Jhargram District Court Job: পশ্চিমবঙ্গের সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য আবারো রইল একটি বিশাল চাকরির সুযোগ। ঝাড়গ্রাম জেলা আদালতের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। যেখানে প্রার্থীরা ন্যুনতম মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, কারা কারা আবেদন করতে পারবেন, বয়স সীমা, মাসিক বেতন, নির্বাচন প্রক্রিয়া এই নিয়ে সমস্ত খুঁটিনাটি জানতে নিচে দেওয়া প্রতিবেদনটি পড়ুন।
Jhargram District Court Job: বিবরণ
পদের নাম: English Stenographer (Grade।।) , English Stenographer (Grade ।।।)
শূন্যপদের সংখ্যা:
- English Stenographer (Grade।।) – ০১ টি
- English Stenographer (Grade ।।।) – ০২ টি
মাসিক বেতন:
- English Stenographer (Grade।।) – ৩৭,১০০/- টাকা থেকে সর্বোচ্চ ৯৫,৫০০/- টাকা পর্যন্ত।
- English Stenographer (Grade ।।।) – ৩২,১০০/- টাকা থেকে সর্বোচ্চ ৩৮,৪০০/- টাকা
কারা কারা আবেদন করতে পারবেন
শিক্ষাগত যোগ্যতা: ঝাড়গ্রাম জেলা আদালত নিয়োগ ২০২৪ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের প্রতিটি পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে।
- English Stenographer (Grade।।) – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো একটি স্বীকৃত বিষয়ে ব্যাচেলার ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার সার্টিফিকেট অর্জন করতে হবে।
- English Stenographer (Grade ।।।) – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ সার্টিফিকেট অর্জন করতে হবে। একইসঙ্গে কম্পিউটার সার্টিফিকেট অর্জন করতে হবে।
বয়স সীমা: আবেদনকারী প্রার্থীদের বয়স কমপক্ষে ১৮ থেকে সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে।
কিভাবে আবেদন করবেন
আগ্রহ প্রার্থীদের আবেদন পত্র সাবমিট করতে হবে পুরোপুরি অফলাইনের মাধ্যমে। সেইজন্য প্রার্থীদের নিচে দেওয়া কয়েকটি পদ্ধতি অনুসরণ করতে হবে।
প্রথমে এই প্রতিবেদনে নিচে দেওয়া অফলাইন আবেদন ফর্মটি সংগ্রহ করুন। এরপর A4 সাইজের প্রিন্ট আউট বের করুন। তারপর সেখানে নিজের সমস্ত তথ্য দিয়ে পূরণ করুন এবং দরকারি ডকুমেন্ট গুলি জেরক্স করে পূরণকৃত আবেদন ফর্মটির সঙ্গে সংযুক্ত করুন। এরপর একটি খামে পুরে নিচে দেওয়া ঠিকানায় জমা করুন।
আবেদন ফি: EWS/ প্রার্থীদের জন্য – ৬০০/- টাকা SC/ST – প্রার্থীদের জন্য ৬০০/- টাকা
আবেদন পত্র জমা করার শেষ তারিখ: ২১/১২/২০২৪ তারিখে।
আবেদনপত্র জমা করার ঠিকানা: The District Judge CUM Chairman Staff Recruitment Committee Jhargram District Judge Court P.O Jhargram Pin – 721507
নির্বাচন প্রক্রিয়া
আবেদনকারী প্রার্থীদের নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউর মাধ্যমে।
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট | www.Jhargram.gov.in |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |