Eklavya Model School Recruitment 2024: যে সকল চাকরী প্রার্থীদের মাস্টার হবার স্বপ্ন ছিল, তাদের সেই স্বপ্ন পূরণ করার বিশাল সুযোগ রয়েছে। একলব্য মডেল স্কুলে তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে প্রার্থীদের বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ করতে চাইছে। কিভাবে আবেদন করবেন, কী কী যোগ্যতা চাওয়া হয়েছে, বয়স সীমা, মাসিক বেতন, নির্বাচন প্রক্রিয়া এই নিয়ে খুঁটিনাটি জানতে নিচে দেওয়া প্রতিবেদনটি পড়ুন।
Eklavya Model School Recruitment 2024: বিবরণ
পদের নাম: Chemistry TGT, Santali TGT, History TGT
শূন্যপদের সংখ্যা: মোট ০৩ টি শূন্যপদ রয়েছে
মাসিক বেতন: উপরে দেওয়া তিনটি পদে যে সকল প্রার্থীরা চাকরির জন্য নির্বাচিত হবে তাদের মাসিক ১২,০০০/- টাকা করে প্রদান করা হবে।
কী কী যোগ্যতা প্রয়োজন
এখানে যেহুতু তিনটি আলাদা আলাদা পদ রয়েছে, সেই অনুযায়ী অবশ্যই পদ অনুযায়ী আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে যা নিচে পদের নাম সমিত বিস্তারিত ভাবে ব্যাখ্যা করা হয়েছে।
- Chemestriy TGT: এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.SC তে অনার্স পাশ করতে হবে।একইসঙ্গে NCTE অনুমোদিত যে কোনো জায়গা থেকে B.Ed ডিগ্রি অর্জন করতে হবে।
- Santali TGT: এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাঁতালি ভাষায় অনার্স পাশ করতে হবে। একইসঙ্গে NCTE অনুমোদিত যে কোনো জায়গা থেকে B.Ed ডিগ্রি অর্জন করতে হবে।
- History TGT: এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে অনার্স পাশ করতে হবে।একইসঙ্গে NCTE অনুমোদিত যে কোনো জায়গা থেকে B.Ed ডিগ্রি অর্জন করতে হবে।
বয়স সীমা: আবেদনকারী প্রার্থীর বয়স ০১/০১/২০২৪ তারিখ অনুযায়ী সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩৮ বছরের মধ্যে হতে হবে।
কিভাবে আবেদন করবেন
উল্লেখিত পদ গুলিতে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের আবেদন পত্র নথিভুক্ত করতে হবে অফলাইন মোডে। তারজন্য প্রার্থীদের এপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে হবে যা এই প্রতিবেদনের নিচে দেওয়া হয়েছে। তারপর A4 সাইজের প্রিন্ট আউট বের করতে হবে। এরপর সেই আবেদন পত্রের খালি জায়গা গুলিতে আপনার সমস্ত বিবরণ দিয়ে নির্ভুলভাবে পূরণ করতে হবে এবং সঙ্গে দরকারি ডকুমেন্ট গুলির জেরক্স কপি যুক্ত করতে হবে। তারপর একটি মুখ বন্দি খামে ভর্তি করে নির্দিষ্ট সময়ের মধ্যে নিচে দেওয়া ঠিকানায় জমা করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ০৫/১১/২০২৪
আবেদন পত্র জমা করার স্থান: Office of the PO- cum- DWO, BCW & TD, Paschim Bardhaman, 1st Floor/2nd Floor, SDO Office Building Asansol Pin – 713304
নির্বাচন প্রক্রিয়া
উল্লেখিত পদ গুলিতে আবেদনকারী প্রার্থীদের প্রথমে তাদের শিক্ষাগত যোগ্যতার মার্কস দেখে একটি লিস্ট তৈরি করা হবে। সেই লিস্ট অনুযায়ী প্রার্থীদের একটি ইন্টারভিউ নেওয়া হবে। সেই ইন্টারভিউতে যে সকল প্রার্থীরা পাশ করবে তাদের চাকরির জন্য নির্বাচিত করা হবে।
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল নোটিস | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট | paschimbardhaman.gov.in |
আবেদন পত্র | Download now |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |