যে সকল চাকরী প্রার্থীরা ডিফেন্সে চাকরী করার কথা ভাবছিলেন তাদের জন্য একটি সুখবর রয়েছে। আর্মি ইএমএস এর আওতায় গ্রুপ সি পদে নিয়োগের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে চলেছে। জানা যাচ্ছে যে মোট শূন্যপদ থাকেবে ৪১,৮২২ টি। আগ্রহ পার্থিরা ভারতের যেকোনো রাজ্য থেকে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, নির্বাচন প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে জানতে নিচে দেওয়া প্রতিবেদন টি পড়ুন।
Army MES Recruitment 2024 : বিবরণ
পদের নাম – আর্মি মিলিটারি ইন্জিনিয়ার সার্ভিসেস এর অধীনে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ জারি করতে চলেছে যেখানে মোট শূন্যপদ রয়েছে ৪১,৮২২ টি । পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা নিচে আলোচনা করা হয়েছে।
শূন্যপদের সংখ্যা:
- স্থপতি ক্যাডার / গ্রুপ এ – ৪৪ টি।
- ড্র্যাকসম্যান – ৯৪৪ টি।
- ব্যারাক ও স্টোর অফিসার – ১২০ টি।
- সুপারভাইজার/ ব্যারাক ও স্টোর – ৫৩৪ টি।
- স্টোর কিপার – ১০২৬ টি।
- মাল্টি টাস্কিং ষ্টাফ/ ইএমটিএস – ১১,৩১৬ টি।
- সাথী – ২৭৯২৯ টি।
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা (Army MES Recruitment 2024 Eligibility criteria)
আর্মি এমেস চাকরির জন্য আবেদন করতে আগ্রহ প্রার্থীদের যেকোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করতে হবে তাহলে সে আবেদন করার যৌগ্য এবং যদি উচ্চমাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন।
বয়সসীমা: এই নিয়োগের জন্য আবেদন করতে পার্থীদের ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছর হলে আবেদন করতে পারবেন।
কিভাবে আবেদন করবেন (How to apply for Army MES Recruitment 2024)
আর্মি এমইএস Recruitment 2024 এর জন্য আবেদন করতে আগ্রহ প্রার্থীদের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শন করতে হবে।এরপর অনলাইন আবেদনপত্রের লিংকে ক্লিক করে বিভিন্ন প্রয়োজনীয় নথিপত্র গুলি দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে। এবং অবশেষে অনলাইন পেমেন্ট পদ্ধতির মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে। এরপর সাবমিট বাটনে ক্লিক করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
আবেদন ফি: অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এখনো কোনো আবেদন ফি এর নির্দিষ্ট আমাউন্ট উল্লেখ করেনি।
নির্বাচন প্রক্রিয়া (Army MES Recruitment 2024 selection process)
আর্মি এমইএস এর গ্রুপিসি পদে নির্বাচন প্রক্রিয়া দুটি পর্যায়ে অনুষ্ঠিত হবে প্রথমে আবেদনকারী প্রার্থীদের নথিপত্র গুলি যাচাই করা হবে। এরপর একটি লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে চাকরির জন্য নির্বাচিত করা হবে।
প্রয়োজনীয় লিংক (important Link)
অফিসিয়াল নোটিস | Download Notice |
অফিসিয়াল ওয়েবসাইট | www.mes.gov.in |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |