Google Job Vacancy 2024: এখনকার দিনে গুগলের নাম হয়তো সকলেই জানেন, তবে গুগলের নাম জানেন না বা গুগলের সম্বন্ধে জানেন না এরকম মানুষ খুঁজে বের করা খুবই কঠিন। কারণ আমরা যেকোনো বিষয়ে জানতে হলে আগে গুগলে এসে সার্চ করে দেখি। সেই জন্যে আজ কালের দিনে গুগল পৃথিবীর নম্বর ০১ সার্চ প্ল্যাটফর্ম। সেই জন্যে গুগলে চাকরি করার সবার সপ্ন থাকে। কিন্তু কিভাবে চাকরি পাবেন? তাদের কিভাবে নিয়োগ করবে গুগল? তারা কিভাবে আবেদন করবেন? আবেদন করার জন্য কত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও দক্ষতার প্রয়োজন? এই নিয়েই খুঁটিনাটি বিস্তারিত আলোচনা করলাম আমাদের আজকের প্রতিবেদনে।তাহলে আগে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন তারপর আবেদন করুন।
Google Job Vacancy 2024 – Overview
নিয়োগ সংস্থা | |
---|---|
পদের নাম | Various |
শূন্যপদ | ৪ টি |
বেতন (₹) | ৪৪ লক্ষ থেকে ২ কোটি ৮০ লক্ষ |
চাকরির স্থান | সারা ভারত |
আবেদন মোড | অনলাইন |
ওয়েবসাইট | www.google.com |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
Google এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্ৰকাশ ২০২৪ (Google Job Vacancy 2024)
পদের নাম
Google এর পক্ষ থেকে যোগ্য প্রার্থীদের Legal Head, Director of Engineering at Search Discover, Director at YouTube Trust Safety Team, Google Cloud VMware Principal Engineer পদে নিয়োগ করবে।
শূন্যপদের সংখ্যা
গুগলের এই চারটি পদে মোট ০৪ টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা (Eligibility Criteria)
Google এর এই চারটি পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের কে গুগলের নিয়ম অনুযায়ী ডিগ্রি কমপ্লিট করতে হবে। তবে এখানে স্নাতক ডিগ্রি ও স্নাতকোত্তর ডিগ্রি কমপ্লিট করা প্রার্থীরাও আবেদন করতে পারবেন। এর পাশাপাশি সর্বনিম্ন ১৫ বছর কম্পিউটার , সফটওয়্যার, সার্চ টুল, ইঞ্জিনিয়ারিং, ডেটা স্টোরেজ, নেটওয়াকিং ও প্রোডাক্ট মার্কেটিং এ অভিজ্ঞতা থাকা জরুরি এবং গুগল সম্বন্ধে ভালো জ্ঞান থাকতে হবে।
বয়সসীমা (Age Limit)
Google এর এই চারটি পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের বয়স সর্বনিম্ন ২১ থেকে সর্বোচ্চ ২৭ বছর হতে হবে।
বেতন (Salary)
Google এ চাকরি পাওয়ার পর যোগ্য প্রার্থীদের প্রতিমাসে বেতন দেওয়া হবে ৪৪ লক্ষ থেকে ২ কোটি ৮০ লক্ষ টাকা পর্যন্ত।
আবেদন পদ্ধতি (Apply Process)
Google এর এই চারটি পদে আবেদন করা খুবই সহজ তা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তাহলে সবার প্রথমে যোগ্য প্রার্থীরা গুগলের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন (www.google.com)। তারপর ক্যারিয়ার অপশনে ক্লিক করবেন। তারপর আবেদন লিংক পাবেন। এবার আবেদন লিংকে ক্লিক করে যোগ্য প্রার্থীর নাম, ঠিকানা, মোবাইল নম্বর অথবা ইমেল আইডি সহ প্রয়োজনীয় তথ্য দিয়ে নির্ভুলভাবে ফর্মটি ফিলাপ করবেন। তারপর যে যে সব প্রয়োজনীয় তথ্য গুলো চাইছে সেগুলো স্ক্যান করে নিবেন। তারপর সাবমিট বাটনে ক্লিক করে আবেদনটি সম্পন্ন করে দিবেন।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
Google এর এই চারটি পদে আবেদনকারী যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা, যোগ্যতা পরীক্ষা, কোডিং পরীক্ষা, ক্লায়েন্ট ইন্টারভিউ ও HR/টেকনিক্যাল ইন্টারভিউর মাধ্যমে।
আবেদন ফী
গুগলের এই চারটি পদে যোগ্য প্রার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ (Last Date)
যোগ্য প্রার্থীরা আগামী ১২ এপ্রিল ২০২৪ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
আবেদন লিংক- Apply Now
বিস্তারিত পোস্টের খবর পেতে এই প্রয়োজনীয় লিংক গুলোতে প্রবেশ করুন
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |