IOCL Recruitment 2023: ভারতের সকল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাসের ইচ্ছুক যারা ইন্ডিয়ান অয়েলে আবেদন করার জন্য প্রস্তুত হয়ে আছেন, তাদের জন্য আজকে বড় সুখবর। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এর তরফে টোটাল ১৬০৩ শূন্যপদে অ্যাপ্রেন্টিস এর বিভিন্ন পদে কর্মী নিয়োগ করবে। যেখানে ইচ্ছুক প্রার্থীদের প্রতিমাসে বেতন দেবে তাদের নিয়ম অনুযায়ী। তবে ইন্ডিয়ান অয়েল এর এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের কাছ থেকে কোনো অর্থ নেবে নি। তবে আর দেরি করছেন কেনো, এখুনি আমাদের ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি সংগ্রহ করে নিন এবং আগামী ১৬ তারিখে আবেদন করার জন্য তৈরি হয়ে যান। তাহলে এই পোস্টটির সম্বন্ধে আরো বিস্তারিত জেনেনিন আমাদের প্রতিবেদনে।
IOCL Apprentice Post Total 1603 Vacancy Details 2023-24 – Overview
নিয়োগ সংস্থা | ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (ICOL) |
---|---|
পদের নাম | অ্যাপ্রেন্টিস |
চাকরির ধরন | কোম্পানি চাকরি |
শূন্যপদ | ১৬০৩ টি |
বেতন (₹) | নিয়ম অনুযায়ী |
চাকরির স্থান | সারা ভারত |
আবেদন মোড | অনলাইন |
ওয়েবসাইট | iocl.com |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফে ১৬০৪ শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্ৰকাশ ২০২৩ (IOCL Apprentice Post Recruitment 2023 Total 1603 Vacancy )
পদের নাম
ভারতীয় তৈলখনীর তরফে প্রকাশিত অ্যাপ্রেন্টিস পদের ভাগ করা যেসব পদে কর্মী নিয়োগ হবে সেগুলোর নাম হল- স্নাতক অ্যাপ্রেন্টিস, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, ট্রেড অ্যাপ্রেন্টিস পদ।
শূন্যপদের সংখ্যা
Indian oil Corporation Limited Recruitment এ মোট ১৬০৩ টি শূন্যপদ আছে।
যোগ্যতা (Eligibility Criteria)
ইন্ডিয়ান অয়েল এ আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের কে কোনো সরকারি বিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করতে হবে, কলেজ থেকে আইটিআই পাস, বি.কম, বি. এ, বিএসসি ও স্নাতক ডিগ্রি ও ডিপ্লোমা কমপ্লিট করতে হবে।
বয়সসীমা (Age Limit)
ইন্ডিয়ান অয়েলে আবেদনকারী ইচ্ছুক প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী OBC প্রার্থীরা- ৩ বছর, ST/SC প্রার্থীরা- ৫ বছর, PWD প্রার্থীরা – ১০ বছর, PWD (OBC) প্রার্থীরা- ১৩ বছর, এবং PWD (ST, SC) প্রার্থীরা- ১৫ বছর ছাড় পাবে।
আবেদন পদ্ধতি (IOCL Recruitment 2023 Apply Process)
এখানে আবেদনটি আগামী ১৬ ডিসেম্বর ২০২৩ তারিখ থেকে ০৫ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে সকল ইচ্ছুক প্রার্থীরা। তাহলে সবার আগে আবেদন লিঙ্কে ক্লিক করলেই আবেদন পত্রটি পেয়ে যাবেন। এরপর আবেদন পত্রটিতে যথাযথ ভাবে ফিলআপ করে নিবেন। তারপর আবেদন পত্র জমা করার অপশন পাবেন সেটিতে প্রেস করলেই আপনার আবেদন পুরোপুরি ভাবে সম্পন্ন হয়ে যাবে। এরপর অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আবেদন পত্রটি প্রিন্ট আউট করে নিবেন এবং গুচ্ছ ভাবে নিজের কাছে রেখে দিবেন।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা, ডকুমেন্ট যাচাইকরন, ও ইন্টারভিউর মাধ্যমে চাকরি দেবে।
আবেদন ফী
এখানে আবেদন করার জন্য আবেদনকারী ইচ্ছুক প্রার্থীদের কোনো আবেদন মুল্য লাগবে নি। তারা সম্পূর্ন বিনামূল্যে আবেদন করতে পারবে।
আবেদনের শেষ তারিখ (IOCL Recruitment 2023 Last Date)
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে আবেদনটি ২০২৩ সালের ১৬ ডিসেম্বরে শুরু হবে এবং ২০২৪ সালের ০৫ জানুয়ারি পর্যন্ত চলবে অনলাইনের মাধ্যমে।
গুরুত্বপূর্ন তারিখ (IOCL Recruitment 2023 Importent date)
বিজ্ঞপ্তি প্রকাশ | ১২.১২.২০২৩ |
আবেদন শুরু | ১৬.১২.২০২৩ |
আবেদন শেষ | ০৫.০১.২০২৪ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
স্নাতক/টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস রেজিষ্টার লিঙ্ক | Register Now |
ট্রেড অ্যাপ্রেন্টিস রেজিষ্টার লিঙ্ক | Register Now |
ডাইরেক্ট আবেদন লিঙ্ক | Apply Now |
অফিসিয়াল ওয়েবসাইট | icol.com |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |