Bharat Electronics Limited Recruitment 2025: আইটিআই পাশের আগ্রহী প্রার্থীদের বিরাট চাকরির সুখবর। ভারত ইলেকট্রিক লিমিটেডের পক্ষথেকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে আইটিআই, টেকনিশিয়ান ও অন্যান্য শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) পদে প্রায় ৯০ জনের অধিক কর্মী নিয়োগ হবে এবং এখানে চাকরি প্রার্থীদের মাসে ১৭,০০০ হাজার টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। অতএব এখানে যে সকল প্রার্থীরা আবেদন করবেন তারা নিচে উল্লেখ করা নিবন্ধটিতে দেখেনিন পদের সংখ্যা, যোগ্যতা, বয়সসীমা, বেতনসীমা, আবেদন পদ্ধতি, আবেদন তারিখ ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত।
BEL Recruitment 2025: বিবরণ
শূন্যপদের নাম: এখানে টেকনিশিয়ান (ডিপ্লোমা) শিক্ষানবিশ, আইটিআই শিক্ষানবীশ, বি.কম শিক্ষানবিশ ও গ্রাজুয়েট শিক্ষানবিশ পদে নিয়োগ হবে।
শূন্যপদের সংখ্যা: এখানে সবমিলিয়ে মোট ৯৮ টি শূন্যপদ রয়েছে। যার মধ্যে গ্রাজুয়েট শিক্ষানবিশ পদে ৬৩ জন, টেকনিশিয়ান (ডিপ্লোমা) শিক্ষানবিশ পদে ১০ জন, আইটিআই শিক্ষানবীশ ১৫ জন ও বি.কম শিক্ষানবিশ পদে ১০ কর্মী নিয়োগ হবে।
মাসিক বেতনসূচি: এখানে চাকরিজীবীদের মাসিক বেতন প্রদান করা হবে ৮,০৫০/- টাকা থেকে ১৭,৫০০/- টাকা।
যোগ্যতার মাপকাঠি
শিক্ষাগত যোগ্যতা: BEL Recruitment 2025 – এ আবেদন করার জন্য আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা দরকার ITI, B.Com, B.E, B.Tech, Diploma ও Graduation।
বয়সসীমা: BEL Recruitment 2025 – এ আবেদন করার জন্য আবেদনকারীদের বয়স দরকার সর্বোচ্চ ২৫ বছর।
আবেদন পদ্ধতি (BEL Recruitment 2024-25 Apply Process)
আবেদনকারীদের ভারত ইলেকট্রিক লিমিটেডের শিক্ষানবিশ পদে আবেদন করতে হবে ওয়াক-ইনের মাধ্যমে।
তাহলে আবেদনকারীরা প্রথমে BEL সংস্থার অফিসিয়াল পোর্টালে ভিজিট করে অফিসিয়াল বিজ্ঞপ্তি সংগ্রহ করবেন। তারপর আবেদন পত্রটি A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করবেন। ফর্মটি আবেদনকারীর প্রয়োজনীয় তথ্যসমূহ দিয়ে ফর্মটি ফিলাপ করবেন। তারপর একটি মুখবন্ধ খামে আবেদনকারীর প্রয়োজনীয় নথিপত্রের জেরক্স ও আবেদন ফর্মটি ভরে নিবেন। তারপর নিদির্ষ্ট সময়ে নিদির্ষ্ট ঠিকানায় নিজে গিয়ে জমা করে দিবেন।
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে আবেদন ফর্ম জমা করার ঠিকানা।
আবেদন তারিখ: আবেদনকারীরা ২১/০১/২০২৫ তারিখ ও ২২/০১/২০২৫ তারিখ ওয়াক-ইনের মাধ্যমে আবেদন ফর্ম জমা করতে পারবেন।
নিয়োগ পদ্ধতি (BEL Recruitment 2025 Selection Process)
আবেদনকারীদের সরাসরি ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিতে নির্বাচিত করা হবে।
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF1 Download PDF2 |
অফিসিয়াল ওয়েবসাইট | www.bel-india.in |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |