সরকারি চাকরির প্রতীক্ষায় থাকা সকল প্রার্থীদের একটি বড়ো চাকরির সুযোগ। বিগত কিছু দিন আগে ভারতীয় পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক (GDS) পদে নতুন করে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছিল। যেখানে মোট ৪৪,২২৮ টি শূন্যপদ রয়েছে বলে জানিয়েছিলেন। কিন্ত জেলা ভিত্তিক কতগুলি শূন্যপদ রয়েছে সেটি উল্লেখ করেনি, আগামী ১৫ ই জুলাই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নিয়ে একটি পিডিএফ ফাবলিশ হয়। আজ আমরা সেই পিডিএফ অনুযায়ী জেলা ভিত্তিক কতগুলি শূন্যপদ রয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানবো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ূন।
GDS Vacency List In 2024
পোস্ট অফিসে এর পক্ষ থেকে (GDS) পদে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। সেখানে ওয়েস্টবেঙ্গল থেকে মোট ২৫১৪ টি শূন্যপদ রয়েছে। যা নিচে জেলা অনুযায়ী শূন্যপদের সংখ্যার বিবরণ উল্লেখ করা হয়েছে।
- A N Island বিভাগ- ৪৪ টি
- আসানসোল বিভাগ – ৫৫ টি
- বাঁকুড়া বিভাগ – ১৯০ টি
- বারাসাত বিভাগ – ১৬৫ টি
- বীরভূম বিভাগ -১০
- বীরভূম বিভাগ – ১০২ টি
- বারিউইপুর বিভাগ – ২২৩ টি
- ব্যারাকপুর বিভাগ – ২০ টি
- কনটাই বিভাগ – ৮৭ টি
- কোচবিহার বিভাগ – ৭৭ টি
- উত্তর দিনাজপুর বিভাগ – ৭৭ টি
- তমলুক বিভাগ – ১২৯ টি
- দক্ষিণ কলকাতা বিভাগ – ৫ টি
- সিকিম বিভাগ – ৩৫ টি
- RMS Sg বিভাগ ১০ টি
- RMS WB বিভাগ – ১০ টি
- RMS H বিভাগ – ৩ টি
- পুরুলিয়া বিভাগ – ১৩৮ টি
- নাদিয়া দক্ষিন বিভাগ – ৪৭ টি
- নাদিয়া নর্থ বিভাগ – ১০৮ টি
- দার্জিলিং বিভাগ – ২১ টি
- হুগলী উত্তর বিভাগ – ৭২ টি
- হুগলী দক্ষিন বিভাগ – ৫৫ টি
- হাওড়া বিভাগ – ৬০ টি
- জলপাইগুড়ি বিভাগ – ৫২ টি
- কলকাতা পূর্ব বিভাগ- ১ টি
- কলকাতা উত্তর বিভাগ- ২১ টি
- কলকাতা RMS বিভাগ – ৬ টি
- মালদা বিভাগ – ১২২ টি
- মেদিনীপুর বিভাগ – ১৬৮ টি
- মুর্শিদাবাদ বিভাগ – ১৯৮ টি
এই শূন্যপদ গুলোতে আবেদন করার জন্য নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে। এবং অনলাইন আবেদন প্রক্রিয়ার মাধ্যমে আগ্রহ প্রার্থীদের বিভিন্ন তথ্য দিয়ে আবেদন করতে হবে। এরপর লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউতে পাশ করলে তবে চাকরির জন্য নির্বাচিত হবে। এই নিয়ে আরো বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করে (GDS) Recruitment 2024 আর্টিকেল টি পড়ে দেখতে পারেন।
প্রয়োজনীয় লিংক
অফিসিয়াল নোটিশ | Download PDF |
আবেদন লিংক | Apply Now |
অফিসিয়াল ওয়েবসাইট | www.indiapost.gov.in |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |