Great Job Opportunity in Yes Bank: সারা দেশে জুড়ে ইয়েস ব্যাঙ্ক (YES Bank) কালেকশন ম্যানেজার, সিনিয়র সেলস ম্যানেজার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। ইয়েস ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট yesbank.in থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা ২১-মে-২০২৪ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারেন। তবে তার আগে জেনে নিন যোগ্যতা থেকে শুরু করে আবেদনের নিয়ম। তবে আবেদন করার পূর্বে অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশন খুব ভালো করে পড়ে তবেই আবেদন করবেন।
প্রতিষ্ঠানের নাম: ইয়েস ব্যাঙ্ক (YES Bank)
শূন্য পদ:- মূলত কালেকশন ম্যানেজার, সিনিয়র সেলস ম্যানেজার পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ :- বিভিন্ন শূন্য পদে নিয়োগ করতে চলেছে ইয়েস ব্যাংক।
বেতন পরিকাঠামো:- পদ অনুযায়ী বেতন দেওয়া হবে।
চাকুরি স্থান:- সারা ভারত জুড়ে হবে কর্মী নিয়োগ করছে ইয়েস ব্যাঙ্ক (YES Bank)
ইয়েস ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট:- yesbank.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
আবেদনের মাধ্যম:- ইয়েস ব্যাঙ্ক কালেকশন ম্যানেজার, সিনিয়র সেলস ম্যানেজার পদে চাকরির জন্য অনলাইন প্রক্রিয়ায় আবেদন করতে হবে যোগ্য প্রার্থীদের।
ইয়েস ব্যাঙ্ক নিয়োগের জন্য প্রয়োজনীয় যোগ্যতা: ইয়েস ব্যাঙ্ক কালেকশন ম্যানেজার, সিনিয়র সেলস ম্যানেজার পদে চাকরির জন্য কি ধরনের যোগ্যতা প্রয়োজন রয়েছে অবশ্যই সবার আগে অফিসিয়াল নোটিফিকেশন খুব ভালো করে দেখে নিন।
আবেদন মূল্য: ইয়েস ব্যাঙ্ক কালেকশন ম্যানেজার, সিনিয়র সেলস ম্যানেজার পদে আবেদন করার জন্য কোন আবেদন মূল্য লাগবে না।
নির্বাচন প্রক্রিয়া: সাক্ষাৎকার / ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।
ইয়েস ব্যাঙ্ক কালেকশন ম্যানেজার, সিনিয়র সেলস ম্যানেজার পদে চাকরির জন্য কীভাবে আবেদন করবেন:-
1) যোগ্য প্রার্থীরা ইয়েস ব্যাঙ্কে কালেকশন ম্যানেজার, সিনিয়র সেলস ম্যানেজার পদে আবেদন করার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইট yesbank.in-এ অনলাইনে আবেদন করতে পারবেন।
2) আবেদন করার পূর্বে চাকুরী প্রার্থীদের তাদের প্রয়োজনীয় নথিগুলি ভালো করে স্ক্যান করে রাখার কথা বলা হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে।
3) প্রার্থীর একটি বৈধ ই-মেইল আইডি থাকতে হবে। রেজিস্ট্রেশন ও ইমেল আইডির জন্য মোবাইল নম্বর বাধ্যতামূলক। যে মোবাইল নম্বর আপনি ব্যবহার করবেন ওই মোবাইল নম্বরটি অবশ্যই সক্রিয় রাখতে হবে। ইয়েস ব্যাঙ্ক শংসাপত্র যাচাইকরণ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট সংক্রান্ত তথ্য পাঠানো হবে আপনার মোবাইল নম্বর এবং ইমেইল আইডিতে।
4) প্রার্থীর নাম, আবেদনকৃত পোস্ট, জন্ম তারিখ, ঠিকানা, ইমেল আইডি, ইত্যাদি সহ অনলাইন আবেদনে উল্লিখিত সমস্ত বিবরণ সঠিকভাবে দিতে হবে। অত্যন্ত যত্ন সহকারে ইয়েস ব্যাঙ্কের (YES Bank) অনলাইন আবেদনপত্র পূরণ করুন। কারণ আবেদনে উল্লিখিত সমস্ত বিবরণ চূড়ান্ত হিসাবে বিবেচিত হবে।
5) আবেদন ফি অনলাইন বা অফলাইন মোডে দিতে পারেন (যদি গ্রহণযোগ্য হয়)।
6) অবশেষে, “সাবমিট” অপশনে ক্লিক করে আবেদন পত্র জমা দিন। আবেদন জমা দেওয়ার পরে প্রার্থীরা আরও রেফারেন্সের জন্য তাদের আবেদন নম্বর সংরক্ষণ/প্রিন্ট করে রাখতে পারেন।
আবেদনের সময়সীমা: ০১/০৫/২০২৪ থেকে ২১/০৫/২০২৪ পর্যন্ত।