ECHS Recruitment 2024: এক্স-সার্ভিসম্যান কন্ট্রিবিউটরি হেলথ স্কিম এর মাধ্যমে বেশ কিছু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ECHS এর তরফে। যে সকল প্রার্থীরা পূর্বে হেলথ ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন তারা এই সকল পদের জন্য আবেদন করতে পারবেন। যে সমস্ত প্রার্থীরা এই পদগুলিতে চাকরি পাবেন তারা প্রতি মাসে বেতন হিসেবে ১৬৮০০ থেকে সর্বোচ্চ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন। অ্যাপ্লিকেশন করা যাবে অফলাইন মোডে। বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় ৩০ শে এপ্রিলের মধ্যে এপ্লিকেশন পৌঁছানো বাধ্যতামূলক। বিস্তারিত তথ্যের জন্য আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।
ECHS Recruitment 2024 – Overview
নিয়োগ সংস্থা | এক্স-সার্ভিসম্যান কন্ট্রিবিউটরি হেলথ স্কিম (ECHS) |
---|---|
পদের নাম | মেডিকেল অফিসার, ডেন্টাল অফিসার, ফার্মাসিস্ট |
চাকরির ধরন | সরকারি চাকরি |
শূন্যপদ | ১০১ টি |
বেতন (₹) | ১৬,৮০০-৭৫,০০০/- |
চাকরির স্থান | দানাপুর, বিহার |
আবেদন মোড | অফলাইন |
ওয়েবসাইট | www.echs.gov.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
ECHS এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্ৰকাশ ২০২৪ (ECHS Recruitment 2024)
পদের নাম
এক্স-সার্ভিসম্যান কন্ট্রিবিউটরি হেলথ স্কিম এর মাধ্যমে বিভিন্ন বিভাগের কর্মী নিয়োগ করা হবে যেমন মেডিকেল অফিসার, ডেন্টাল অফিসার, রেডিওগ্রাফার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ফিজিওথেরাপিস্ট, ফার্মাসিস্ট প্রভৃতি।
শূন্যপদের সংখ্যা
এক্স-সার্ভিসম্যান কন্ট্রিবিউটরি হেলথ স্কিম এর মাধ্যমে যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী শূন্যস্থানের সংখ্যা রয়েছে ১০১ টি।
যোগ্যতা (Eligibility Criteria)
বিজ্ঞপ্তি অনুসারে বলা যেতে পারে যে বিভিন্ন বিভাগের জন্য বিভিন্ন ধরনের যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। যেমন মেডিকেল অফিসার পদের জন্য এমবিবিএস ডিগ্রি থাকা বাধ্যতামূলক। আবার বিডিএস ডিগ্রী থাকতে হবে ডেন্টাল অফিসারের জন্য। তবে সমস্ত ক্ষেত্রেই কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
বয়সসীমা (Age Limit)
এই পদগুলির জন্য আবেদন করতে গেলে প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৫৩ বছর।
বেতন (Salary)
এক্স-সার্ভিসম্যান কন্ট্রিবিউটরি হেলথ স্কিম এর পরীক্ষার মাধ্যমে যে সমস্ত প্রার্থীরা এই পদগুলিতে চাকরি পাবেন তারা প্রতি মাসে ১৬ হাজার ৮০০ টাকা থেকে ৭৫ হাজার টাকা পর্যন্ত মাইনে পাবেন।
আবেদন পদ্ধতি (Apply Process)
এক্স-সার্ভিসম্যান কন্ট্রিবিউটরি হেলথ স্কিম এর মাধ্যমে যে সকল পদগুলিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে এই সমস্ত পদে আবেদন করা যাবে অফলাইনের মাধ্যমে। প্রথমে www.echs.gov.in ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে নিতে হবে। সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস এর সাথে ফার্মটি পাঠাতে হবে পোস্টাল এড্রেস এর মাধ্যমে।
আবেদন ফর্ম পাঠানোর এড্রেসটি হল- J2PM+7H8, Danapur Main Road, Danapur, Danapur Cantt, Bihar 801503, India.
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে প্রার্থী বাছাই হবে ইন্টারভিউ এর মাধ্যমে।
আবেদন ফী
এক্স-সার্ভিসম্যান কন্ট্রিবিউটরি হেলথ স্কিম এর মাধ্যমে যে পদগুলিতে নিয়োগ চলছে সেখানে আবেদনের জন্য কোনো মূল্য নির্ধারণ করা হয়নি।
আবেদনের শেষ তারিখ (Last Date)
আবেদনের শেষ তারিখ হিসেবে নির্বাচন করা হয়েছে ৩০ শে এপ্রিল ২০২৪ তারিখটিকে।
গুরুত্বপূর্ন তারিখ (Importent date)
আবেদন শেষ | ৩০ এপ্রিল ২০২৪ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
অফিসিয়াল বিজ্ঞপ্তি- Download PDF
আবেদন লিংক- Apply Now
বিস্তারিত পোস্টের খবর পেতে এই প্রয়োজনীয় লিংক গুলোতে প্রবেশ করুন
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |