Durgapur Steel Authority Of India Limited Recruitment 2024: পশ্চিমবঙ্গের যে সকল ইচ্ছুক চাকরি প্রার্থীরা দিনের পর দিন চাকরির খোঁজ করছেন তাদের জন্য আজকের এই প্রতিবেদনে রইল চাকরির সুবর্ণ সুখবর। গতকাল দুর্গাপুর স্টীল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষথেকে GDMO ও স্পেশালিস্ট এর বেশ কয়েকটি বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এখানে ভারতের যেকোনো রাজ্যের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তাহলে এখানে মোট শূন্যপদের সংখ্যা কত? কারা কারা এই পদে আবেদন যোগ্য? আবেদন প্রক্রিয়া কি? নিয়োগ প্রক্রিয়া কি? এসব নিয়ে বিস্তারিত জানতে চাইলে এই নিবন্ধটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।
SAIL Durgapur Recruitment 2024: বিবরণ
পদের নাম ও সংখ্যা:- দুর্গাপুর স্টীল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষথেকে GDMO ও স্পেশালিস্ট এর বেশ কয়েকটি বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার সম্পর্কে নিচে তালিকায় বিস্তারিত উল্লেখ করা হল
- স্পেশালিস্ট (রেডিওলজি)- ০২ টি
- স্পেশালিস্ট (অপথালমোজি)- ০১ টি
- স্পেশালিস্ট (সার্জারি)- ০২ টি
- স্পেশালিস্ট (গাইনার & ওবিএসটি)- ০১ টি
- স্পেশালিস্ট (ওএইচএস)- ০১ টি
- স্পেশালিস্ট (অনেথেসিওলজি)- ০১ টি
- জিডিএমও- ১০ টি
- জিডিএমও (ডেন্টাল)- ০১ টি
যোগ্যতার মানদণ্ড: SAIL Durgapur Recruitment 2024
শিক্ষাগত যোগ্যতা:- দুর্গাপুর স্টীল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষথেকে GDMO ও স্পেশালিস্ট পদে আবেদন করার জন্য যোগ্য প্রার্থীদের কে যেকোনো সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এমবিবিএস ও বিডিএস ডিগ্রি সম্পন্ন করতে হবে।
বয়সসীমা:- দুর্গাপুর স্টীল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষথেকে GDMO ও স্পেশালিস্ট পদে সর্বোচ্চ ৬৯ বছরের প্রার্থীরা আবেদন করতে পারবেন ।
আবেদন করার পদ্ধতি (Durgapur Steel Authority Of India Limited Recruitment 2024)
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কে অনলাইনের মাধ্যমে আবেদন পদ্ধতি সম্পন্ন করতে হবে।
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করবেন।
- এরপরে আবেদন লিংক ক্লিক করে আবেদনকারীর প্রয়োজনীয় তথ্য দিয়ে ভুলত্রুটি না করে আবেদন ফর্মটি অনলাইনের মাধ্যমে নথিভুক্ত করবেন।
- এরপরে যা যা প্রয়োজনীয় নথিপত্র গুলো লাগছে সেগুলো স্ক্যান করে আপলোড করবেন।
- এরপরে সাবমিট করার অপশনে ক্লিক করে আবেদনটি সম্পন্ন করে দিবেন।
আবেদন তারিখ: দুর্গাপুর স্টীল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের GDMO ও স্পেশালিস্ট পদে আবেদনটি ১৯/০৮/২০২৪ তারিখ পর্যন্ত চলবে। তারপর ২১, ২২ ও ২৩ আগস্ট ২০২৪ তারিখে ওয়াক ইন ইন্টারভিউ হবে।
নিয়োগ প্রক্রিয়া (How To Selection Process SAIL Durgapur Recruitment 2024)
দুর্গাপুর স্টীল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের GDMO ও স্পেশালিস্ট পদে আবেদন করার যোগ্য প্রার্থীদের পাশ নম্বর ও তাদের অভিজ্ঞতার ভিত্তিতে ওয়াক ইন ইন্টারভিউ হবে। এই ইন্টারভিউয়ে যারা পাশ হবেন তাদের সরাসরি চাকরিতে নির্বাচিত করা হবে।
প্রয়োজনীয় লিংক
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
আবেদন লিংক | Apply Now |
অফিসিয়াল ওয়েবসাইট | sailcareers.com |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |