Join Indian Army Recruitment 2024: ভারতীয় সেনা বাহিনীতে বেশকয়েকটি শূন্যপদে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই শূন্যপদ গুলির নাম ক্যাপ্টেন, মেজর, ব্রিগেডিয়ার, কর্নেল সহ আরো বিভিন্ন পদ এখানে রয়েছে। এখানে যে কয়টি পদ রয়েছে সেই সব পদগুলোতে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা দরকার উচ্চমাধ্যমিক। সেই জন্যে আর দেরি না করে এখুনি আবেদন করুন। তাহলে আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, বেতন, বয়স সহ এই পদটির সম্বন্ধে গুরুত্বপূর্ণ বিষয় গুলো তুলে ধরা হলো এই প্রতিবেদনে।
Join Indian Army তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ (Join Indian Army Recruitment 2024)
শূন্যপদের নাম ও সংখ্যা:- এখানে মোট ৯০ টি শূন্যপদ রয়েছে।শূন্যপদ গুলির নাম নিচে তালিকায় বিস্তারিত তুলে ধরা হয়েছে-
পদগুলির নাম:- কর্নেল, ব্রিগেডিয়ার, মেজর, ক্যাপ্টেন, লেফটেন্যান্ট জেনারেল HAG স্কেল, মেজর জেনারেলভিসিওএএস/আর্মি সিডিআর/লেফটেন্যান্ট জেনারেল (এনএফএসজি), লেফটেন্যান্ট জেনারেল HAG + স্কেল, মেজর জেনারেল সিওএএস, প্রতিনিধি, লেফটেন্যান্ট কর্নেল।
Join Indian Army Recruitment 2024 এ আবেদনের জন্য যোগ্যতার মানদণ্ড
যে সকল আগ্রহী প্রার্থীরা Join Indian Army তে আবেদন করতে চাইছেন তাদের কে শিক্ষাগত যোগ্যতা, বয়স সহ বাকি সব নিয়ম জেনে আবেদন করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা:- ভারতীয় সেনা বাহিনীতে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা যেকোনো সরকারি বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
বয়স:- সর্বনিম্ন ১৬½ বছর থেকে সর্বোচ্চ ১৯½ বছরের মধ্যে হতে হবে।
বেতন:- Join Indian Army এর প্রকাশিত পদগুলোতে বেতনের পরিমাণ রয়েছে ৫৬,১০০ থেকে ২,৫০,০০০ টাকা।
Join Indian Army Recruitment 2024 এ কিভাবে আবেদন করবেন
আবেদন করতে সর্বপ্রথম joinindianarmy.nic.in এই ওয়েবসাইটে যাবেন। এরপরে ক্যারিয়ার অথবা রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করবেন। যদি আবেদন করতে সমস্যা হয় তাহলে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করবেন এবং পড়ে বুঝবেন। তারপর সেখানে গিয়ে আবেদন লিংকে ক্লিক করবেন। তারপর প্রয়োজনীয় তথ্য গুলো দিয়ে সঠিকভাবে আবেদন পত্রটি পূরণ করবেন এবং প্রয়োজনীয় নথিপত্র গুলো স্ক্যান করবেন।
এরপরে যদি আবেদন মুল্য চাইছে তাহলে অনলাইনের মাধ্যমে আবেদন মুল্য জমা করবেন। তারপর সাবমিট অপশনে ক্লিক করে আবেদনটি সম্পন্ন করে দিবেন। এরপর যে অ্যাপ্লিকেশন নাম্বারটি পাবেন, সেই নাম্বারটি দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে নিবেন।
আবেদন মুল্য:- এখানে আবেদন করতে কোনো প্রকার আবেদন মুল্য লাগছে না।
Join Indian Army Recruitment 2024 এ প্রার্থীদের কিভাবে চাকরিতে নির্বাচিত করা হবে
আবেদনকারী ইচ্ছুক প্রার্থীদের এখানে কোনো রকম পরীক্ষা দিতে হবে না। তাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নির্বাচিত করা হবে।
আবেদন শেষ তারিখ:- ১৩ জুন ২০২৪
অফিসিয়াল বিজ্ঞপ্তি:- Download PDF
অফিসিয়াল ওয়েবসাইট:- joinindianarmy.nic.in