Central Bank of India Advisor Recruitment 2024: দিনে দিনে রাজ্য তথা দেশ জুড়ে বেকারত্বের সংখ্যা বাড়ছে। সকলেই নির্দিষ্ট সময় পর্যন্ত পড়াশোনা করার পর এবং বড় ডিগ্রী অর্জন করার পর একটা চাকরি করতে চান। কখনো কম মাইনের কারণে আবার কখনো যোগ্যতার মানদণ্ড পূরণ করতে না পারার কারণে হাতছাড়া হয়ে যায় অনেক চাকরি। আবার অবসর গ্রহণের পর চাকরি করার ইচ্ছে থাকে অনেকের। এবার তাদের জন্যই সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে শুরু হয়েছে কর্মী নিয়োগ।
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়োগ ২০২৪ (Central Bank of India Advisor Recruitment 2024)
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (CBI) বিভিন্ন অফিসে উপদেষ্টা (Advisors) হিসাবে কাজ করার জন্য অবসরপ্রাপ্ত অফিসারদের নিয়োগ বিজ্ঞপ্তি জারি করল। তাই আপনিও যদি অবসরপ্রাপ্ত অফিসার হন তাহলে অবশ্যই এই চাকরির জন্য আবেদন করতে পারেন। তবে তার আগে এই প্রতিবেদন থেকে জেনে নিন সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরি করতে গেলে ঠিক কি কি মানদন্ড পূরণ করতে হবে আপনাকে।
যোগ্যতা:-সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিভিন্ন বিভাগে উপদেষ্টা (Advisors) পদে চাকরিতে অবসরপ্রাপ্ত অফিসারদের নিয়োগ করা হবে।
আবেদনকারীদের বয়সসীমা:- সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উপদেষ্টা (Advisors) পদে চাকরি করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে ৬০ বছরের মধ্যে। অথবা ১ মে ২০২৪ এর আগে অবসর গ্রহণ করতে হবে। তার পাশাপাশি তাদের ক্লিয়ার ট্র্যাক রেকর্ড থাকা বাঞ্ছনীয়। ভাল স্বাস্থ্য থাকতে হবে এবং ১ মে, ২০২৪ তারিখ অনুযায়ী ৬৩ বছরের বেশি বয়সী হলে হবে না। প্রাথমিকভাবে এক বছরের জন্য নিয়োগ করা হবে এবং তারপর কাজের দক্ষতা দেখে সময়সীমা প্রসারিত করা হবে।
বেতন কাঠামো:- অবস্থানের উপর নির্ভর করে মাসিক পারিশ্রমিক দেওয়া হবে ২৫ হাজার টাকা থেকে ৪৫ হাজার টাকা পর্যন্ত। অবসরপ্রাপ্ত সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রামীণ/আধা-শহর অঞ্চলের অফিসাররা : ২৫,০০০টাকা প্রতি মাসে, শহরাঞ্চলের অফিসাররা: ৩৫,০০০ টাকা প্রতি মাসে, মেট্রো শহরের অফিসাররা: ৪৫,০০০ টাকা প্রতি মাসে বেতন পাবেন।
Central Bank of India Advisor Recruitment 2024-এর জন্য নির্বাচন প্রক্রিয়া
মানদণ্ড পূরণকারী যোগ্য প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হবে।পাশাপাশি ব্যক্তিগত ইন্টারঅ্যাকশনের জন্য আমন্ত্রণ জানানো হবে। নির্বাচনের ক্ষেত্রে ব্যাংকের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে।
আবেদন জমা দেওয়ার সময়সীমা:- আগ্রহী প্রার্থীদের ৩১ মে, ২০২৪ এর মধ্যে তাদের আবেদনপত্র জমা দিতে হবে। অসম্পূর্ণ বা বিলম্বিত আবেদন বিবেচনা করা হবে না।
কিভাবে আবেদনপত্র জমা দেবেন
প্রাসঙ্গিক নথি সহ আবেদনপত্র জমা দিন। খামের উপরে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অবসরপ্রাপ্ত অফিসারদের এমপ্যানেলমেন্টের জন্য আবেদনপত্র লিখুন। যাতে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্কেলের I, II, III এবং IV-তে আঞ্চলিক অফিস, জোনাল অফিস এবং কেন্দ্রীয় অফিসের বিভিন্ন বিভাগে উপদেষ্টা হিসাবে নিযুক্ত হতে পারেন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:- কেন্দ্রীয় অফিস, মুম্বাইয়ের HCM বিভাগে আবেদনপত্র জমা দেবেন চাকুরী প্রার্থীরা। মুম্বাইতে কেন্দ্রীয় অফিসের ঠিকানায় জেনারেল ম্যানেজার, এইচসিএম ডিপার্টমেন্ট, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে পাঠাতে হবে এই আবেদন পত্র।
গুরুত্বপূর্ন তারিখগুলি দেখে নিন
- আবেদনপত্র জমা দেওয়া শুরু:- ১৫/০৫/২০২৪
- আবেদনপত্র প্রাপ্তির শেষ তারিখ:- ৩১/০৫/২০২৪
- সাক্ষাৎকারের তারিখ:- জুনমাসের ৩য়/৪র্থ সপ্তাহ (সম্ভাব্য)
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট: entralbankofindia.co.in
অফিসিয়াল নোটিস:- Central Bank of India Advisor Recruitment 2024 Notification.pdf
আরও পড়ুন: BOB Job Vacancy – ব্যাঙ্ক অফ বরোদাতে চাকরির সুযোগ! যোগ্যতার ভিত্তিতে আজই করুন আবেদন।
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |