BOB SO Recruitment 2024-25: রাজ্যের যে সকল যুবক যুবতীদের স্বপ্ন ছিল ব্যাংকের চাকরী করার, তাদের জন্য রইল এই প্রতিবেদনটি। ব্যাংক অফ বরোদা (BOB) স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগ করার জন্য একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। যেখানে মোট ১২৬৭ টি শূন্যপদ রয়েছে। কিভাবে আবেদন করবেন, কী কী যোগ্যতা প্রয়োজন, বয়স সীমা, মাসিক বেতন, নির্বাচন প্রক্রিয়া এই সংক্রান্ত যাবতীয় বিষয় গুলি বিস্তারিত ভাবে জানতে নিচে দেওয়া প্রতিবেদনটি পড়ুন।
BOB SO Recruitment 2024-25: বিবরণ
পদের নাম | শূন্যপদের সংখ্যা | মাসিক বেতন |
---|---|---|
কৃষি বিপনন কর্মকর্তা | ১৫০ টি | ৪৮,৪৮০/- টাকা থেকে সর্বোচ্চ ৮৫,৯২০/- টাকা |
কৃষি বিপনন ব্যবস্থাপক | ৫০ টি | ৬৪,৮২০/- টাকা থেকে সর্বোচ্চ ৯৩,৯৬০ কো/- টাকা |
ম্যানেজার – ব বিক্রয় | ৪৫০ টি | ৬৪,৮২০/- টাকা থেকে সর্বোচ্চ ৯৩,৯৬০/- টাকা |
ম্যানেজার – ক্রেডিট বিশ্লেষক | ৭৮ টি | |
সিনিয়ারর ম্যানেজার – ক্রেডিট বিশ্লেষক | ৪৬ টি | ৮৫,৯২০/- টাকা থেকে সর্বোচ্চ ১,০৫,২৮০/- টাকা |
সিনিয়ার ম্যানেজার – MSME সম্পর্ক | ২০৫ টি | |
প্রধান – এস এম ই | ১২ টি | ১,০২,৩০০/টাকা থেকে সর্বোচ্চ ১,২০,৯৪০/- টাকা |
অফিসার নিরাপত্তা বিশ্লেষক | ০৫ টি | ৪৮,৪৮০/- টাকা থেকে সর্বোচ্চ ৮৫,৯২০/- টাকা |
ম্যানেজার নিরাপত্তা বিশ্লেষক | ০২ টি | ৬৪,৮২০/- টাকা থেকে সর্বোচ্চ ৯৩,৯৬০/- টাকা |
সিনিয়র ম্যানেজার নিরাপত্তা বিশ্লেষক | ০২ টি | ৮৫,৯২০/- টাকা থেকে সর্বোচ্চ ১,০৫,২৮০/- টাকা |
কারিগরি কর্মকর্তা সিভিল ইঞ্জিনিয়ারিং | ০৬ টি | ৪৮,৪৮০/- টাকা থেকে সর্বোচ্চ ৮৫,৯২০/- টাকা পর্যন্ত |
সিনিয়ার ম্যানেজার সিভিল ইঞ্জিনিয়ারিং | ০৪ টি | ৮৫,৯২০/- টাকা থেকে সর্বোচ্চ ১,০৫,২৮০/- টাকা |
টেকনিক্যাল অফিসার – ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং | ০৩৪ টি | ৪৮,৪৮০/- টাকা থেকে সর্বোচ্চ ৮৫,৯২০/- টাকা পর্যন্ত |
সিনিযার ডেভলপার – ফুল স্টক জাভা | ২৬ টি | ৮৫,৯২০/- টাকা থেকে সর্বোচ্চ ১,০৫,২৮০/- টাকা |
ক্লাউড ইঞ্জিনিয়ার | ০৬ টি | ৬৪,৮২০/- টাকা থেকে সর্বোচ্চ ৯৩,৯৬০/- টাকা |
সিনিয়ার ম্যানেজার – তথ্য নিরাপত্তা কর্মকর্তা | ০১ টি | ৮৫,৯২০/- টাকা থেকে সর্বোচ্চ ১,০৫,২৮০/- টাকা |
প্রধান ব্যবস্থাপক – তথ্য নিরাপত্তা কর্মকর্তা | ০১ টিi | ১,০২,৩০০/- টাকা থেকে সর্বোচ্চ ১,২০,৯৪০/- টাকা |
কী কী যোগ্যতা প্রয়োজন (BOB SO Recruitment 2024-25 Eligibility Criteria)
শিক্ষাগত যোগ্যতা: উপরে দেওয়া পদ গুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের কি কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন ও বয়সসীমা সম্পর্কে নিচে ছকের মাধ্যমে আলোচনা করা হলো।
পদের নাম | শিক্ষাগত যোগ্যতা | বয়সসীমা |
---|---|---|
কৃষি বিপণন কর্মকর্তা | স্নাতক + মার্কেটিং/কৃষি ব্যবসা/গ্রামীণ ব্যবস্থাপনা/ফাইন্যান্স-এ স্নাতকোত্তর | ২৪-৩৪ |
কৃষি বিপণন ব্যবস্থাপক | স্নাতক + মার্কেটিং/কৃষি ব্যবসা/গ্রামীণ ব্যবস্থাপনা/ফাইন্যান্স-এ স্নাতকোত্তর | ২৬-৩৬ |
বিক্রয় ব্যবস্থাপক | স্নাতক মার্কেটিং/সেলস-এ MBA/PGDM) | ২৪-৩৪ |
ক্রেডিট বিশ্লেষক ব্যবস্থাপক | স্নাতক (ফাইন্যান্স CA/CFA/CMA/MBA) | ২৪-৩৪ |
সিনিয়র ক্রেডিট বিশ্লেষক ব্যবস্থাপক | স্নাতক (ফাইন্যান্স CA/CFA/CMA/MBA) | ২৭-৩৭ |
সিনিয়র MSME সম্পর্ক ব্যবস্থাপক | স্নাতক (ফাইন্যান্স/মার্কেটিং/ব্যাংকিং-এ MBA/PGDM) | ২৮-৪০ |
SME সেল প্রধান | স্নাতক (ব্যবস্থাপনা/মার্কেটিং/ফাইন্যান্সে স্নাতকোত্তর) | ৩০-৪২ |
নিরাপত্তা বিশ্লেষক অফিসার | BE/B.Tech/MCA/MSc ইন IT/কম্পিউটার সায়েন্স + সার্টিফিকেশন (পছন্দনীয়) | ২২-৩২ |
নিরাপত্তা বিশ্লেষক ব্যবস্থাপক | BE/B.Tech/MCA/MSc ইন IT/কম্পিউটার সায়েন্স + সার্টিফিকেশন (আবশ্যিক) | ২৪-৩৪ |
সিনিয়র নিরাপত্তা বিশ্লেষক ব্যবস্থাপক | BE/B.Tech/MCA/MSc ইন IT/কম্পিউটার সায়েন্স + সার্টিফিকেশন (আবশ্যিক) | ২৭-৩৭ |
টেকনিক্যাল অফিসার – সিভিল ইঞ্জিনিয়ার | সিভিল ইঞ্জিনিয়ারিং-এ BE/B.Tech | ২২-৩২ |
সিনিয়র ডেভেলপার – ফুল স্ট্যাক JAVA | কম্পিউটার সায়েন্স/IT-এ BE/B.Tech/MCA | ২৭-৩৭ |
ক্লাউড ইঞ্জিনিয়ার | কম্পিউটার সায়েন্স/IT-এ BE/B.Tech | ২৪-৩৪ |
সিনিয়র ইনফরমেশন সিকিউরিটি অফিসার | BE/B.Tech/MCA + ইনফোসেক সার্টিফিকেশন | ২৭-৩৭ |
চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার | BE/B.Tech/MCA + ইনফোসেক সার্টিফিকেশন | ৩০-৪২ |
কিভাবে আবেদন করবেন (BOB SO Recruitment 2024-25 Online Apply Prosess)
ব্যাংক অফ বরোদা (BOB) নিয়োগ ২০২৪ এর উল্লেখিত পদ গুলিতে আবেদন করতে পারবেন শুধুমাত্র অনলাইন পদ্ধতির মাধ্যমে। তাই সেই আবেদন প্রক্রিয়ার পদ্ধতি গুলি নিচে বিস্তারিত ভাবে দেওয়া হলো।
- প্রথমে BOB এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
- এরপর “Recruitment” ট্যাবে গিয়ে অনলাইন আবেদন লিংকে ক্লিক করুন।
- তারপর সেখানে নিজের সমস্ত তথ্য দিয়ে আবেদন ফর্মটি পূরণ করুন এবং সেইসঙ্গে জরুরী ডকুমেন্ট গুলি স্ক্যান করে আপলোড করুন।
- তারপর নিজের ক্যাটাগরি অনুযায়ী আবেদন ফি জমা করুন।
- এরপর একবার যাচাই করে সাবমিট বাটনে ক্লিক করে জমা করুন।
আবেদন ফি:
- Genaral/ EWS/OBC – বিভাগের প্রার্থীদের জন্য ৬০০/- টাকা
- ST/SC/PWD/মহিলা – বিভাগের প্রার্থীদের জন্য ১০০/- টাকা
গুরুত্বপূর্ণ তারিখ:
- অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু – ২৮/১২/২০২৪ তারিখ
- অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ – ১৭/০১/২০২৫ তারিখ
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট | www.bankofbaroda.in |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |