Indian Institute of Science Education and Research Kolkata Recruitment 2024: পশ্চিমবঙ্গের যে সকল পিএইচডি কমপ্লিট করা শিক্ষা প্রার্থীরা ভালো চাকরি খুঁজছেন, তাদের জন্য দারুন সুখবর। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতা (IISER কলকাতা) পোস্ট ডক্টোরাল ফেলো পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। এই পদে চাকরি পেলেই মাসিক বেতন ৫০ হাজারেরও বেশি দেওয়া হবে। তাহলে আবেদন করার পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, বেতন, বয়স ও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জেনেনিন এই নিবন্ধে।
IISER Kolkata Recruitment 2024: বিবরণ
পদের নাম ও শূন্যপদের সংখ্যা: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতার পক্ষ থেকে প্রকাশিত পোস্ট ডক্টোরাল ফেলো পদে মাত্র ১ জন কর্মী নিয়োগ করা হবে।
মাসিক বেতন: পোস্ট ডক্টোরাল ফেলো পদে চাকরির জন্য নির্বাচিত হওয়া প্রার্থীকে প্রতিমাসে বেতন দেওয়া হবে ৫৮,২৮০/- টাকা।
যোগ্যতার মানদণ্ড (Indian Institute of Science Education and Research Kolkata Recruitment 2024 Eligibility Criteria)
শিক্ষাগত যোগ্যতা (IISER Kolkata Qualification 2024): IISER কলকাতার পোস্ট ডক্টোরাল ফেলো পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা পিএইচডি ডিগ্রি প্রয়োজন।
বয়সসীমা (IISER Kolkata Age Limit 2024): IISER কলকাতার পোস্ট ডক্টোরাল ফেলো পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের বয়স ৩৫ বছরের নিম্নে হতে হবে।
কিভাবে আবেদন করবেন? (How to Apply IISER Kolkata Recruitment 2024)
আগ্রহী প্রার্থীদের কে IISER কলকাতার পোস্ট ডক্টোরাল ফেলো পদে ইমেল এর মাধ্যমে আবেদন করতে হবে।
- সর্বপ্রথম IISER Kolkata এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- তারপর হোম পেজের “ক্যারিয়ার” অপশনে ক্লিক করতে হবে।
- তারপর অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে হবে।
- তারপর A4 সাইজের পেপারে অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে ফিলাপ নিতে হবে।
- তারপর এই sraja@iiserkol.ac.in ইমেইল আইডিতে আবেদন ফর্ম ও প্রয়োজনীয় নথিপত্রের পিডিএফ ফাইলটি পাঠিয়ে দিতে হবে।
আরো বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিশ অনুসরণ করুন।
আবেদন তারিখ: IISER কলকাতার পোস্ট ডক্টোরাল ফেলো পদে আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ২৫/০৭/২০২৪ তারিখে এবং আগ্রহীদের কে ইমেইলের মাধ্যমে আবেদন জানাতে হবে ১৪/০৮/২০২৪ তারিখের মধ্যে।
কিভাবে নিয়োগ হবে? (How To IISER Kolkata Post Doctoral Fellow Recruitment 2024 Selection Process)
আগ্রহী প্রার্থীদের এখানে কোনো রকম পরীক্ষা নেওয়া হবে না। শুধুমাত্র তাদের মার্কশিটের নম্বরের ভিত্তিতে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরিতে নির্বাচিত করা হবে।
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট | iiserkol.ac.in |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |