DHFWS Darjeeling Recruitment 2024: রাজ্যের সকল এমবিবিএস, জিএনএম, এএনএম ডিগ্রি অর্জনকারী চাকরি প্রার্থীদের জন্য সাস্থ্য দপ্তরে বিরাট শূন্যপদে চাকরির সুযোগ। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার জেলা সাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে মোট ১৫৯ শূন্যপদে মেডিকেল অফিসার ও স্টাফ নার্স পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি। এখানে বেতন রয়েছে প্রতিমাসে ১৩,০০০/- থেকে ৬০,০০০/- টাকা। বয়স লাগবে ২১ বছর থেকে ৬৭ বছর পর্যন্ত। এই পদে চাকরি প্রার্থীরা আবেদন পত্র জমা করতে পারবে আগামী ২০ জানুয়ারি। তাহলে চলুন বেশি সময় নস্ট না করে জেনেনিন আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি।
DHFWS Darjeeling Recruitment 2024 Vacancy Details – Overview
নিয়োগ সংস্থা | জেলা সাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি দার্জিলিং (DHFWS Darjeeling) |
---|---|
পদের নাম | স্টাফ নার্স ও মেডিকেল অফিসার |
চাকরির ধরন | সরকারি চাকরি |
শূন্যপদ | ১৫৯ টি |
বেতন (₹) | ১৩,০০০-৬০,০০০/- |
চাকরির স্থান | দার্জিলিং, পশ্চিমবঙ্গ |
আবেদন মোড | হাঁটাচলা |
ওয়েবসাইট | darjeeling.gov.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
দার্জিলিং জেলার জেলা সাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্ৰকাশ ২০২৩ (DHFWS Darjeeling Recruitment 2024)
পদের নাম
বিজ্ঞপ্তি অনুসারে দার্জিলিং জেলার জেলা সাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে প্রকাশিত স্টাফ নার্স ও মেডিকেল অফিসার পদে নিয়োগ হবে।
শূন্যপদের সংখ্যা
এখানে সবমিলিয়ে ১৫৯ টি শূন্যপদে কর্মী নিয়োগ হবে।
যোগ্যতা (Eligibility Criteria)
এখানে আবেদন করার জন্য আবেদনকারী সকল চাকরি প্রার্থীদের কে যেকোনো সরকারি কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস, B.Sc, ANM, GNM, স্নাতকোত্তর, ডিগ্রি কমপ্লিট করতে হবে।
বয়সসীমা (Age Limit)
এখানে যে সমস্ত ইচ্ছুক চাকরি প্রার্থীরা আবেদন করার জন্য তাদের বয়স হতে হবে সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৬৭ বছর পর্যন্ত।
আবেদন পদ্ধতি (Apply Process)
দার্জিলিং জেলার জেলা সাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে আবেদনটি হবে হাঁটাচলা (walk in interview) মাধ্যমে। তাহলে এর জন্য চাকরি প্রার্থীরা darjeeling.gov.in অফিসিয়াল ওয়েবসাইট বা আমাদের এই প্রতিবেদনের নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে নোটিশ তথা আবেদন পত্রটি সংগ্রহ করে নিন। এরপর আবেদন পত্রটিতে চাকরি প্রার্থীর নাম, তার অভিভাবকের নাম, তার স্থানীয় ঠিকানা, তার জন্মতারিখ, তার শিক্ষাগত যোগ্যতা ও পরিচয় প্রমাণ পত্র, তার নিজের মোবাইল নাম্বার, এই সমস্ত তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করে নিবেন। তারপর আবেদন পত্র জমা করার তারিখে, ফিলাপ করা আবেদন পত্রটি একটি খামের মধ্যে ভরে নিবেন। এবং আবেদন পত্র জমা দেওয়ার নির্দিষ্ট ঠিকানায় সকাল সাড়ে দশটার আগে পৌঁছে যাবেন।
আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা- Office of the Chief Medical Officer of Health, Darjeeling & District Health & Family Welfare Samiti, Siliguri Mahakuma Parishad Building (2nd Floor), Hakimpara, Landmark-Near Bhutia Market, Siliguri-73400 এই ঠিকানায় আগামী ২০.০১.২০২৪ তারিখে পৌঁছে যাবেন।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
এখানে আবেদনকারী চাকরি প্রার্থীদের নিয়োগ হবে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে।
আবেদন ফী
এখানে আবেদন করার জন্য চাকরি প্রার্থীরা সম্পূর্ন বিনামূল্যে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ (Last Date)
দার্জিলিং জেলার জেলা সাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে চাকরি প্রার্থীরা আগামী ২০ জানুয়ারি ২০২৪ তারিখে তাদের অফিসে গিয়ে অবেদন পত্র জমা দিতে পারবে।
গুরুত্বপূর্ন তারিখ (Importent date)
বিজ্ঞপ্তি প্রকাশ | ০৫.০১.২০২৪ |
আবেদন পত্র জমা | ২০.০১.২০২৪ |
ওয়াক ইন ইন্টারভিউ | ১৯ ও ২০ জানুয়ারি |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
অফিসিয়াল বিজ্ঞপ্তি ও আবেদন পত্র | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট | darjeeling.gov.in |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |