DHFWS Recruitment 2024:সমস্ত চাকরী প্রার্থীদের জন্য একটি নতুন সুখবর রয়েছে। মেদিনপুর জেলা স্বাস্থ্য ও কল্যাণ সমিতির পক্ষ থেকে বিভিন্ন পদে নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আগ্রহ প্রার্থীরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন জানতে পারবেন। কিভাবে আবেদন করবেন? কারা কারা আবেদন করতে পারবেন? বয়স সীমা কি? নিয়োগ পদ্ধতি কি রয়েছে এই নিয়ে বিস্তারিত জানতে নিচে দেওয়া আর্টিকালটি মনযোগ সহকারে পড়ূন।
DHFWS Recruitment 2024 বিবরণ
পোস্টের নাম – পূর্বমেদনিপুর জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে আগ্রহ ও যোগ্য প্রার্থীদের বিভিন্ন পদে নিয়োগের করা হবে। যা নিচে পোস্টের নাম সহ শূন্যপদের বিবরন উল্লেখ্য করা হয়েছে।
শূন্যপদের সংখ্যা:
- ক্লিনিক্যাল মনোবৈজ্ঞানিক -১ টি
- কাউন্সেলর – ১ টি
- STLS – ১ টি
- এসটিএস -১ টি
- পরীক্ষাগার প্রকর্মী – ৩ টি
- স্যানিটারী অ্যাটেনডেন্ট- ১ টি
বেতন কাঠামো: আবেদনকারী প্রার্থীর উল্লিখিত পদ গুলিতে চাকরির জন্য নিযুক্ত হলে প্রতি মাসে ৩০০০০ /- পাবেন।
বয়স সীমা: আবেদনকারী প্রার্থীদের বয়স থাকতে হবে ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর।
শিক্ষাগত যোগ্যতা( Eligibility Criteria)
উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের বিভিন্ন রকম যোগ্যতার প্রয়োজন তবে সাধারণত উচ্চমাধ্যমিকে পাশ করলেই আবেদন করতে পারবেন। এই নিয়ে বিস্তারিত জানতে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
আবেদন কিভাবে করবেন
এই নিয়োগের জন্য আবেদন জানাতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে। এরজন্য আগ্রহ প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। তারপর আবেদন লিংকে ক্লিক করে আবেদন ফর্মটি ডাউনলোড করে A4 সাইজের প্রিন্ট আউট বের করতে হবে। এবং তারপর হাতেকলমে ভালোভাবে পূরণ করে নির্দিষ্ট ফি সমিত নির্দিষ্ট জায়গায় জমা করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা নিচে উল্লেখ করা হয়েছে।
আবেদন ফি: সাধারণ( Genaral) OBC – প্রার্থীদের জন্য ১০০/- টাকা এবং SC/ST/ – প্রার্থীদের জন্য ৫০/- টাকা । এই আবেদন ফি ডিমান্ড ড্রাফ্ট এর মাধ্যমে জমা করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ: আবেদন শুরু হয়েছে ২০/০৬/২০২৪ তারিখে। আবেদন প্রক্রিয়া শেষ হবে – ০৫/০৬/২০২৪ তারিখে।
নির্বাচন পদ্ধতি
এই নিয়োগের জন্য আবেদনকারী প্রার্থীদের চারটি পর্যায়ে নির্বাচন করা হবে।
- ১) লিখিত পরীক্ষা
- ২) কম্পিউটার টেস্ট
- ৩) ইন্টারভিউ
- ৪) নাথিযাচাই করন
আবেদন পত্র জমার টিকানা: আগ্রহ প্রার্থীদের ০৫ই জুলাই সন্ধ্যা ০৫ টার মধ্যে স্বাস্থ্য প্রধান মেডিক্যাল অফিসার অফিস, পূর্বমেদিনীপুর পিন -৭২১৬৩৬ আবেদন পত্রটি জমা করতে হবে।
প্রয়োজনীয় লিংক
অফিসিয়াল ওয়েবসাইট | purbamedinipur.gov.in |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |