CGHS Recruitment 2024: স্বাস্থ্য বিভাগে কাজ করার আসায় থাকা প্রার্থীদের জন্য রইল একটি অত্যন্ত খুশির খবর। কেন্দ্রীয় সরকার স্বাস্থ্য প্রকল্প (CGHS) এর অনুমেদনে পশ্চিমবঙ্গের সমস্ত বেকার প্রার্থীদের নিয়োগ করতে চাইছে। তাই কিভাবে আবেদন করবেন,কি কি যোগ্যতা প্রয়োজন, বয়স সীমা,বেতন , নির্বাচন প্রক্রিয়া এই সব নিয়ে জানতে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ূন।
CGHS Recruitment 2024: বিবরণ
পদের নাম: ডাক্তার/জিডিএম, চিকিৎসা বিশেষজ্ঞ -, প্যাথলজিস্ট, ইএনটি বিশেষজ্ঞ, চর্মরোগ বিশেষজ্ঞ
শূন্যপদের সংখ্যা:
- ডাক্তার/জিডিএম – ২৫ টি।
- চিকিৎসা বিশেষজ্ঞ – ০১ টি।
- প্যাথলজিস্ট – ০১ টি।
- ইএনটি বিশেষজ্ঞ- ০১ টি।
- চর্মরোগ বিশেষজ্ঞ- ০১ টি।
বেতন:
- ডাক্তার/ জিডিএম – পদে যে সকল প্রার্থীরা চাকরির জন্য নির্বাচিত হলে মাসিক ৭৫,০০০/- টাকা করে পাবেন।
- এবং বাকি সমস্ত পদে কর্মরত প্রার্থীরা প্রতিমাসে ৯৫,০০০/- টাকা থেকে ১,০৫,০০০/- টাকা বেতন প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
CGHS নিয়োগ ২০২৪ এর উল্লেখিত পদ গুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোন একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করতে হবে।
বয়স সীমা: এই নিয়োগের জন্য আবেদন করতে প্রার্থীর সর্বোচ্চ ৬৯ বছর নির্ধারিত করা হয়েছে।
কীভাবে আবেদন করবেন
আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। সেই জন্য প্রার্থীদের সরাসরি CGHS এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আবেদন ফর্মটি ডাউনলোড করে নিতে হবে। তারপর হাতেকলমে ভালোভাবে পূরণ করে নিতে হবে। তারপর পূরণকৃত আবেদন ফর্মের সাথে দরকারি নথিপত্র যেমন – শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, জন্মের প্রমাণ পত্র, আধার কার্ড, ইত্যাদী জেরক্স করে সংযুক্ত করতে হবে। এরপর একটি মুখবন্দি খামে পুরে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।
আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা : The office of the additional director Central Government Health Scheme 6, Esplanade East,Kolkata -700069
আবেদন পত্র জমা করার শেষ তারিখ: আগামী ৩১/০৮/২০২৪।
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল নোটিস | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট | www.cghs.nic.in |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |