Bhartiya Pashupalan Nigam Limited Recruitment 2024: যে সমস্ত ভারতীয় নাগরিকরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করে চাকরির সন্ধান খুঁজছেন তাদের জন্য দারুন সুখবর। ভারতীয় পশুপালন নিগম লিমিটেডের পক্ষ থেকে Cow Servant, Cow Breeding Assistant পদে প্রায় ২২০০ এর বেশি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এখানে প্রতিমাসের বেতনের পরিমাণ রয়েছে প্রায় ২৬ হাজার টাকা পর্যন্ত। তাহলে BPNL এর এই পদ গুলোতে যে সমস্ত আগ্রহীরা আবেদন করতে চাইছেন তারা আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিন নিচে দেওয়া নিবন্ধে।
BPNL Recruitment 2024: বিবরণ
পদের নাম: BPNL এর পক্ষথেকে প্রকাশিত Cow Servant, Cow Breeding Assistant ও Cow Promotion Extender পদে কর্মী নিয়োগ হবে তা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।
মোট শূন্যপদ: BPNL এর পক্ষথেকে প্রকাশিত তিনটি পদে সবমিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা রয়েছে ২২৫০ টি। যার সম্পর্কে নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে-
- Cow Servant পদে- ১৩৫০ টি
- Cow Breeding Assistant পদে- ৬৭৫ টি
- Cow Promotion Extender পদে- ২২৫ টি
কারা কারা আবেদন যোগ্য (BPNL Recruitment 2024 Eligibility Criteria)
ভারতীয় পশুপালন নিগম লিমিটেডের এই তিনটি পদে আবেদন যোগ্যদের বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমার মাধ্যমে।
শিক্ষাগত যোগ্যতা: যে সকল ইচ্ছুক প্রার্থীরা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও গ্র্যাজুয়েশন পাশ করে আছেন তারা BPNL এর এই তিনটি পদে আবেদন যোগ্য।
বয়সসীমা: সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছরের প্রার্থীরা BPNL এর এই তিনটি পদে আবেদন যোগ্য।
আবেদন পদ্ধতি (Bhartiya Pashupalan Nigam Limited Recruitment Apply Prosess)
আবেদনকারীদের আবেদন জানাতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনের মাধ্যমে আবেদন জানানোর সম্পূর্ণ পদ্ধতি নিচের তালিকায় বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে-
- সর্বপ্রথম BPNL এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন।
- তারপর রিকুটমেন্ট অপশন এ গিয়ে ক্লিক করবেন।
- তারপর আবেদনকারীর নাম ঠিকানা সহ যাবতীয় তথ্য গুলো অনলাইনের মাধ্যমে নথিভুক্ত করবেন।
- তারপর প্রয়োজনীয় তথ্যগুলো স্ক্যান করে আপলোড করবেন।
- তারপর এবার ভালোভাবে যাচাই করে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আবেদনটি পুরোপুরিভাবে সম্পন্ন।
আবেদনের সময়সীমা: আবেদনটি শুরু হয়েছে গতকাল অর্থাৎ ২৬ জুলাই ২০২৪ তারিখে এবং শেষ হবে আগামী ০৫ আগস্ট ২০২৪ তারিখে।
নিয়োগ পদ্ধতি (BPNL Recruitment Process 2024)
এখানে আগ্রহীদের প্রথমে অনলাইন পরীক্ষা নেওয়া হবে এই পরীক্ষা যারা পাশ তাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরিতে নির্বাচিত করা হবে।
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
আবেদন লিংক | Apply Now |
অফিসিয়াল ওয়েবসাইট | bharatiyapashupalan.com |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |