বড় বড় ডিগ্রী নিয়ে চাকরির আশায় বসে রয়েছে যুবসমাজ। কিন্তু বর্তমানে সরকারি চাকরির ক্ষেত্রে প্রতিযোগিতা এতটাই বেড়ে গিয়েছে যে বহু মানুষ ভালো মেরিট থাকা সত্ত্বেও যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছেন না। তাই কোন চাকরিকেই ছোট বলে মনে না করে নিজের যোগ্যতা অনুযায়ী আবেদন করুন। সে চাকরি হোক অষ্টম শ্রেণী পাস কিংবা মাধ্যমিক উচ্চমাধ্যমিক পাস লেভেলে। আজ এই প্রতিবেদনে তুলে ধরব এমন একটি চাকরির বিষয়ে যে চাকরিতে যে কেউ আবেদন করতে পারবেন।
কেন্দ্রের অধীনস্থ কোম্পানিতে অষ্টম শ্রেণী পাশে চাকরি
অষ্টম শ্রেণী পাস করলেই এবার চাকরির সুযোগ দিচ্ছে কোচিন শিপইয়ার্ড লিমিটেড কোম্পানি। এই কোম্পানিটি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কোম্পানির ক্যান্টিনে কাজের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইতিমধ্যেই। ভারতীয় নাগরিক হয়ে থাকলে যে কেউ এই চাকরির ক্ষেত্রে আবেদন করতে পারেন। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন। সে ক্ষেত্রে আবেদন পদ্ধতি সহ শিক্ষাগত যোগ্যতা এবং বিভিন্ন তথ্য জানতে আজকের প্রতিবেদনে চোখ রাখুন।
এমপ্লয়মেন্ট নম্বর.— CSL/P&A/RECTT/CONTRACT/CSE CANTEEN/2020/25
শূন্য পদের নাম:— General Duties
মোট শূন্যপদের সংখ্যা:— ১৫ টি।
শিক্ষাগত যোগ্যতা:— এই চাকরিতে যোগদান করতে হলে রাজ্য তথা দেশের যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে ন্যূনতম সপ্তম শ্রেণী পাস করতে হবে প্রার্থীকে। তার পাশাপাশি ফুড প্রোডাকশন কিংবা ফুড সার্ভিসেস কোম্পানি তে কাজ করার অভিজ্ঞতা প্রয়োজন। ক্যাটারিং সার্ভিস বিষয়ে দুই বছরের ভোকেশনাল ট্রেনিং সার্টিফিকেট থাকলে এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। স্থানীয় ভাষায় বার্তালাপের দক্ষতাও প্রয়োজন।
মাসিক বেতন কাঠামো:—চাকরিতে নিয়োগের পর থেকেই প্রত্যেক মাসে প্রার্থীদের বেতন দেওয়া হবে ২০ হাজার টাকা করে।
বয়সসীমা:—এক্ষেত্রে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ৩০ বছর কিংবা তার কম (২২ মে ২০২৪ তারিখ অনুযায়ী)।
কিভাবে আবেদন করবেন?
যে সকল চাকরি প্রার্থীরা এই কাজের জন্য ইচ্ছুক রয়েছেন তারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন জানানোর জন্য প্রথমে আগ্রহী চাকুরী প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে যেতে হবে। সেখানে কেরিয়ার নামক একটি অপশন থেকে সংশ্লিষ্ট বিকল্প বেছে নিন। এরপর আপনার সামনে যে আবেদনপত্র আসবে তা একেবারেই নির্ভুলভাবে পূরণ করে ফেলুন। সেখানে কিছু প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার কথা বলা হবে। একটা একটা করে নথি সঠিকভাবে আপলোড করে ধার্য করা আবেদন মূল্য জমা দিন।
আবেদন মূল্য:- এই চাকরিতে আবেদন করতে গেলে প্রত্যেক চাকুরী প্রার্থীকে প্রথমে ২০০ টাকা আবেদন মূল্য জমা দিতে হবে। ডেবিট অথবা ক্রেডিট কার্ড এবং ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে এই আবেদন মূল্য জমা দেওয়া যেতে পারে।
আবেদনের শেষ তারিখ:– ২২/০৫/২০২৪
অফিসিয়াল ওয়েবসাইট:- cochinshipyard.in
অফিসিয়াল নোটিস:- Download PDF
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |