DRDO JRF Recruitment 2024: দেশের সমস্ত কলেজ পাস করা বিটেক এম টেক ও ডিগ্রী কমপ্লিট করা প্রার্থীদের জন্য রইল চাকরির সুবর্ণ সুযোগ। ভারতবর্ষের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থায় জুনিয়র রিসার্চ ফেলো সহ বিভিন্ন পদে দারুন কাজের সুযোগ। এখানে সবমিলিয়ে মোট ০৮ টিরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। তাহলে এখানে আবেদন করার জন্য যোগ্য প্রার্থীদের আর কি কি যোগ্যতা চেয়েছে? আগ্রহীরা কিভাবে আবেদন করবেন? কত তারিখ অবদি আবেদন চলবে? নিয়োগ পদ্ধতি কি রয়েছে? প্রভৃতি প্রশ্নের সঠিক উত্তর জানতে চাইলে আগ্রহীদের কে এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবদি মনোযোগ সহকারে পড়তে হবে। তারপর বুঝে সুঝে আবেদন করতে হবে।
DRDO Recruitment 2024: বিবরণ
পদের নাম: ইলেকট্রনিক্স এনজিসি/এলার্টেনিন্ট কমার্সোওয়াটিয়ান ড্যাপ, Insuumsnineon Enge, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ার/ রাবার টেকনোলজি/ পলিমার, প্রযুক্তি/ ন্যানোপ্রযুক্তি/ উপাদান, সমুদ্রবিদ্যা/ মহাসাগর প্রযুক্তি/ আবহাওয়া, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও অপটো ইলেকট্রনিক্স পদ
মোট শূন্যপদ: অফিসিয়াল বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা উল্লেখ করা হয়েছে মোট ০৮ টি। তবে এখানে Insuumsnineon Enge ও অপটো ইলেকট্রনিক্স এই দুটি পদে শূন্যপদের সংখ্যা উল্লেখ করা হয়নি।
যোগ্যতার মানদণ্ড (DRDO JRF Recruitment 2024 Eligibility Criteria)
ভারতবর্ষের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থায় আবেদন করার জন্য যোগ্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা সম্পর্কে নিচের ছকে বিস্তারিত তুলে ধরা হয়েছে
পদের নাম | শিক্ষাগত যোগ্যতা | বয়সসীমা |
ইলেকট্রনিক্স এনজিসি/এলার্টেনিন্ট কমার্সোওয়াটিয়ান ড্যাপ | ইলেক্ট্রনিক্স ও ইঞ্জিনীয়ারিং এ বি.টেক | ২১ বছরের উর্ধ্বে |
Insuumsnineon Enge | কম্পিউটার সায়েন্সে বি.টেক | ২১ বছরের উর্ধ্বে |
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং | বেসিক সাইন্সে স্নাতকোত্তর ডিগ্রি | ২১ বছরের উর্ধ্বে |
কেমিক্যাল ইঞ্জিনিয়ার/ রাবার টেকনোলজি/ পলিমার | পলিমার টেকনোলজি, রাবার টেকনোলজি ও কেমিক্যাল engg তে বি.টেক | ২১ বছরের উর্ধ্বে |
প্রযুক্তি/ ন্যানোপ্রযুক্তি/ উপাদান | স্নাতকোত্তর ডিগ্রি | ২১ বছরের উর্ধ্বে |
সমুদ্রবিদ্যা/ মহাসাগর প্রযুক্তি/ আবহাওয়া | স্নাতকোত্তর ডিগ্রি | ২১ বছরের উর্ধ্বে |
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং | মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বি.টেক | ২১ বছরের উর্ধ্বে |
অপটো ইলেকট্রনিক্স | অপটো ইলেকট্রনিক্স এ বি.টেক | ২১ বছরের উর্ধ্বে |
আবেদন পদ্ধতি (DRDO JRF Recruitment 2024 Apply Prosess)
আগ্রহীদেরকে এখানে অফলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। সবার প্রথমে আগ্রহ প্রার্থীরা বিআরডিও এর অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন। তারপর রিক্রুটমেন্ট অথবা কেরিয়ার অপশনে ক্লিক করে অফিশিয়াল নোটিশদের ডাউনলোড করবেন। তারপর ভালোভাবে পড়ে বুঝবেন। তারপর আগ্রহী প্রার্থীর প্রয়োজনীয় নথিপত্র গুলো একসাথে গুছিয়ে নিয়ে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাবেন সকাল দশটার আগে।
নির্দিষ্ট ঠিকানা: আগ্রহীদের কে Post To The Director, NPOL, Thrikakkara P.O., Kochi, Pin- 682021 এই ঠিকানায় নিজে গিয়ে জমা করতে হবে।
আবেদন তারিখ: অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গত ২০/০৭/২০২৪ তারিখে। এই তারিখ থেকে শুরু করে আগামী ৩০ দিনের মধ্যে আগ্রহীদের কে আবেদন পত্র জমা করতে হবে।
আবেদন পদ্ধতি ও আবেরক তারিখ সম্পর্কে আরো বিস্তারিত ভাবে জানতে হলে অফিসিয়াল নোটিশ টি ভালোভাবে পড়ুন।
নিয়োগ পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় নথিপত্র জমা পড়ার পর একটি শর্টলিস্ট বেরোবে, শর্টলিস্টের ভিত্তিতে ইন্টারভিউ নেওয়া হবে। এই ইন্টারভিউয়ের মাধ্যমে ইচ্ছুক প্রার্থীদের চাকরিতে নির্বাচিত করা হবে।
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল নোটিস | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট | drdo.gov.in |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |