Bharat Heavy Electricals Limited Recruitment 2024: ভারতের যে সমস্ত বেকার যুবক যুবতীরা সমতুল্য মাধ্যমিক ও ITI পাশ করে চাকরির খোঁজ করছেন কিন্তু কোনো প্রকারে মিলছে না চাকরি, তাহলে কি তারা বেকারত্বের দিন কাটাবেন ‘না’ তাদের বেকারত্বের দিন কাটানোর জন্য নিয়ে এলাম দুর্দান্ত চাকরির সুখবর। কেন্দ্র সরকারের ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড (BHEL) সংস্থায় আইটিআই এর বেশ কয়েকটি ট্রেডে ৯৯ জনেরও বেশি কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। তাহলে এই বিজ্ঞপ্তিতে কোন কোন পদে নাম উল্লেখ আছে? এই পডগুলিতে কিভাবে আবেদন করবেন? আবেদনের ক্ষেত্রে তাদের বয়স ও যোগ্যতা কি চাওয়া হয়েছে? নিয়োগ পদ্ধতি কি রাখা হয়েছে? কত তারিখ আবেদন প্রক্রিয়া শেষ হবে? এসমস্ত বিষয়ে বিস্তারিত জানার জন্য নিবন্ধটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে পড়ুন।
BHEL Recruitment 2024: বিবরণ
পদের নাম ও শূন্যপদ: ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেডের পক্ষথেকে প্রকাশিত যন্ত্রবিদ, ওয়েল্ডার, ফিটার ও টার্নার পদে কর্মী নিয়োগ করা হবে। এই পদগুলোতে মোট কটি শূন্যপদ রয়েছে তা নিচের ছকে বিস্তারিত তুলে ধরা হয়েছে
পদের নাম | শূন্যপদ |
---|---|
ফিটার | ২০ টি |
টার্নার | ২৬ টি |
ওয়েল্ডার | ১৪ টি |
যন্ত্রবিদ | ৪০ টি |
মাসিক বেতন: ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেডের পক্ষথেকে প্রকাশিত ট্রেড গুলিতে চাকরির জন্য নির্বাচিত প্রার্থীদের নিয়ম অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে।
যোগ্যতার মানদণ্ড (BHEL Recruitment 2024 Eligibility Criteria)
শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদন করার জন্য আগ্রহীদের শিক্ষাগত প্রয়োজন যেকোনো সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস ও ITI পাস।
বয়সসীমা: এখানে আবেদন করার জন্য আগ্রহীদের বয়স প্রয়োজন নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৭ বছর।
আবেদন পদ্ধতি
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে।
- এর জন্য প্রথমে BHEL সংস্থায় অফিসিয়াল পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করে লগইন করবেন।
- লগইন করার পর আবেদন লিংকে ক্লিক করে আবেদনকারীর মৌলিক তথ্য গুলো দিয়ে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিলাপ করবেন।
- তারপর প্রয়োজনীয় নথি গুলো আপলোড করবেন।
- তারপর ফিলাপ করা অ্যাপ্লিকেশন ফর্মটি পর্যালোচনা করবেন।
- তারপর পাশে থাকা সাবমিট বটনে ক্লিক করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন।
আবেদন তারিখ: BHEL নিয়োগ ২০২৪ এ আবেদনের জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ০৩/০৯/২০২৪ তারিখে, আবেদন শুরু হয়েছে ০৪/০৯/২০২৪ তারিখে, আবেদন শেষ হবে ১৩/০৯/২০২৪ তারিখে।
নিয়োগ পদ্ধতি
BHEL Recruitment 2024 এ আবেদনকারীদের চাকরিতে নিয়োগ করবে মাধ্যমিক ও ITI এর পাশ নম্বর এবং প্রয়োজনীয় নথি যাচাইকরণ এর ভিত্তিতে। আরো বিস্তারিত জানার জন্য অফিসিয়াল নোটিশটি ভালোভাবে পর্যালোচনা করুন।
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল নোটিস | Download PDF |
রেজিস্ট্রেশন লিংক | Click Here |
আবেদন লিংক | Apply Now |
অফিসিয়াল ওয়েবসাইট | hpep.bhel.com |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |