CMOH Murshidabad Recruitment 2024: আপনার যদি মেডিক্যাল ফিল্ডে কাজ করার স্বপ্ন থেকে, তাহলে আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ রয়েছে। চিফ মেডিক্যাল অফিসার অফ হেলথ(CMOH) মুর্শিদাবাদ এর পক্ষে থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে মোট ৬৭ টি পদে নিয়োগ করতে চাইছে। কীভাবে আবেদন করবেন, শূন্যপদ কত, বেতন কি, যোগ্যতা কি প্রয়োজন, এই নিয়ে বিস্তারিত জানতে অবশ্যই নিচে দেওয়া প্রতিবেদনটি পড়ুন।
CMOH Murshidabad Recruitment 2024: বিবরণ
পোষ্টের নাম: চিফ মেডিক্যাল অফিসার অফ হেলথ (CMOH) মুর্শিদাবাদ এর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের মোট ৬৭ টি পদে নিয়োগ করা হবে। যা নিচে পদের নাম সমিত শূন্যপদের সংখ্যার বিবরণ উল্লেখ করা হয়েছে।
শূন্যপদের সংখ্যা:
- AFHC মেডিক্যাল অফিসার জাতীয় স্বাস্থ্য মিশন – ০১ টি।
- অ্যাটেনডেন্ট (NRC) জাতীয় স্বাস্থ্য স্বাস্থ্য মিশন – ০১ টি।
- ফাসালিটি কনসালটেন্ট কোয়ালিটি মনিটরিং (জাতীয় স্বাস্থ্য মিশন) – ০১ টি।
- সিনিয়ার ট্রিটমেন্ট সুপারভাইজার (STS) NTEP – ০১ টি।
- সিনিয়ার যক্ষ্মা ল্যাবরেটরি সুপারভাইজার (STLS) NHM এর অধীনে NTEP – ০৩ টি।
- NHM এর অধীনে ল্যাবরেটরি টেকনিশিয়ান( NTEP) – ০২ টি।
- OST ষ্টাফ নার্স (WBSAP&CS)- ০১ টি।
- OST ডেটা ম্যানেজার (WBSAP&CS) – ০১ টি।
- ICTC কাউন্সেলর( WBSAP&CS) – ০১ টি।
- ICTC ল্যাব টেকনিশিয়ান ( WBSAP&CS) – ০৪ টি।
- ব্লাড ব্যাংক কাউন্সেলর (NHM)- ০২ টি।
- পৌরসভা হিসাব ব্যবস্থাপক ( NUHM) – ০১ টি।
- বিশেষজ্ঞ মেডিক্যাল অফিসার ( মেডিসিন ) – ০৭ টি।
- বিশেষজ্ঞ মেডিক্যাল অফিসার ( শিশুরোগ) – ০৭ টি।
- বিশেষজ্ঞ মেডিক্যাল অফিসার ( চক্ষু বিশেষজ্ঞ) – ০৭ টি।
- বিশেষজ্ঞ মেডিক্যাল অফিসার ( G&O) – ০৭ টি।
- NHM এর অধীনে NPCB&V1 এর চক্ষু সহকারী -০১ টি।
- মেডিক্যাল অফিসার ( জাতীয় স্বাস্থ্য মিশন) – ০৫ টি।
- AFHC মেডিক্যাল অফিসার জাতীয় স্বাস্থ্য মিশন – ০২ টি।
- কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট ( CHA) – NUHM – ১২ টি।
কি কি যোগ্যতা প্রয়োজন
এক্ষেত্রে যেহুতু অনেক গুলো পদ রয়েছে তাই সেই পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন। তাই নিচে প্রতিটি পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা তুলে ধরা হয়েছে।
- AFHC মেডিক্যাল অফিসার জাতীয় স্বাস্থ্য মিশন: এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোন একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করতে হবে।
- অ্যাটেনডেন্ট (NRC) জাতীয় স্বাস্থ্য স্বাস্থ্য মিশন: যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ সার্টিফিকেট অর্জন করতে হবে।
- ফাসালিটি কনসালটেন্ট কোয়ালিটি মনিটরিং (জাতীয় স্বাস্থ্য মিশন): যে কোনো একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস/ডেন্টাল/নার্সিং/স্বাস্থ্য ব্যবস্থাপনায় মাস্টার ডিগ্রি ইত্যাদী সমমানের ডিগ্রি অর্জন করতে হবে।
- সিনিয়ার ট্রিটমেন্ট সুপারভাইজার (STS) NTEP: এই পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই যে কোনো একটি বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।
- সিনিয়ার যক্ষ্মা ল্যাবরেটরি সুপারভাইজার (STLS) NHM এর অধীনে NTEP: এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের কোনো একটি বিশ্ববিদ্যালয় থেকে BMLT/ DMLT সহ স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।
- NHM এর অধীনে ল্যাবরেটরি টেকনিশিয়ান- এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পদার্থবিদ্যার রসায়ন জীববিদ্যা সহ পাশ এবং মেডিকেল ল্যাবরেটারি টেকনোলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।
- OST ষ্টাফ নার্স (WBSAP&CS)- এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের পশ্চিমবঙ্গের নার্সিং কাউন্সিলর সাথে নিম্বদিত প্রতিষ্ঠান থেকে GNM কোর্স কমপ্লিট করতে হবে।
- OST ডেটা ম্যানেজার (WBSAP&CS) – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোন একটি শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা ডিগ্রী অর্জন করতে হবে।
- ICTC কাউন্সেলর( WBSAP&CS)- এই পদে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের যে কোন একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে।
- ICTC ল্যাব টেকনিশিয়ান (WBSAP&CS) – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে বিএসসি করতে ডিগ্রি অর্জন করতে হবে।
- ব্ল্যাড ব্যাঙ্ক কাউন্সেলর( NHM)- এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোন একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞান/ সমাসবিজ্ঞান/ মানব উন্নয়ন ইত্যাদী বিষয়ে স্নাতোত্তর ডিগ্রি অর্জন করতে হবে।
- পৌরসভা হিসাব ব্যবস্থাপক (NUHM) – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের UGC স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.Com ডিগ্রি অর্জন করতে হবে।
- বিশেষজ্ঞ মেডিক্যাল অফিসার (মেডিসিন) – এই পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের যে কোন একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মেডিক্যাল কাউন্সিল সহ এমডি (মেডিসিন) কমপ্লিট করতে হবে।
- বিশেষজ্ঞ মেডিক্যাল অফিসার (শিশুরোগ) – এই পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের যে কোন একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মেডিক্যাল কাউন্সিল সহ এমডি (শিশুরোগ) কমপ্লিট করতে হবে।
- বিশেষজ্ঞ মেডিক্যাল অফিসার ( চক্ষু বিশেষজ্ঞ) – এই পদে আবেদন জন্য প্রার্থীদের যে কোন একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মেডিক্যাল কাউন্সিল সহ এমডি (চক্ষু বিশেষজ্ঞ) কমপ্লিট করতে হবে।
- বিশেষজ্ঞ মেডিক্যাল অফিসার (G&O) – এই পদে আবেদন জন্য প্রার্থীদের যে কোন একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মেডিক্যাল কাউন্সিল সহ এমডি (G&O) কমপ্লিট করতে হবে।
- NHM এর অধীনে NPCB&V1 এর চক্ষু সহকারী – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোন একটি স্বীকৃত ইনস্টিটিউট থেকে অপটোমেট্রি অথবা চক্ষু প্রযুক্তিতে দুই বছরের ডিপ্লোমা ডিগ্রী অর্জন করতে হবে।
- কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট ( CHA) – NUHM – যে কোনো একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ANM কোর্স কমপ্লিট করতে হবে।
- মেডিক্যাল অফিসার ( জাতীয় স্বাস্থ্য মিশন) – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের MCI স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করতে হবে।
- AFHC মেডিক্যাল অফিসার জাতীয় স্বাস্থ্য মিশন – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের MCI স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করতে হবে।
বয়স সীমা: এই নিয়োগের জন্য প্রার্থীদের বয়স সীমা পদ অনুযায়ী নিম্নরূপ তবে ১৮ থেকে ৬০ বছরের ভিতরে থাকা প্রার্থীরা এই সব পদ গুলির জন্য আবেদন করতে পারবেন। এই নিয়ে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
কীভাবে আবেদন করবেন
যে সকল প্রার্থীরা এই নিয়োগের জন্য আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি সহজ সরল ভাবে কমপ্লিট করার জন্য নিচে যে পদ্ধতি গুলি বলা হচ্ছে সেগুলি ফলো করুন।
- প্রথমে CMOH এর অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শন করুন।
- এরপর ব্যক্তিগত মোবাইল নাম্বার ও ইমেইল ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করুন।
- তারপর আপনার তৈরি করা আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করুন।
- এরপর হোম পেজে “নিয়োগ” অপশনটি খুঁজুন এবং সেটিতে ক্লিক করুন।
- তারপর দেখুন একটি নতুন পেজ আসবে সেখানে আপনার ব্যক্তিগত সমস্ত তথ্য প্রদান করে আবেদন ফর্মটি পূরণ করুন এবং দরকারি ডকুমেন্ট গুলি স্ক্যান করে আপলোড করুন।
- এরপর সবকিছু একবার ভালো ভাবে চেক করে সাবমিট অপশনে ক্লিক করে জমা করুন।
গুরুত্বপূর্ণ তারিখ:
- অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে – ২৮/০৮/২০২৪ তারিখে।
- অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হবে – ১৭/০৯/২০২৪ তারিখে।
প্রয়োজনীয় লিংক
অফিসিয়াল নোটিশ | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট | www.murshidabad.gov.in |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |