Intelligence Bureau Recruitment 2024: ইন্টেলিজেন্স ব্যুরোর পক্ষথেকে জুনিয়র গোয়েন্দা কর্মকর্তা-I/এক্সিকিউটিভ, সহকারী কেন্দ্রীয় গোয়েন্দা কর্মকর্তা-I/এক্সিকিউটিভ সহ আরো বেশ কয়েকটি পদে মোট ৬০০ জন প্রার্থী নিয়োগ হবে। এখানে আগ্রহী প্রার্থীদের যোগ্যতা প্রয়োজন মাধ্যমিক পাস, উচ্চমাধ্যমিক পাস, স্নাতক ও ডিপ্লোমা এবং বয়স প্রয়োজন সর্বোচ্চ ৫৬ বছর। এখানে আবেদনকারী প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ১৯ হাজার থেকে শুরু করে ১ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত । তাহলে আগ্রহী প্রার্থীরা এখানে কিভাবে আবেদন করবেন? কত তারিখ পর্যন্ত আবেদন চলবে? কিভাবে নিয়োগ হবে? এই সব নিয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।
Intelligence Bureau Recruitment 2024 – Overview
নিয়োগ সংস্থা | ইন্টেলিজেন্স ব্যুরো |
---|---|
পদের নাম | জুনিয়র গোয়েন্দা কর্মকর্তা-I/এক্সিকিউটিভ, সহকারী কেন্দ্রীয় গোয়েন্দা কর্মকর্তা-I/এক্সিকিউটিভ সহ বিভিন্ন পদ রয়েছে |
চাকরির ধরন | সরকারি চাকরি |
শূন্যপদ | ৬০০ |
বেতন (₹) | ১৯,৯০০ – ১,৫১,১০০/- |
চাকরির স্থান | সারা ভারত |
আবেদন মোড | অফলাইন |
ওয়েবসাইট | mha.gov.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
ইন্টেলিজেন্স ব্যুরোতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্ৰকাশ ২০২৪ (Intelligence Bureau Recruitment 2024)
পদের নাম
ইন্টেলিজেন্স ব্যুরোতে আগ্রহী প্রার্থীদের Assistant Central Intelligence Officer, Junior Intelligence Officer, Security Assistant, Halwai and Cook, Caretaker, Personal Assistant, Printing Press Operator পদে নিয়োগ করা হবে।
শূন্যপদের সংখ্যা
ইন্টেলিজেন্স ব্যুরোর এই সব পদগুলোতে সবমিলিয়ে মোট ৬০০ টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা (Eligibility Criteria)
এখানে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের যোগ্যতা যেকোনো স্বীকৃত বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক, ডিগ্রি, ডিপ্লোমা ও বি.টেক কমপ্লিট করতে হবে তাহলে এই পদ গুলোতে আবেদন করতে পারবেন।
বয়সসীমা (Age Limit)
ইন্টেলিজেন্স ব্যুরোর পদ গুলোতে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৫৬ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি (Apply Process)
ইন্টেলিজেন্স ব্যুরোর পদ গুলোতে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য সর্বপ্রথম আগ্রহী প্রার্থীরা ইন্টেলিজেন্স ব্যুরোর অফিসিয়াল ওয়েবসাইট mha.gov.in থেকে অথবা নিচে বিজ্ঞপ্তি লিংক থেকে আবেদন পত্রটি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড হয়ে গেলে তা প্রিন্ট আউট করে নিবেন। তারপর প্রার্থীর নাম, ঠিকানা, জন্মতারিখ, শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থীর সিগনেচার এসব তথ্য দিয়ে আবেদন পত্রটি ভালো ফিলাপ করে নিবেন। তারপর প্রার্থীর প্রয়োজনীয় নথিপত্র গুলো জেরক্স করে নিবেন। তারপর আবেদন পত্রের সাথে প্রয়োজনীয় নথিপত্রের জেরক্স গুলো একটি খামের ভেতর ভরে নিবেন। তারপর নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে স্পীড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিবেন।
আবেদন পত্র পাঠানোর নির্দিষ্ট ঠিকানা– Joint Deputy Director/G-3, Intelligence Bureau, Ministry of Home Affairs, 35 S P Marg, Bapu Dham, New Delhi, Pin- 110021
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
এখানে আবেদনকারী আগ্রহী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে।
আবেদন ফী
এখানে আবেদনকারী প্রার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ (Last Date)
আবেদনকারী প্রার্থীরা আগামী ১৫ মে ২০২৪ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
গুরুত্বপূর্ন তারিখ (Importent date)
আবেদন শুরু | ১৩.০৩.২০২৪ |
আবেদন শেষ | ১৫.০৫.২০২৪ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
অফিসিয়াল বিজ্ঞপ্তি- Download PDF
অফিসিয়াল ওয়েবসাইট- mha.gov.in
বিস্তারিত পোস্টের খবর পেতে এই প্রয়োজনীয় লিংক গুলোতে প্রবেশ করুন
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |