পশ্চিমবঙ্গের সকল বেকার যুবকদের হোমগার্ড পদে চাকরি করার বিশাল সুযোগ। হোম গার্ড ভলান্টিয়ার পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এখানে মোট শূন্যপদ রয়েছে ১৪৩ টি । আবেদন প্রার্থীরা এই নিয়োগের জন্য অফলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে ন্যূনতম অষ্টম শ্রেনী পাশ করলেই আবেদন করতে পারবেন। তাহলে আর দেরি কিসের জানুন কিভাবে আবেদন করবেন
Home Guard Recruitment 2024 বিবরন
- নিয়াগ বোর্ড – পশ্চিম বঙ্গ সরকার
- পোস্টের নাম – হোম গার্ড ভলান্টিয়ার
- আবেদন মোড- অফলাইন
- মোট শূন্যপদ – ১৪৩ টি
- চাকরীর স্থান – পশ্চিমবঙ্গ
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা (Home Guard Recruitment 2024)
হোম গার্ড পদে আবেদন করার জন্য প্রার্থীদের কিছু নির্দিষ্ট যোগ্যতা অর্জন করতে হবে যেমন প্রার্থীদের যেকোনো একটি সরকারি বিদ্যালয় থেকে অষ্টম শ্রেনী পাশ করতে হবে তাহলেই সে আবেদন করার যৌগ্য
বয়স সীমা: এই নিয়োগের জন্য প্রার্থীর বয়স ন্যূনতম ২০ থেকে সর্বোচ্চ ৫০ বছর হলে আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া ( Home Guard Recruitment 2024 apply online)
আবেদনকারী প্রার্থীদের আবেদন নথিভুক্ত করতে হবে অফলাইনের মাধ্যমে। সর্বপ্রথম আপনার কোনো নিকটবর্তী পুলিশকে ক্যাম্পে গিয়ে একটি ফর্ম পুরন করে আবেদন ফর্মটি জমা করতে হবে। এবং তার সাথে প্রয়োজনীয় নথিপত্র যেমন – শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র, আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি।
গুরুত্বপূর্ণ তারিখ: এই নিয়োগের জন্য আবেদন করার শেষ তারিখ ২৮/০৭/২০২৪
নিয়োগ প্রক্রিয়া ( selection process)
আবেদনকারী প্রার্থীদের হোমেগার্ড পদে নিয়োগের জন্য তিনটি পর্যায়ে অনুষ্ঠিত হবে।
- লিখিত পরীক্ষা ( written test): এই পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের জ্ঞান ও দক্ষতা অর্জন করা হয়।
- শারীরিক পরীক্ষা ( physical test): এই পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের ফিটনেস ও শারীরিক দক্ষতা মূল্যায়ন করা হয়।
- মৌখিক পরীক্ষা ( oral test):এই পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের জ্ঞান পরিমাপ করার জন্য বিভিন্ন প্রশ্ন করা হয়।
উপরে দেওয়া সব পর্যায়ে উত্তীর্ণ হলে নির্বাচন করা হবে।
প্রয়োজনীয় লিংক (important Link)
অফিসিয়াল নোটিস | Download Notice |
অফিসিয়াল ওয়েবসাইট | rectt.bsf.gov.in |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |