প্রত্যেক ছাত্র ছাত্রীর পড়া শোনার পাশাপাশি কিছু টাকা রোজগার করতে চান। কিন্তু কিভাবে করবেন তা জানেন না। আর ভাবার দরকার নেই, মাত্র 30 মিনিটের একটি কোর্স করুন এবং বাড়ি থেকে শুধু মাত্র মোবাইল ফোন এর মাধ্যমে রোজগার করুন লক্ষ লক্ষ টাকা। কি কোর্স করতে হবে, কোর্সের জন্য কিভাবে আবেদন করবেন,কিভাবে রোজগার করবেন, বিস্তীর্ণ জানতে নিচে দেওয়া বিজ্ঞপ্তি দেখুন।
কি কোর্স করতে হবে?
কোর্সটির নাম হচ্ছে google অ্যানালিটিক্স এই কোর্স টি অনলাইনে মাধ্যমে শিখতে হবে। মাত্র 30 মিনিটের একটি কোর্স এবং কোর্স টি কমপ্লিট করার পর একটি সার্টিপিট দেওয়া হবে যেটি দিয়ে আপনি লক্ষ লক্ষ টাকা রোজগার করতে পারেন। তাহলে আর দেরি কিসের আজই শিখুন কিভাবে কোর্সটি করবেন।
কোর্সের জন্য আবেদন কিভাবে করবেন ?
ছাত্র ছাত্রীদের প্রথমে গুগল ক্রোমে গিয়ে Great learning লিখে সার্চ করুন এরপর উপরের ওয়েবসাইট টি ওপেন করুন। তারপর নিজের মোবাইল নাম্বার ও বিভিন্ন প্রয়োজনীয় তথ্য দিয়ে একটি একাউন্ট খুলে নিন। এরপর সার্চ অপশনে ক্লিক করে ” Google Analytics” লিখুন। এরপর নতুন কোর্সের জন্য আবেদন করুন
আবেদন ফি: এই কোর্সে আবেদন করার জন্য কোনো টাকা লাগবে না।
সার্টিফিকেট কিভাবে পাবেন
কোর্সে এর জন্য যে সকাল ভিডিও গুলি রয়েছে সেগুলি সম্পূর্ণ ভালোভাবে দেখুন। এরপর দ্বিতীয় পেজ থাকা কুইজ টি ওপেন করুন এবং কুইজ এ যে সকল প্রশ্ন রয়েছে সেগুলির উত্তর দিন। সকল উত্তর সঠিক দেওয়ার জন্য কোর্সে দেওয়া ভিডিও গুলি ভালোভাবে দেখুন।
কুইজ এ পাস করলেই নিচে থাকা সার্টিফিকেটের অপসেনটি খুলে যাবে। সেখান থেকে সার্টিফিকেট টি ডাউনলোড করে নিন।
কোথায় গিয়ে কাজ করবেন:
বর্তমানে ডিজিটাল যুগে যারা গুগল অ্যানালিটিক্স এর কাজ জানে তাদের চাহিদা ক্রমাগত বাড়ছে। সুতরাং, কোর্স থেকে যে সার্টিফিকেট টি পেয়েছেন সেটিকে কাজে লাগিয়ে ” Fiverr” কিংবা upwork নামক ওয়েবসাইট এ যান এবং সেখানে আপনার যোগ্যতা দিয়ে একটি প্রোফাইল বানান। আপনার যোগ্যতা দেখে লোক কাজের জন্য আপনের কাছে আসবেন।
প্রতিদিন কত টাকা রোজগার করতে পারবেন?
গুগল এনালাক্টিস হলো একটি একটি গুরুত্বপূর্ণ টুল যা অনলাইন ব্যবসা ও তথ্য বিশ্লেষণে ব্যবহৃত হয়। এবং গুগল এনালাক্টিস চাহিদা মার্কেটে প্রচুর পরিমানে রয়েছে ফলে আপনি এটিকে কাজ লাগিয়ে প্রতিদিন 1200 থেকে 1500 টাকা উপার্জন করতে পারবেন। তবে সবকিছু নির্ভর করছে আপনার কাজের উপর।