Department Of Agriculture Recruitment 2024: চাকরি প্রার্থীদের জন্য সুখবর। কৃষি বিভাগ (এগ্রিকালচার এন্ড ফার্মার ওয়েল ফেয়ার) এর মাধ্যমে বেশ কিছু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সমস্ত প্রার্থীরা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করেছেন তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। যে সকল প্রার্থীরা এই পদে চাকরি পাবেন তারা প্রতি মাসে বেতন হিসেবে পাবেন ৪৪,৯০০-১,৪২,৪০০ টাকা। এই পদে চাকরির জন্য আবেদন করা যাবে ৩১ শে মে ২০২৪ তারিখের মধ্যে অফলাইনের মাধ্যমে। তাহলে এখানে আবেদন করার পদ্ধতি সহ এই পদটির সম্পর্কে খুঁটিনাটি বিস্তারিত জেনেনিন এই প্রতিবেদনের মাধ্যমে।
Department Of Agriculture New Vacancy Details 2024 – Overview
নিয়োগ সংস্থা | কৃষি বিভাগ |
---|---|
পদের নাম | এগ্রিকালচার ইঞ্জিনিয়ার |
চাকরির ধরন | সরকারি চাকরি |
শূন্যপদ | ১ টি |
বেতন (₹) | ৪৪,৯০০-১,৪২,৪০০ |
চাকরির স্থান | সারা ভারত |
আবেদন মোড | অফলাইন |
ওয়েবসাইট | agriwelfare.gov.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
কৃষি বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্ৰকাশ ২০২৪ (Department Of Agriculture Recruitment 2024)
পদের নাম
কৃষি বিভাগ (এগ্রিকালচার এন্ড ফার্মার ওয়েল ফেয়ার) এর মাধ্যমে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে এগ্রিকালচার ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগের কথা বলা হয়েছে।
শূন্যপদের সংখ্যা
এগ্রিকালচার এন্ড ফার্মার ওয়েল ফেয়ারের মাধ্যমে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে শূন্যপদের সংখ্যা রয়েছে মোট ১ টি।
যোগ্যতা (Eligibility Criteria)
এগ্রিকালচার ইঞ্জিনিয়ার পদে আবেদনের জন্য প্রার্থীদের এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় ব্যাচেলার ডিগ্রী অর্জন করে থাকতে হবে। এর পাশাপাশি প্রার্থীদের অন্ততপক্ষে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বয়সসীমা (Age Limit)
প্রার্থীদের এই পদে আবেদন করতে গেলে সর্বোচ্চ বয়স হতে হবে ৫৬ বছর।
বেতন (Salary)
এগ্রিকালচার ইঞ্জিনিয়ার পদে যে সমস্ত প্রার্থীরা চাকরি পাবেন তারা প্রতি মাসে বেতন হিসেবে পাবেন ৪৪,৯০০-১,৪২,৪০০ টাকা।
আবেদন পদ্ধতি (Apply Process)
এগ্রিকালচার ইঞ্জিনিয়ার পদে আবেদন করা যাবে অফলাইন মোডে। আবেদন পত্র ডাউনলোড করার জন্য ভিজিট করতে হবে agriwelfare.gov.in এই ওয়েবসাইটটিতে। এরপর আবেদন পত্র ডাউনলোড করে সেটি সঠিকভাবে পূরণ করবার পরে প্রয়োজনীয় ডকুমেন্টস এর সাথে একটি খামের ভেতর ভরে নিচে দেওয়া অ্যাড্রেসে পাঠাতে হবে।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা- The Director, Central Farm Machinery Training and Testing lnstitute, Tractor Na8ar, P.O’Budni (Madhya Pradesh)- 466445 এই ঠিকানায় আগামী ৩১শে মে ২০২৪ তারিখের মধ্যে আবেদন পত্র পৌঁছাতে হবে।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
এগ্রিকালচার ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে এডুকেশন কোয়ালিফিকেশন এবং কাজের এক্সপেরিয়েন্সের উপর ভিত্তি করে।
আবেদন ফী
এই পদে আবেদনের জন্য কোনো ফী বরাদ্দ নেই।
আবেদনের শেষ তারিখ (Last Date)
আবেদনপত্র পৌঁছাতে হবে ৩১ শে মে ২০২৪ এর মধ্যে।
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
অফিসিয়াল বিজ্ঞপ্তি- Download PDF
অফিসিয়াল ওয়েবসাইট- agriwelfare.gov.in
বিস্তারিত পোস্টের খবর পেতে এই প্রয়োজনীয় লিংক গুলোতে প্রবেশ করুন
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |