Goa Airport Recruitment 2024: মাধ্যমিক পাশের সকল চাকরি প্রার্থীদের জন্য এয়ারপোর্টে চাকরির সুবর্ণ সুযোগ। গোয়া এয়ারপোর্টের তরফে নতুন করে বিভিন্ন বিভাগে শতাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মাসিক বেতন দেওয়া হবে সর্বোচ্চ ৪৫,০০০/- টাকা। তাহলে যেসব আগ্রহীরা এখানে আবেদন জানাবেন ভাবছেন তারা অতিশীঘ্রই আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, বেতন, বয়স ও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনেনিন বিস্তারিত।
AIASL Goa Airport Recruitment 2024: বিবরণ
পদের নাম ও শূন্যপদের সংখ্যা ও বেতন কাঠামো: গোয়া এয়ারপোর্টের তরফে প্রকাশিত পদগুলোর নাম, শূন্যপদের সংখ্যা ও বেতন কাঠামোর বিবরণ নিচে তালিকায় বিস্তারিত উল্লেখ করা হয়েছে-
- ডিউটি ম্যানেজার : ০৪ টি শূন্যপদ এবং প্রতিমাসে ৪৫,০০০ টাকা বেতন
- ডিউটি অফিসার : ০৩ টি শূন্যপদ এবং প্রতিমাসে ৩২,০০০ টাকা বেতন
- সুপারভাইজার: ০৩ টি শূন্যপদ এবং প্রতিমাসে ৩২,০০০ টাকা বেতন
- জুনিয়র অফিসার (গ্রাহক পরিষেবা) : ০৫ টি শূন্যপদ এবং প্রতিমাসে ২৯,৭৬০ টাকা বেতন
- জুনিয়র অফিসার (টেকনিক্যাল) : ০৭ টি শূন্যপদ এবং প্রতিমাসে ২৯,৭৬০ টাকা বেতন
- জুনিয়র সুপারভাইজার: ০৪ টি শূন্যপদ ২৯,৭৬০ টাকা বেতন
- সিনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ: ২৭ টি শূন্যপদ এবং প্রতিমাসে ২৬,০১০ টাকা বেতন
- কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ: ৫৭ টি শূন্যপদ এবং প্রতিমাসে ২৪,৯৬০ টাকা বেতন
- জুনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ: ৪০ টি শূন্যপদ এবং প্রতিমাসে ২১,২৭০ টাকা বেতন
- সিনিয়র র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ : ০৪ টি শূন্যপদ এবং প্রতিমাসে ২৬,০১০ টাকা বেতন
- র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ : ১৮ টি শূন্যপদ এবং প্রতিমাসে ২৪,৯৬০ টাকা বেতন
- ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার : ৩৯টি শূন্যপদ এবং প্রতিমাসে ২৪,৯৬০ টাকা বেতন
- হ্যান্ডিম্যান : ১৭৭ টি শূন্যপদ এবং প্রতিমাসে ২১,২৭০ টাকা বেতন
- হ্যান্ডিওম্যান : ৩৭ টি শূন্যপদ এবং প্রতিমাসে ১৮,৮৪০ টাকা বেতন
যোগ্যতার মানদণ্ড
এখানে আবেদন করার ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক।
বয়সসীমা: এখানে আবেদন করার ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের বয়সসীমা চাওয়া হয়েছে সর্বোচ্চ ২৮-৫৫ বছর।
আবেদন পদ্ধতি
গোয়া এয়ারপোর্টের পক্ষথেকে প্রকাশিত পদগুলোতে আবেদন জানাতে হবে অফলাইনের মাধ্যমে। তাহলে দেখুন আবেদন করার পদ্ধতি।
- সবার প্রথমে গোয়া এয়ারপোর্টের অফিসিয়াল পোর্টালে যাবেন।
- তারপর রিক্রুটমেন্ট অথবা ক্যারিয়ার অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মটি সংগ্রহ করবেন।
- তারপর আবেদন ফরমে যোগ্য প্রার্থীর নাম, ঠিকানা সহ যাবতীয় তথ্য গুলো দিয়ে ভালোভাবে ফিলাপ করবেন এবং এরসাথে প্রয়োজনীয় নথিপত্র গুলো জেরক্স করে একটি মুখবন্ধ খামে ভরে নিবেন।
- তারপর উল্লেখিত ঠিকানায় নিজে গিয়ে জমা করে দিবেন।
নির্দিষ্ট ঠিকানা: আবেদনকারীদেরকে হোটেল দ্য ফ্লোরা গ্র্যান্ড, ভাদেম লেকের কাছে, ভাস্কো-দা-গামা, গোয়া – ৫০৩৮০২ এই ঠিকানায় অ্যাপ্লিকেশন ফর্ম জমা হবে এবং ইন্টারভিউ নেওয়া হবে।
আবেদনের সময়সীমা: ওয়েস্ট বেঙ্গল সিআইডি এর পদগুলিতে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে গত ১১ জুলাই ২০২৪ তারিখে এবং শেষ হবে আগামী ১০ আগস্ট ২০২৪ তারিখে।
নিয়োগ প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের এখানে ড্রাইভিং টেস্ট, প্রযুক্তিগত জ্ঞান পরীক্ষা, শারীরিক সহনশীলতা পরীক্ষা, ট্রেড টেস্ট ও ভার্চুয়াল ইন্টারভিউর উপর ভিত্তি করে চাকরিতে নিয়োগ করা হবে।
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট | www.aiasl.in |
আবেদন লিংক | Apply now |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |