FCI Recruitment 2024: যে সকল আগ্রহী প্রার্থীরা নুন্যতম অষ্টম শ্রেণী পাশ করে চাকরি খুঁজছেন, তাদের জন্য দারুন সুখবর। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (FCI)একাধিক শূন্যপদে ওয়াচম্যান, ম্যানেজার সহ আরো বেশ কয়েকটি বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। যদি আগ্রহী প্রার্থীরা এই পদে আবেদন করার ইচ্ছুক হন তাহলে আর সময় নষ্ট না করে এক্ষুনি জেনেনিন শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত।
Food Corporation Of India Recruitment 2024: বিবরণ
পদের নাম: এখানে যেসব বিভাগে কর্মী নিয়োগ করা হবে সেই সব পদের নাম নিচে তালিকায় উল্লেখ করা হল-
- ম্যানেজার
- জুনিয়র ইঞ্জিনিয়ার
- স্টেনোগ্রাফার গ্রেড Il
- টাইপিস্ট
- সহকারী গ্রেড III
- ওয়াচম্যান
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমার মানদণ্ড
শিক্ষাগত যোগ্যতা: ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষথেকে প্রকাশিত পদগুলোতে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন যেকোনো সরকারি স্কুল থেকে নুন্যতম অষ্টম শ্রেণী পাশ এবং কলেজ অথবা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি, হিন্দি ভাষায় ডিগ্রি, স্নাতক ডিগ্রি ও ডিপ্লোমা।
বয়সসীমা: ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষথেকে প্রকাশিত পদগুলোতে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছরের নিম্নে হতে হবে।
আবেদন পদ্ধতি (FCI Recruitment 2024 Apply Prosess)
ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষথেকে প্রকাশিত পদগুলোতে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তাহলে দেখুন আবেদন পদ্ধতি
- প্রথমে FCI এর অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন (www.recruitmentfci.in)
- তারপর আবেদন লিংকে ক্লিক করে আগ্রহী প্রার্থীর নাম, ঠিকানা সহ প্রয়োজনীয় তথ্য গুলো অনলাইনের মাধ্যমে নথিভুক্ত করবেন।
- তারপর প্রয়োজনীয় নথিপত্র গুলো স্ক্যান করে আপলোড করবেন।
- তারপর সাবমিট বাটনে ক্লিক করে আবেদনটি সম্পন্ন করে দিবেন।
নিয়োগ প্রক্রিয়া (FCI Recruitment 2024 Selection Process)
আগ্রহী প্রার্থীদের ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষথেকে প্রকাশিত পদগুলোতে যে পদ্ধতিতে চাকরির জন্য নির্বাচিত করা হবে তার সম্পর্কে নিচে বিস্তারিত উল্লেখ করা হল-
- আগ্রহীদের এখানে প্রথমে ২০০ নম্বরের প্রিলিমিনারী পরীক্ষা নেওয়া হবে ৪ টি ভাগে, যেমন- যুক্তির ক্ষমতা, ইংরেজি ভাষা, সংখ্যাগত যোগ্যতা ও সাধারণ অধ্যয়ন পরীক্ষা।
- এরপর ১২০ নম্বরের মেইন পরীক্ষা নেওয়া হবে ৪ টি পেপারে। পেপার ১,২,৩ ও ৪। এখানে আগ্রহী প্রার্থীরা সময় পাবে মাত্র ৯০ মিনিট।
প্রয়োজনীয় লিঙ্ক
আবেদন লিঙ্ক | Apply Online |
অফিসিয়াল ওয়েবসাইট | www.recruitmentfci.in |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |