ISI Kolkata New Job Recruitment 2024: রাজ্যের সমস্ত চাকরী প্রার্থীদের জন্য চলে এসেছে একটি নতুন খুশির খবর। ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইন্সটিটিউট (ISI) কলকাতা এর পক্ষ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের আবেদন করার জন্য অনুরোধ করছে। কিভাবে আবেদন করবেন, কী কী যোগ্যতা প্রয়োজন, বয়স সীমা, মাসিক বেতন, নির্বাচন প্রক্রিয়া এই নিয়ে বিস্তারিত জানতে নিচে দেওয়া প্রতিবেদনটি পড়ুন।
ISI Kolkata New Job Recruitment 2024: বিবরণ
- নিয়োগ প্রতিষ্ঠান – ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইন্সটিটিউট (ISI) কলকাতা
- শূন্যপদের নাম – জুনিয়ার রিসার্চ ফেলো
- শূন্যপদের সংখ্যা – উল্লেখ নেই
- মাসিক বেতন – ২৫,০০০/- টাকা থেকে সর্বোচ্চ ৩৫,০০০/- টাকা পর্যন্ত
- আবেদন মোড – সরাসরি ইন্টারভিউ
কী কী যোগ্যতা প্রয়োজন
শিক্ষাগত যোগ্যতা: ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইন্সটিটিউট (ISI) কলকাতা এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের উল্লেখিত পদে আবেদন করার জন্য যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে M.E/ M.Tech/ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/M.CA /BE ইত্যাদী যে কোনো বিষয়ে ডিগ্রি অর্জন করতে হবে।
বয়স সীমা: আবেদন করার জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়স নির্ধারিত করা হয়েছে ৩৫ এর বাইরে হলে হবে না।
কিভাবে আবেদন করবেন
আগ্রহ প্রার্থীদের আবেদন পত্র জমা অনলাইন বা অফলাইন ভার্সনে জমা করার কোনো প্রয়োজন নেই। প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর দিন নিজের সমস্ত ডকুমেন্ট গুলির হার্ড কপি ও জেরক্স কপি সঙ্গে নিয়ে উপস্থিত থাকলেই হবে।
দরকারি ডকুমেন্ট: শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট, আধার বা ভোটার কার্ড, পাসপোর্ট সাইজ ফটো, জাতিগত সার্টিফিকেট ইত্যাদী
ইন্টারভিউর তারিখ: ১৯/১২/২০২৪
ইন্টারভিউর স্থান: In the seminar room of the Electronic & Communication Science Unit 9th Floor Satyan Bose Bhavan (Library Building) of the Indian Statistical Institute Kolkata
নির্বাচন প্রক্রিয়া
উল্লেখিত পদে আবেদনকারী প্রার্থীদের নির্বাচন করা হবে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে।
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট | jhargram.gov.in |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |