Broadcast Engineering Consultants India Limited Recruitment 2024: স্নাতক ও আইটিআই পাশ করা যে সমস্ত প্রার্থীরা কেন্দ্রীয় সংস্থায় চাকরি খুঁজছেন, তাদের জন্য রইল আজকে সুবর্ণ চাকরির সুযোগ। ভারতের ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডে অপারেটর, ইঞ্জিনিয়ার, একাউন্টেন্ট, অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে একগুচ্ছ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এখানে চাকরি প্রার্থীদের মাসিক বেতন ৪৫ হাজার টাকা দেওয়া হবে। এখানে আবেদন চলবে ২৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। তাইলে আগ্রহীরা এখানে কিভাবে আবেদন করবেন? তাদের কিভাবে নিয়োগ করা হবে? আবেদন করতে তাদের যোগ্যতা কি চাওয়া হয়েছে? প্রভৃতি বিষয়ে বিস্তারিতভাবে জানতে হলে এই প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন, তারপর আবেদন করুন।
BECIL Recruitment 2024: বিবরণ
পদের নাম, শূন্যপদ ও বেতন কাঠামোর বিবরণ: ভারতের ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডে পক্ষথেকে প্রকাশিত পদগুলোর নাম, শূন্যপদের সংখ্যা সহ বেতন কাঠামোর বিবরণটি নিচের ছকে বিস্তারিত তুলে ধরা হয়েছে। দেখুন
পদের নাম | শূন্যপদ | মাসিক বেতন কাঠামো |
RO/ WTP অপারেটর | ০১ টি | ২২,৪১২/- টাকা |
ফায়ার অ্যালার্ম ও পাম্প অপারেটর | ০১ টি | |
আইটি টেকনিশিয়ান | ০২ টি | ২৫,০০০/- টাকা |
এসি/ রেফিজারেন্ট অপারেটর | ০২ টি | ২৪,৬৪৮/- টাকা |
চিলার/বয়লার অপারেটর | ০২ টি | |
এসটিপি অপারেটর | ১ টি | |
হিসাব সহকারী | ০২ টি | ৩৫,০০০/- টাকা |
আইটি ইঞ্জিনিয়ার | ০১ টি | |
নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার | ০১ টি | ৪০,০০০-৪৫,০০০/- টাকা |
অডিও-ভিডিও টেকনিশিয়ান | ০১ টি | ২৪,৬৪৮/- টাকা |
এমডিপি রুম কিপিং এক্সিকিউটিভ | ০২ টি |
যোগ্যতার বিবরণ (BECIL Recruitment 2024 Eligibility Criteria)
শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদন করতে আগ্রহীদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন উচ্চমাধ্যমিক পাশ ও স্নাতক ডিগ্রি, আইটিআই, কম্পিউটার সায়েন্স, আইটি-তে ডিপ্লোমা, BCA, MCA, B.Tech, CS, BSc ও স্নাতকোত্তর ডিগ্রি।
বয়সসীমা: এখানে আবেদন করতে আগ্রহীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর থেকে ৩৮ বছরের মধ্যে হতে হবে।
আবেদন করবেন কিভাবে?
আগ্রহীদেরকে এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- তাহলে আগ্রহীরা প্রথমে BECIL-এর অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।
- তারপর বিজ্ঞপ্তি থেকে আবেদন ফর্মটি প্রিন্ট আউট করুন।
- তারপর আবেদন ফর্মে নিজের নাম, স্থানীয় ঠিকানা সহ সমস্ত রকমের প্রয়োজনীয় তথ্য গুলো দিয়ে ফর্মটি ফিলাপ করবেন
- তারপর দরকারি ডকুমেন্টস গুলোর জেরক্স এর সঙ্গে আবেদন ফর্ম ও আবেদন মূল্যটি একটি মুখবন্ধ খামে ভরুন।
- তারপর বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় স্পীড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিন।
আবেদন মুল্য: এখানে আবেদন করতে জেনারেল ও ওবিসি প্রার্থীদের চার্জ করা হচ্ছে ৫৯০/- টাকা। এবং এসটি, এসসি ও PWBD প্রার্থীদের চার্জ করা হচ্ছে ২৯৫/- টাকা। আগ্রহীরা অনলাইন অথবা অফলাইনের মাধ্যমে আবেদন মুল্য প্রদান করতে পারেন।
আবেদনের ঠিকানা: আগ্রহীরা BECIL BHAWAN, C-56/A-17, Sector-62, Noida-201307 (UP) এই ঠিকানায় আবেদন ফর্মটি পাঠাবেন।
আবেদনের সময়সীমা: BECIL ভবনে আবেদন প্রক্রিয়া শেষ হবে ২৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে।
কিভাবে নিয়োগ করা হবে?
আগ্রহীদের এখানে যেভাবে চাকরিতে নিয়োগ করা হবে তার সম্পর্কে ভালোভাবে জানতে হলে অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসরণ করুন।
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল নোটিস | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট | www.becil.com |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |