IBPS SO & PO Recruitment 2024: ভারতের যে সকল বেকার যুবক যুবতীরা চাকরির সন্ধান করছেন তাদের জন্য বিরাট সুখবর। ভারতের ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন তথা IBPS-এর কমিটির তরফে SO ও PO পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এই পদগুলিতে মোট শূন্যপদের সংখ্যা রয়েছে ৫ হাজারেরও বেশি। পদগুলিতে ভারতের সকল রাজ্যের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তাহলে আবেদন যোগ্যতা, আবেদন পদ্ধতি ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে নিন এই নিবন্ধটির মাধ্যমে।
Institute of Banking Personnel Selection Recruitment 2024: বিবরণ
পদের নাম ও সংখ্যা: IBPS কমিটির তরফে প্রকাশিত পদের নাম হল SO ও PO। এখানে মোট শূন্যপদের সংখ্যা উল্লেখ করা হয়েছে ৫৩৫১ টি।
মাসিক বেতন: ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন কমিটির তরফে প্রকাশিত SO ও PO পদে মাসিক বেতন দেবে নিয়ম অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমার মানদণ্ড (IBPS SO And PO Recruitment 2024 Eligibility Criteria)
শিক্ষাগত যোগ্যতা: SO পদে আবেদন করার জন্য যোগ্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি ডিগ্রি, স্নাতক ডিগ্রি ও স্নাতকোত্তর ডিগ্রি। PO পদে আবেদন করার জন্য যোগ্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্নাতক ডিগ্রি।
বয়সসীমা: SO ও PO পদে আবেদনের জন্য যোগ্য প্রার্থীদের বয়সসীমা প্রয়োজন সর্বনিম্ন ২০ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছর।
আবেদন করার পদ্ধতি (Institute of Banking Personnel Selection Recruitment 2024 Apply Process)
ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন কমিটির SO ও PO পদে আবেদন জানাতে পারবেন আগামী ২১ আগস্ট ২০২৪ তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে। এই দুটি পদের আবেদন পদ্ধতি হবে একই নিয়মে। তাহলে দেখুন আবেদন পদ্ধতি সম্পর্কে
- প্রথমে IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইটে ibps.in ভিজিট করবেন।
- তারপর ক্যারিয়ার অথবা রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করে আবেদন লিংকে ক্লিক করবেন।
- তারপর অনলাইনের মাধ্যমে যোগ্য প্রার্থীর সমস্ত তথ্য গুলো দিয়ে ফর্ম পূরণ করবেন এবং এরসাথে প্রয়োজনীয় নথিপত্র গুলো স্ক্যান করবেন।
- তারপর অনলাইনের মাধ্যমে আবেদন মুল্য জমা করে অ্যাপ্লিকেশন ফর্মটি একবার ভেরিফাই করে সাবমিট করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন।
আবেদন ফী: SO ও PO পদে আবেদনের জন্য এসটি, এসসি ও পিডব্লিউডি কাট্যাগরির প্রার্থীদের কাছ থেকে ১৭৫/- টাকা এবং বাকি অন্যান্য ক্যাটাগরির প্রার্থীদের কাছ থেকে ৮৫০/- টাকা আবেদন ফী হিসেবে চার্জ করা হচ্ছে। অনলাইনের মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে।
আবেদনের সময়সীমা:
- আবেদন শুরু ০১/০৮/২০২৪ তারিখে
- আবেদন শেষ ২৮/০৮/২০২৪ তারিখে।
- সমস্ত পরীক্ষা হবে ০৯-১২/২০২৪ তারিখ পর্যন্ত।
- পরীক্ষার ফলাফল ১২/২০২৪ তারিখ থেকে ০২/২০২৫ তারিখের মধ্যে।
- ইন্টারভিউ হবে ০২-০৩/২০২৫ তারিখে।
- চাকরির জন্য নির্বাচিত করা হবে ০৪/২০২৫।
নিয়োগ পদ্ধতি (How To Selection Process IBPS Recruitment 2024)
যে পদ্ধতিতে ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের SO ও PO পদের চাকরিতে নির্বাচিত করা হবে তার সম্পর্কে নিচে তালিকায় বিস্তারিত উল্লেখ করা হয়েছে
- প্রিলিম লিখিত পরীক্ষা
- মেইনস লিখিত পরীক্ষা
- ইন্টারভিউ
- ডকুমেন্ট ভেরিফিকেশন
প্রয়োজনীয় লিংক
SO পদের অফিসিয়াল বিজ্ঞপ্তি PO পদের অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF Download PDF |
SO পদের আবেদন লিংক PO পদের আবেদন লিংক | Apply Now Apply Now |
অফিসিয়াল ওয়েবসাইট | www.ibps.in |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |