IDBI Bank Recruitment 2023: দেশের সকল চাকরি প্রার্থীরা যারা ব্যাংকে চাকরির সন্ধান খুঁজছেন, তাদের জন্য একটি ব্যাংকে চাকরির দুর্দান্ত সুযোগ। সর্ব ভারতীয় আইডিবিআই ব্যাংক (IDBI Bank) ম্যানেজার, অ্যাসিস্টেন্ট সাধারণ ম্যানেজার, ডেপুটি সাধারণ ম্যানেজার পদে মোটমাট ৪৬ শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে বেতনের পরিমাণ রয়েছে ৯৮,০০০ থেকে ১,৫৫,০০০ টাকা প্রতিমাসে। অতএব এই পদে আবেদন হবে অনলাইনের মাধ্যমে এবং আবেদন চলবে আগামী ২৫ ডিসেম্বর ২০২৩ তারিখ অব্দি। তাহলে এই পদে আবেদন করতে গেলে চাকরি প্রার্থীদের আর কি কি যোগ্যতা লাগবে, কত বয়স লাগবে, কত আবেদন ফী দিতে হবে। এই নিয়েই আমরা আমাদের প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করলাম।
IDBI Bank Recruitment Vacancy Details 2023 – Overview
নিয়োগ সংস্থা | ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া (IDBI Bank) |
---|---|
পদের নাম | ম্যানেজার, অ্যাসিস্টেন্ট সাধারণ ম্যানেজার, ডেপুটি সাধারণ ম্যানেজার |
চাকরির ধরন | ব্যাংকের চাকরি |
শূন্যপদ | ৪৬ টি |
বেতন (₹) | ৯৮,০০০-১,৫৫,০০০/- |
চাকরির স্থান | সারা ভারত |
আবেদন মোড | অনলাইন |
ওয়েবসাইট | idbibank.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়াতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্ৰকাশ ২০২৩ (IDBI Bank Recruitment 2023)
পদের নাম
আইডিবিআই ব্যাংক সকল চাকরি প্রার্থীদের ম্যানেজার, অ্যাসিস্টেন্ট সাধারণ ম্যানেজার, ডেপুটি সাধারণ ম্যানেজার পদে নিয়োগ করবে।
শূন্যপদের সংখ্যা
IDBI ব্যাংকে এই নিয়োগে মোট ৪৬ টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা (Eligibility Criteria)
এখানে আবেদনকারী চাকরি প্রার্থীরা যেমন কোনো সরকারি বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে স্নাতকোত্তর, টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ও ডিপ্লোমা কমপ্লিট করতে হবে ও এর সাথে সার্টিফিকেট লাগবে।
আরোও পড়ুন: BECIL দপ্তরে সিনিয়র প্রজেক্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ
বয়সসীমা (Age Limit)
IDBI ব্যাংকে আবেদনকারী চাকরি প্রার্থীদের বয়স ০১.১১.২০২৩ তারিখ অনুসারে যেমন সর্বোচ্চ ৪৫ বছর হয়।
আবেদন পদ্ধতি (Apply Process)
IDBI ব্যাংকে চাকরি প্রার্থীদের কে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য প্রথমে আমাদের আজকের প্রতিবেদনে নিচে দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলেই সোজা আবেদন ফর্মের পেইজে ঢুকে যাবেন। এরপর নির্ধারিত ভাবে আবেদন পাত্রটি ফিলাপ করে নিবেন। তারপর তপশিল জাতি প্রার্থীরা ২০০/- টাকা এবং বাকি অন্যান্য প্রার্থীরা ১০০০/- টাকা ফী প্রদান করে পাশে আবেদন পত্র জমা করা বাটনে চাপ দিয়ে আবেদনটি সম্পন্ন করে নিবেন। এরপর অ্যাপ্লিকেশন নাম্বার পাবেন ঐ নাম্বারটি দিয়ে অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে নিজের কাছে যত্ন করে রেখে দিবেন।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
আইডিবিআই ব্যাংক আবেদনকারী চাকরি প্রার্থীদের নিয়োগ করবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে।
আরোও পড়ুন: মাধ্যমিক পাসে উত্তরপূর্ব রেলওয়েতে নিয়োগ, মোট ১১০০ শূন্যপদ
আবেদন ফী
এখানে আবেদন করার জন্য তপশিল জাতি প্রার্থীদের কে ২০০/- টাকা এবং বাকি অন্যান্য কাস্টের প্রার্থীদের কে ১০০০/- টাকা আবেদন ফী জমা করতে হবে।
অর্থ প্রদানের পদ্ধতি- Paytm, Gpay, বা কোনো অনলাইন সাইবার ক্যাফ।
আবেদনের শেষ তারিখ (Last Date)
IDBI ব্যাংকে আগামী ২৫ ডিসেম্বর ২০২৩ তারিখে আবেদন শেষ হবে রাত্রি ১১.৫৫ এর মধ্যে।
গুরুত্বপূর্ন তারিখ (Importent date)
আবেদন শুরু | ০৯.১২.২০২৩ |
আবেদন শেষ | ২৫.১২.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
আবেদন লিঙ্ক | Apply Now |
অফিসিয়াল ওয়েবসাইট | idbibank.in |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |