাইনের মাধ্যমে করতে হবে। এর জন্য সবার আগে Bank Of Baroda এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিষ্টার করে নিবেন। তারপর আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিবেন। এরপর আবেদন পত্রে যথাযথ ভাবে নিজের নাম, ঠিকানা, জন্মতারিখ, শিক্ষাগত যোগ্যতা, পরিচয় প্রমাণ পত্র, মোবাইল নাম্বার বা ইমেল আইডি এসব তথ্য গুলো দিয়ে ফিলআপ করে নিবেন। তারপর গ্রহণযোগ্য আবেদন মুল্য প্রদান করে পাশের আবেদন পত্র জমা করার বাটনে চাপ দিয়ে দিবেন। এরপর আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে। এরপর আপনি আবেদন নাম্বারটি দিয়ে অবশ্যই আবেদন পত্রটি প্রিন্ট আউট করে নিবেন এবং নিজের কাছে ভালোভাবে রেখে দিবেন। যখন আপনাকে বরোদা ব্যাংকের পক্ষথেকে ডাকা হবে তখন এই আবেদন পত্র বা অ্যাপ্লিকেশন ফর্মটি সাথে কর নিয়ে যাবেন।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
এখানে আবেদনকারী প্রার্থীদের মার্কশিট এর নাম্বার ভিত্তি করে একটি অনলাইন পরীক্ষা নেওয়া হবে, তারপর জিডি হবে। এরপর সরাসরি ইন্টারভিউর নেওয়া হবে। যদি ইন্টারভিউতে পাস করে যান তাহলে চাকরির জন্য তাদের পক্ষথেকে পোস্টের মাধ্যমে আপনাকে একটি লেটার পাঠাবে। তারপর সেই লেটারের তারিখ অনুযায়ী আপনি চাকরিতে যোগ দিবেন।
আবেদন ফী
বরোদা ব্যাংকে আবেদনকারী চাকরি প্রার্থীদের আবেদন মুল্য দেওয়ার ভাগ করা হয়েছে যেমন- জেনারেল, EWS, ও ওবিসি প্রার্থীদের কাছ থেকে- ৬০০ টাকা চার্জ করা হবে এবং ST, SC, PWD ও মহিলা প্রার্থীদের কাছ থেকে- ১০০ টাকা চার্জ করা হবে। আবেদন মুল্যটি আপনি Paytm, Gpay, PhonePe বা কোনো অনলাইন সাইবার ক্যাফের মাধ্যমে পাঠাবেন।
আবেদনের শেষ তারিখ (Bank Of Baroda Recruitment 2023 Last Date)
ব্যাংক অফ বরোদাতে আবেদন করার শেষ তারিখ হলো আগামী ২৬ ডিসেম্বর ২০২৩ তারিখ।
গুরুত্বপূর্ন তারিখ (Importent date)
আবেদন শুরু | ০৬.১২.২০২৩ |
আবেদন শেষ | ২৬.১২.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
আবেদন লিঙ্ক | Apply Now |
অফিসিয়াল ওয়েবসাইট | bankofbaroda.in |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |