ISRO Technician-B Recruitment 2023: ভারতবর্ষে বসবাসকারী মাধ্যমিক পাস করা যেসব চাকরি প্রার্থীরা ইসরো তে চাকরির জন্য অনেকদিন ধরে প্রস্তুতি হয়ে আছেন। তাদের জন্য ইসরোর তরফে একটি বড় সুখবর। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) মাধ্যমিক পাস করা চাকরি প্রার্থীদের টেকনিশিয়ান-বি পদে খুবই অল্প শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইসরোর এই পদে আবেদন মুল্য রেখেছে শুধুমাত্র জেনারেল প্রার্থীদের জন্য ১০০/- টাকা। এবং চাকরি পেয়ে যাওয়ার পর তাদের বেতন দেবে ২১ হাজার ৭০০ টাকা থেকে ৬৯ হাজার ১০০ টাকা। তাহলে আবেদনকারী প্রার্থীরা ভাবছেন ইসরোর এই পদে কিভাবে, কত তারিখে আবেদন করবো, এবং আবেদন করার জন্য কত বয়স ও কত শিক্ষার প্রয়োজন পড়বে, এই নিয়ে আমাদের প্রতিবেদনে বিস্তারিত আলোচনা রয়েছে।
ISRO Technician-B Vacancy Details 2023 – Overview
নিয়োগ সংস্থা | ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) |
---|---|
পদের নাম | টেকনিশিয়ান-বি |
চাকরির ধরন | সরকারি চাকরি |
শূন্যপদ | ৫৪ টি |
বেতন (₹) | ২১,৭০০-৬৯,১০০/- |
চাকরির স্থান | কলকাতা, পশ্চিমবঙ্গ দিল্লি – নতুন দিল্লি, নাগপুর – মহারাষ্ট্র, যোধপুর – রাজস্থান, রাঙ্গারেডি, হায়দ্রাবাদ – তেলেঙ্গানা, বেঙ্গালুরু – কর্ণাটক, |
আবেদন মোড | অনলাইন |
ওয়েবসাইট | isro.gov.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
ইসরোতে টেকনিশিয়ান-বি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্ৰকাশ ২০২৩ (ISRO Recruitment 2023)
পদের নাম
ইসরোর তরফে প্রকাশিত টেকনিশিয়ান-বি পদে কর্মী নিয়োগ হবে।
শূন্যপদের সংখ্যা
ইসরো সবমিলিয়ে মোট ৫৪ টি শূন্যপদ প্রকাশ করেছে।
যোগ্যতা (Eligibility Criteria)
ISRO এর পক্ষথেকে প্রকাশিত টেকনিশিয়ান-বি পদে আবেদনকারী ইচ্ছুক প্রার্থীদের কে সরকারি স্কুল থেকে মাধ্যমিক পাস এবং কলেজ থেকে আইটিআই, এনটিসি, এনএসি, ডিগ্রি কমপ্লিট করতে হবে।
বয়সসীমা (Age Limit)
ইসরো তে আবেদনকারী প্রার্থীদের বয়সের প্রয়োজন হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছর। এছাড়া ST, SC প্রার্থীরা- ৫ বছর এবং OBC প্রার্থীরা- ৩ বছরের মত ছাড় পাবে।
আবেদন পদ্ধতি (ISRO Recruitment 2023 Apply Process)
ইসরোর তরফে প্রকাশিত টেকনিশিয়ান-বি পদে ০৯ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন চলবে। তাহলে সমস্ত চাকরি প্রার্থীরা আজই নিজেদের মোবাইল, ডেস্কটপ বা কোনো তথ্যমিত্র কেন্দ্রে চলে যান এবং অতিশীঘ্রই আবেদন করে ফেলুন।তবে নিজের মোবাইল বা ডেক্সটপে আবেদন করার জন্য সবার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে পড়ুন। তারপর আমাদের ওয়েবসাইটে দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আবেদন ফর্মে প্রবেশ করবেন। এরপর ভালোভাবে আবেদন পত্রটি ফিলাপ করে নিবেন। তারপর তপশীল জাতির প্রার্থীরা আবেদন মুল্য না দিয়েই সাবমিট বাটনে ক্লিক করবেন, এবং বাকি সব অন্যান্য প্রার্থীরা ১০০/- টাকা আবেদন মুল্য দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। এর কিছু সেকেন্ড পরেই দেখবেন আপনাদের সকলের আবেদন সম্পন্ন হয়ে গিয়েছে। তারপর অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আবেদন পত্রটি প্রিন্ট আউট করে নিবেন এবং ভালোভাবে নিজের কাছে রেখে দিবেন, যাতে পরবর্তী সময়ে কাজে ব্যবহার করতে পারেন।
নির্বাচন প্রক্রিয়া (ISRO Recruitment 2023 Selection Process)
ইসরো আবেদনকারী প্রার্থীদের নিয়োগ করবে লিখিত পরীক্ষা ও দক্ষতা পরীক্ষার মাধ্যমে।
আবেদন ফী
এখানে আবেদন করতে হলে ST, SC, OBC ও মহিলা প্রার্থীদের আবেদন ফী লাগবে না। এবং বাকি অন্যান্য প্রার্থীদের কে ১০০/- টাকা আবেদন ফী লাগবে। আবেদন ফী টি Paytm, Gpay বা কোনো অনলাইন সাইবার ক্যাফের মাধ্যমে পাঠাবেন।
আবেদনের শেষ তারিখ (ISRO Recruitment 2023 Last Date)
ইসরোর তরফে প্রকাশিত টেকনিশিয়ান-বি পদে আবেদনটি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে চলবে।
গুরুত্বপূর্ন তারিখ (Importent date)
আবেদন শুরু | ০৯.১২.২০২৩ |
আবেদন শেষ | ৩১.২২.২০২৩ |